Ajker Patrika

রাষ্ট্রপতির এপিএস হলেন আজিজুল হক ও সাগর হোসেন

বিশেষ প্রতিনিধি, ঢাকা
আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ২২: ৩৯
Thumbnail image

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) আজিজুল হক ও রাজধানীর যাত্রাবাড়ী সায়েদাবাদের মোহাম্মদ সাগর হোসেন। আজ রোববার এ বিষয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 

উভয় প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি যত দিন এ পদ অলংকৃত করবেন বা তাঁদের সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, তত দিন এই নিয়োগ কার্যকর থাকবে। 

এ ছাড়া সাগর হোসেনকে ‘জাতীয় বেতন স্কেল-২০১৫’ অনুযায়ী ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা বেতন স্কেলে নবম গ্রেডে এই নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত