Ajker Patrika

জাতীয় প্রেসক্লাবে নির্বাচন: সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ১১: ১০
জাতীয় প্রেসক্লাবে নির্বাচন: সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত

ফরিদা ইয়াসমিন পরপর দ্বিতীয়বারের মতো দুই বছরের জন্য জাতীয় প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন। আজ শনিবার ঢাকায় ২০২৩-২৪ সালের জন্য ক্লাবের ব্যবস্থাপনা কমিটির এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

ফরিদা ইয়াসমিন দৈনিক ইত্তেফাকে যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে কর্মরত আছেন। নির্বাচনে ফরিদা পেয়েছেন ৫৬৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল উদ্দিন সবুজ পেয়েছেন ৪০১ ভোট। এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। তিনি পেয়েছেন ৪৯৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইলিয়াস খান পেয়েছেন ৪৭৪ ভোট।

এ ছাড়া সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে হাসান হাফিজ ও রেজোয়ানুল হক রাজা। যুগ্ম-সম্পাদকের দুটি পদে নির্বাচিত হয়েছেন আইয়ুব ভুঁইয়া ও মো. আশরাফ আলী। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন শাহেদ চৌধুরী।

ব্যবস্থাপনা কমিটির দশটি সদস্য পদে নির্বাচিত হয়েছেন–ফরিদ হোসেন, কাজী রওনক হোসেন, শাহনাজ সিদ্দিকী সোমা, কল্যাণ সাহা, শাহনাজ বেগম পলি, সৈয়দ আবদাল আহমদ, জুলহাস আলম, বখতিয়ার রানা, মোহাম্মদ মোমিন হোসেন ও সীমান্ত খোকন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত