আজকের পত্রিকা ডেস্ক
‘আমার একমাত্র মেয়ে শারমিন খাতুন। সে গত বছর জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করেছে। সে রাজশাহী শহরের একটা কলেজে পড়ালেখা করে। ওর বিসিএস অফিসার হওয়ার স্বপ্ন ছিল। সব স্বপ্ন শেষ হয়ে গেল।’
কথাগুলো বলছিলেন আবু সাঈদ। নাটোরের গুরুদাসপুর উপজেলার চর কান্তপুর পশ্চিমপাড়া গ্রামের এই বাসিন্দা গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় বাবা, ভাই, বোন, মেয়েকে হারিয়েছেন। রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর মোড়ে গতকাল বেলা আড়াইটার দিকে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা পাঁচজন নিহত হন। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেল, ওই দুর্ঘটনায় সাঈদের বাবা ইউনুস আলী (৭৫), ভাই লাবু হোসেন (৩৫), বোন পারভীন বেগম (৩৫), মেয়ে শারমিন খাতুন (১৭) নিহত হন। এ ছাড়া দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাচালক মোখলেসুর রহমান (৪৫) নিহত হন।
দুর্ঘটনার পর গতকাল কান্তপুর গ্রামে ঢুকতেই দেখা গেল, দলে দলে লোকজন আবু সাঈদদের বাড়িতে যাচ্ছেন। আবু সাইদ তখন বিলাপ করছেন। বলছিলেন, ‘রাজশাহী যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ওরা সবাই মারা গেছে। আমরা এখন কাদের নিয়ে বাঁচব? ভাই লাবুর স্ত্রীসহ সাত বছরের এক ছেলে ও দুই বছরের মেয়ে রয়েছে। ওদের আমি কী বুঝ দিব?’
সেখানে পাশেই ছিলেন পারভিনের স্বামী জাহাঙ্গীর হোসেন। বললেন, ‘আমার শ্বশুরের চিকিৎসার পাশাপাশি আমার স্ত্রী নিজেও চিকিৎসা নিতে যাচ্ছিল। কিন্তু দুর্ঘটনায় সুস্থতা তো দূরের কথা, মারাই গেল।’
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেল, ক্যানসারে ভুগছিলেন ইউনুস আলী (৭৫)। দুই দিন কেমোথেরাপি দেওয়া হয়েছে। তৃতীয় দিনের কেমোথেরাপি নিতে ইউনুসকে রাজশাহী নিয়ে যাচ্ছিলেন ছেলে, মেয়ে আর নাতনি। পথে ট্রাকের ধাক্কায় নিহত হন তাঁরা।
এদিকে দুর্ঘটনার সময় অটোরিকশা ও ট্রাকটি একটি দোকানের ওপর উঠে যায়। এতে মুদিদোকানি, ট্রাকেরচালকের সহকারী ও ট্রাকের আরোহী আহত হন। দুর্ঘটনা পর ট্রাকের চালককে পাওয়া যায়নি। নিহত ব্যক্তিদের মরদেহ রামেকের মর্গে আছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আরও ১৭ জন নিহত
এদিকে গতকাল ১১ জেলায় সড়ক দুর্ঘটনায় দুই ভারতীয় ও এক পুলিশ সদস্যসহ ১৭ জন নিহত হয়েছেন। এলাকাবাসী, পুলিশ ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আজকের পত্রিকার সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধিদের খবর:
রাজশাহীর পবার নওহাটা জুট মিল এলাকায় গতকাল সন্ধ্যায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দিলদার হোসেন (২৪) নিহত হন। তিনি পবার পালোপাড়া গ্রামের বাসিন্দা।
রাজবাড়ীর পাংশায় ট্রাকের ধাক্কায় গতকাল বিকেলে মোটরসাইকেলের দুই আরোহী রিমন (২২) ও গালিব (২০) নিহত হন। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা মিল্টন বাজার এলাকায় গতকাল সন্ধ্যায় বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলিচালক রায়হান মল্লিক (২২) নিহত হন।
চট্টগ্রামের মিরসরাইয়ের সুফিয়া রোড (বিসিক) এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক গতকাল ভোরে লরিচাপায় তিনজন নিহত হন। তাঁরা হলেন পাবনা জেলার সুজানগর থানার আলমগীর হোসেন (৪৫), একই এলাকার শফিকুল ইসলাম (৪২), ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার আন্দিনীল গ্রামের মাসুদ মিয়া (৩৫)। তাঁরা সেখানে গ্যাসলাইন স্থাপনের কাজ করছিলেন।
রংপুরের উপজেলার ৫ নম্বর লক্ষ্মীটারি ইউনিয়নের মহিপুর-কাকিনা সড়কে গতকাল দুপুরে অটোরিকশার ধাক্কায় আবিজ উদ্দিন (৮৫) নামে এক ব্যক্তি নিহত হন। মুন্সিগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় গতকাল বিকেলে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় জোহরা বেগম (৫৬) ও তাঁর নাতি ৭ মাস বয়সী আব্দুল্লাহ নিহত হয়।
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ইন্দেরহাট দৈহারি সড়কে গতকাল সকালে অটোরিকশার চাপায় রানী সিকদার (৫০) নামে এক নারী মারা যান। তিনি উপজেলার ছৈলাবুনিয়া গ্রামের রামকৃষ্ণ সিকদারের স্ত্রী।
যশোরের বেনাপোলে গতকাল সকালে যশোর-বেনাপোল মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় রাজ ইসলাম (১১) নামে এক পথচারী নিহত হয়।
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় গতকাল দুপুরে ট্রাকচাপায় রফিকুল ইসলাম (৬০) নামের এক পথচারী নিহত হয়েছেন।
ফেনীর ফুলগাজী আমজাদহাট ইউনিয়নের জগতপুর সড়কে গতকাল সকালে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক মোহাম্মদ সাইফুল ইসলাম ও আট মাসের শিশু আনাস মারা যায়।
গাজীপুর মহানগরীর সদর থানাধীন রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গতকাল ভোরে লরির ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত ও দুই সদস্য আহত হন।
দুই ভারতীয় নিহত
এদিকে গতকাল সকালে সাতক্ষীরার মিলবাজারে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন প্রাইভেট কারের চালক। গুরুতর আহত প্রাইভেট কারের চালক রফিকুল ইসলাম সজীবকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির অসীম কুমার বিশ্বাস (৬০) ও তাঁর স্ত্রী ছবি বিশ্বাস (৪৮)। অসীম খুলনা-মোংলা রেল প্রকল্পের প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তিনি ছুটি নিয়ে সস্ত্রীক নিজ বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।
‘আমার একমাত্র মেয়ে শারমিন খাতুন। সে গত বছর জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করেছে। সে রাজশাহী শহরের একটা কলেজে পড়ালেখা করে। ওর বিসিএস অফিসার হওয়ার স্বপ্ন ছিল। সব স্বপ্ন শেষ হয়ে গেল।’
কথাগুলো বলছিলেন আবু সাঈদ। নাটোরের গুরুদাসপুর উপজেলার চর কান্তপুর পশ্চিমপাড়া গ্রামের এই বাসিন্দা গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় বাবা, ভাই, বোন, মেয়েকে হারিয়েছেন। রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর মোড়ে গতকাল বেলা আড়াইটার দিকে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা পাঁচজন নিহত হন। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেল, ওই দুর্ঘটনায় সাঈদের বাবা ইউনুস আলী (৭৫), ভাই লাবু হোসেন (৩৫), বোন পারভীন বেগম (৩৫), মেয়ে শারমিন খাতুন (১৭) নিহত হন। এ ছাড়া দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাচালক মোখলেসুর রহমান (৪৫) নিহত হন।
দুর্ঘটনার পর গতকাল কান্তপুর গ্রামে ঢুকতেই দেখা গেল, দলে দলে লোকজন আবু সাঈদদের বাড়িতে যাচ্ছেন। আবু সাইদ তখন বিলাপ করছেন। বলছিলেন, ‘রাজশাহী যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ওরা সবাই মারা গেছে। আমরা এখন কাদের নিয়ে বাঁচব? ভাই লাবুর স্ত্রীসহ সাত বছরের এক ছেলে ও দুই বছরের মেয়ে রয়েছে। ওদের আমি কী বুঝ দিব?’
সেখানে পাশেই ছিলেন পারভিনের স্বামী জাহাঙ্গীর হোসেন। বললেন, ‘আমার শ্বশুরের চিকিৎসার পাশাপাশি আমার স্ত্রী নিজেও চিকিৎসা নিতে যাচ্ছিল। কিন্তু দুর্ঘটনায় সুস্থতা তো দূরের কথা, মারাই গেল।’
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেল, ক্যানসারে ভুগছিলেন ইউনুস আলী (৭৫)। দুই দিন কেমোথেরাপি দেওয়া হয়েছে। তৃতীয় দিনের কেমোথেরাপি নিতে ইউনুসকে রাজশাহী নিয়ে যাচ্ছিলেন ছেলে, মেয়ে আর নাতনি। পথে ট্রাকের ধাক্কায় নিহত হন তাঁরা।
এদিকে দুর্ঘটনার সময় অটোরিকশা ও ট্রাকটি একটি দোকানের ওপর উঠে যায়। এতে মুদিদোকানি, ট্রাকেরচালকের সহকারী ও ট্রাকের আরোহী আহত হন। দুর্ঘটনা পর ট্রাকের চালককে পাওয়া যায়নি। নিহত ব্যক্তিদের মরদেহ রামেকের মর্গে আছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আরও ১৭ জন নিহত
এদিকে গতকাল ১১ জেলায় সড়ক দুর্ঘটনায় দুই ভারতীয় ও এক পুলিশ সদস্যসহ ১৭ জন নিহত হয়েছেন। এলাকাবাসী, পুলিশ ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আজকের পত্রিকার সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধিদের খবর:
রাজশাহীর পবার নওহাটা জুট মিল এলাকায় গতকাল সন্ধ্যায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দিলদার হোসেন (২৪) নিহত হন। তিনি পবার পালোপাড়া গ্রামের বাসিন্দা।
রাজবাড়ীর পাংশায় ট্রাকের ধাক্কায় গতকাল বিকেলে মোটরসাইকেলের দুই আরোহী রিমন (২২) ও গালিব (২০) নিহত হন। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরা মিল্টন বাজার এলাকায় গতকাল সন্ধ্যায় বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলিচালক রায়হান মল্লিক (২২) নিহত হন।
চট্টগ্রামের মিরসরাইয়ের সুফিয়া রোড (বিসিক) এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক গতকাল ভোরে লরিচাপায় তিনজন নিহত হন। তাঁরা হলেন পাবনা জেলার সুজানগর থানার আলমগীর হোসেন (৪৫), একই এলাকার শফিকুল ইসলাম (৪২), ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার আন্দিনীল গ্রামের মাসুদ মিয়া (৩৫)। তাঁরা সেখানে গ্যাসলাইন স্থাপনের কাজ করছিলেন।
রংপুরের উপজেলার ৫ নম্বর লক্ষ্মীটারি ইউনিয়নের মহিপুর-কাকিনা সড়কে গতকাল দুপুরে অটোরিকশার ধাক্কায় আবিজ উদ্দিন (৮৫) নামে এক ব্যক্তি নিহত হন। মুন্সিগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় গতকাল বিকেলে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় জোহরা বেগম (৫৬) ও তাঁর নাতি ৭ মাস বয়সী আব্দুল্লাহ নিহত হয়।
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ইন্দেরহাট দৈহারি সড়কে গতকাল সকালে অটোরিকশার চাপায় রানী সিকদার (৫০) নামে এক নারী মারা যান। তিনি উপজেলার ছৈলাবুনিয়া গ্রামের রামকৃষ্ণ সিকদারের স্ত্রী।
যশোরের বেনাপোলে গতকাল সকালে যশোর-বেনাপোল মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় রাজ ইসলাম (১১) নামে এক পথচারী নিহত হয়।
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় গতকাল দুপুরে ট্রাকচাপায় রফিকুল ইসলাম (৬০) নামের এক পথচারী নিহত হয়েছেন।
ফেনীর ফুলগাজী আমজাদহাট ইউনিয়নের জগতপুর সড়কে গতকাল সকালে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালক মোহাম্মদ সাইফুল ইসলাম ও আট মাসের শিশু আনাস মারা যায়।
গাজীপুর মহানগরীর সদর থানাধীন রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গতকাল ভোরে লরির ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত ও দুই সদস্য আহত হন।
দুই ভারতীয় নিহত
এদিকে গতকাল সকালে সাতক্ষীরার মিলবাজারে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন প্রাইভেট কারের চালক। গুরুতর আহত প্রাইভেট কারের চালক রফিকুল ইসলাম সজীবকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির অসীম কুমার বিশ্বাস (৬০) ও তাঁর স্ত্রী ছবি বিশ্বাস (৪৮)। অসীম খুলনা-মোংলা রেল প্রকল্পের প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তিনি ছুটি নিয়ে সস্ত্রীক নিজ বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।
মানব পাচারের শিকার হয়ে মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বন্দী জীবন কাটানো ১৮ বাংলাদেশি দেশে ফিরেছেন। গতকাল মঙ্গলবার রাত ১২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় ফেরেন তাঁরা। বিমানবন্দরে তাদের জরুরি সহায়তা দেয় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মীরা।
২ ঘণ্টা আগেশিশুদের করা অপরাধের বিচারের জন্য প্রতিটি জেলায় শিশু আদালত নামে এক বা একাধিক আদালত থাকার বিধান করা হয়েছিল ২০১৩ সালের শিশু আইনে। তবে তখন থেকে এক যুগ কেটে গেলেও এই আদালত প্রতিষ্ঠা করেনি সরকার। এ কারণে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে শিশু আদালতের দায়িত্ব...
৩ ঘণ্টা আগেএবারে ঈদযাত্রায় ভোগান্তির কারণ হতে পারে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ ও নরসিংদীর ১৩ পয়েন্ট। প্রতিবছর ঈদযাত্রায় এসব পয়েন্টে যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়তে হয় ঘরমুখো মানুষদের। এবারও সেই আশঙ্কা করছেন যাত্রী ও পরিবহনচালকেরা। তবে হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে অতিরিক্ত জনবল নিয়োগ...
৯ ঘণ্টা আগেশেখ হাসিনার পতন ঘটানো জুলাই আন্দোলনের শুরুটা হয়েছিল দেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে। এই আন্দোলনে প্রথম হামলা ও নিপীড়নের শুরুটাও হয় বিশ্ববিদ্যালয়ে। আন্দোলনকারীদের ওপর এসব হামলায় জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। পাশাপাশি হামলায় উসকানি দেওয়া শিক্ষকেরাও শাস্তি পেতে...
১১ ঘণ্টা আগে