Ajker Patrika

পুলিশের ১৮ কর্মকর্তার বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ১০: ১৭
পুলিশের ১৮ কর্মকর্তার বদলি

বাংলাদেশ পুলিশে কর্মরত ১৬ জন অতিরিক্ত পুলিশ সুপার ও দুজন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ বুধবার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি করা হয়।

বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. মাঈনুল ইসলামকে ঢাকা ডিআইজি রেঞ্জের কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। আর ঢাকা টিএন্ডআইএমের অতিরিক্ত পুলিশ সুপার ফাহমিদা হক শেলীকে রাজশাহীর বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায়, ঢাকা ডিআইজি রেঞ্জের মাকসুদা লিমাকে ঢাকা মহানগর পুলিশ, ডিএমপিতে, টাঙ্গাইল সদর সার্কেলের মুহাম্মদ সারোয়ার হোসেনকে টাঙ্গাইল জেলায়, নেত্রকোনার বারহাট্টা সার্কেলের মো. সাইদুর রহমানকে শেরপুর সদর সার্কেলে, শেরপুর সদর সার্কেলের মোহাম্মদ হান্নান মিয়াকে সিরাজগঞ্জ জেলায়, রংপুর ডিআইজি রেঞ্জ কার্যালয়ের মো. শরিফুল আলম, খাগড়াছড়ির সদর সার্কেলের জিনিয়া চাকমা ও নওগাঁ সদর সার্কেলের মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমানকে ঢাকার এন্টিটেররিজমে বদলি করা হয়েছে। 

এ ছাড়া রংপুর ডিআইজি রেঞ্জের কার্যালয়ে সংযুক্ত মো. শামীম কুদ্দুস ভূঁইয়াকে কক্সবাজার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কে এম আবুল বাছের, বান্দরবান ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের মোহাম্মদ নূরুল আফছারকে ঢাকার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদর দপ্তরে, হবিগঞ্জ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের মু. আব্দুল মুবীনকে নওগাঁর পত্নীতলা সার্কেলে, পিরোজপুরের ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আবু ছালেহকে বরগুনার পাথরঘাটা সার্কেলে, বগুড়ার শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আরিফুল ইসলাম সিদ্দিকীকে এপিবিএন সদর দপ্তরের এএসপি, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (এসি) মো. আরিফ হোসেনকে বেতবুনিয়া পিএসটিএসের এএসপি (রাঙামাটিতে সংযুক্ত) এবং ট্যুরিস্ট পুলিশের এএসপি কৃষ্ণ কুমার সরকারকে রংপুর ডিআইজি রেঞ্জ কার্যালয়ের এএসপি হিসেবে বদলি করা হয়েছে। 

বদলি আদেশে আরও বলা হয়, বদলির আদেশ পাওয়া কর্মকর্তাদের আগামী ৯ জানুয়ারির মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। অন্যথায় ১০ তারিখ থেকে তাঁদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে। 

তবে যেসব এলাকায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে, সেসব এলাকায় তফসিলের মেয়াদ শেষ হওয়ার পরে এই বদলি আদেশ কার্যকর হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

হিন্দু মন্দির নিয়ে কেন সংঘাতে জড়াল বৌদ্ধ-অধ্যুষিত থাইল্যান্ড-কম্বোডিয়া

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত