Ajker Patrika

শ্রীলঙ্কাকে বিপুল পরিমাণে ওষুধ সহায়তা দিল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ২২: ০৭
শ্রীলঙ্কাকে বিপুল পরিমাণে ওষুধ সহায়তা দিল বাংলাদেশ

শ্রীলঙ্কাকে বিপুল পরিমাণে ওষুধ দিয়ে সহায়তা করেছে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি (বাপি)। আজ বুধবার বাপির সভাপতি ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপন ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত হাইকমিশনার রুয়ান্থি ডেলপিতিয়াকে এই ওষুধসামগ্রী হস্তান্তর করেন।

এ সময় বাপির প্রতিনিধি এবং হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শ্রীলঙ্কাকে ওষুধ সহায়তা দেওয়া কোম্পানিগুলোর মধ্যে রয়েছে, বেক্সিমকো ফার্মা, স্কয়ার, ইনসেপ্টা, রেনেটা, ইউনিমেড ইউনিহেলথ, হেলথকেয়ার, বিকন, একমি ল্যাবরেটরিজ, সিনোভিয়া ফার্মা এবং নুভিস্তা ফার্মাসহ বিভিন্ন ফার্মাসিউটিক্যাল।

দক্ষিণ এশিয়ার দুই বন্ধুত্বপূর্ণ দেশ বাংলাদেশ ও শ্রীলঙ্কা তাদের মধ্যে গভীর ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে মূল্য দেয়। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে তারা সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। এরই অংশ হিসেবে তারা সে দেশে ওষুধ পাঠিয়ে সহায়তা করা হলো।

প্রসঙ্গত, ২০২২ সালের মে মাসে বাংলাদেশ সরকার শ্রীলঙ্কাকে ২০০ মিলিয়ন ডলার মূল্যের ওষুধ সরবরাহ করেছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি

দেড় মাস ধরে কর্মস্থলে নেই সহকারী কমিশনার, নিয়োগ বাতিল করল সরকার

দনবাস রাশিয়ার দখলে চলে গেছে, সেটা মেনেই যুদ্ধ শেষ করো—জেলেনস্কিকে ট্রাম্প

জুবায়েদ হত্যার নেপথ্যে ‘প্রেমের সম্পর্ক’, সিসিটিভির ফুটেজ দেখে আটক ৩

পর্নো সাইটে বাংলাদেশি যুগলের ১১২ ভিডিও, র‍্যাঙ্কিংয়ে অষ্টম: সিআইডি

এলাকার খবর
Loading...