নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে প্রথমবারের মতো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেঁধে দেওয়ার চার মাসের মাথায় আবারও গণশুনানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামী ১৭ আগস্ট শুনানির দিন নির্ধারণ করেছে সংস্থাটি। আজ সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থার সচিব রুবিনা ফেরদৌসী।
গত ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির মূল্য নির্ধারণ করে দেয় বিইআরসি। পরে প্রতি মাসেই আমদানি মূল্য বিবেচনায় নিয়ে এলপিজির দাম সমন্বয় করে আসছিল বিইআরসি। কিন্তু এলপিজি ব্যবসায়ীরা শুরু থেকেই ঘোষিত মূল্যের বিরোধিতা করে আসছিলেন। এমনকি বিইআরসি নির্ধারিত মূল্য কার্যকরে অসহযোগিতার অভিযোগও আসে তাদের বিরুদ্ধে। সবশেষ ২৮টি কোম্পানির মধ্যে ১৮টি কোম্পানি মূল্য পুনর্নির্ধারণের জন্য চিঠি দেয় বিইআরসিকে। এ কারণেই পুনরায় গণশুনানিতে যাচ্ছে বিইআরসি।
এ বিষয়ে বিইআরসি সচিব রুবিনা ফেরদৌসী বলেন, ‘বিইআরসি গণশুনানির মাধ্যমে নির্ধারিত মূল্য প্রতি মাসের সৌদি–আরামকো নির্ধারিত আমদানি খরচের সঙ্গে সমন্বয় করে বাসাবাড়ির রান্নার গ্যাস ও অটোগ্যাসের দাম নির্ধারণ করছে। কিন্তু এলপিজি অপারেটরেরা মজুতকরণ, বোতলজাতকরণ, ডিলার ও খুচরা পর্যায়ে মাশুলেও পরিবর্তন চান। এ কারণেই গণশুনানি করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।’
এ বিষয়ে চলতি মাসের ১৬ তারিখের মধ্যে আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তাদের মতামত বিইআরসিকে পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছে বিইআরসি।
রুবিনা ফেরদৌসি বলেন, ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই গনণশুনানি গত ৭ জুলাই রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের শহীদ এ কে এম শামসুল হক খান মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে সরকারের আরোপ করা বিধিনিষেধের কারণে তা সম্ভব হয়নি। এ কারণে একই স্থানে আগামী ১৭ আগস্ট গণশুনানি অনুষ্ঠিত হবে। একদিনে যদি আলোচনা শেষ করা না যায়, তাহলে আরও একদিন, অর্থাৎ ১৮ আগস্টও রাখা হয়েছে শুনানির সুযোগ।
দেশে প্রথমবারের মতো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেঁধে দেওয়ার চার মাসের মাথায় আবারও গণশুনানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামী ১৭ আগস্ট শুনানির দিন নির্ধারণ করেছে সংস্থাটি। আজ সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থার সচিব রুবিনা ফেরদৌসী।
গত ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির মূল্য নির্ধারণ করে দেয় বিইআরসি। পরে প্রতি মাসেই আমদানি মূল্য বিবেচনায় নিয়ে এলপিজির দাম সমন্বয় করে আসছিল বিইআরসি। কিন্তু এলপিজি ব্যবসায়ীরা শুরু থেকেই ঘোষিত মূল্যের বিরোধিতা করে আসছিলেন। এমনকি বিইআরসি নির্ধারিত মূল্য কার্যকরে অসহযোগিতার অভিযোগও আসে তাদের বিরুদ্ধে। সবশেষ ২৮টি কোম্পানির মধ্যে ১৮টি কোম্পানি মূল্য পুনর্নির্ধারণের জন্য চিঠি দেয় বিইআরসিকে। এ কারণেই পুনরায় গণশুনানিতে যাচ্ছে বিইআরসি।
এ বিষয়ে বিইআরসি সচিব রুবিনা ফেরদৌসী বলেন, ‘বিইআরসি গণশুনানির মাধ্যমে নির্ধারিত মূল্য প্রতি মাসের সৌদি–আরামকো নির্ধারিত আমদানি খরচের সঙ্গে সমন্বয় করে বাসাবাড়ির রান্নার গ্যাস ও অটোগ্যাসের দাম নির্ধারণ করছে। কিন্তু এলপিজি অপারেটরেরা মজুতকরণ, বোতলজাতকরণ, ডিলার ও খুচরা পর্যায়ে মাশুলেও পরিবর্তন চান। এ কারণেই গণশুনানি করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।’
এ বিষয়ে চলতি মাসের ১৬ তারিখের মধ্যে আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তাদের মতামত বিইআরসিকে পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছে বিইআরসি।
রুবিনা ফেরদৌসি বলেন, ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই গনণশুনানি গত ৭ জুলাই রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের শহীদ এ কে এম শামসুল হক খান মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে সরকারের আরোপ করা বিধিনিষেধের কারণে তা সম্ভব হয়নি। এ কারণে একই স্থানে আগামী ১৭ আগস্ট গণশুনানি অনুষ্ঠিত হবে। একদিনে যদি আলোচনা শেষ করা না যায়, তাহলে আরও একদিন, অর্থাৎ ১৮ আগস্টও রাখা হয়েছে শুনানির সুযোগ।
জুলাই অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান দুটি কাজের একটি হলো, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রব্যবস্থা সংস্কারের একটি রূপরেখা দেওয়া; যেটি জাতীয় সনদ আকারে ঘোষণা করা হবে। এই লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন চলতি মাসেই ‘জুলাই সনদ’ নামে এই জাতীয় সনদ দেওয়ার জোর চেষ্টা চালাচ্ছে।
৪ ঘণ্টা আগেবাংলাদেশ ব্যাংক সম্প্রতি নারী কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পোশাক নির্ধারণ করে যে নির্দেশনা জারি করেছে, তা ক্ষমতার অপব্যবহারের খারাপ নজির হিসেবে অভিহিত করেছেন দেশের ৫৪ জন বিশিষ্ট নাগরিক। আজ শুক্রবার এক যৌথ বিবৃতিতে বিষয়টি তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত...
৯ ঘণ্টা আগেচুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বলা হয়, এলসা (ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্পিচ অ্যাসিস্ট্যান্ট) একটি মোবাইল অ্যাপ, যা এআই প্রযুক্তি ব্যবহার করে ইংরেজিকে দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহারকারীদের উচ্চারণ ও সাবলীলভাবে কথা বলার দক্ষতা বাড়াতে সাহায্য করে। ২০১৫ সালে যাত্রা শুরু করা যুক্তরাষ্ট্রভিত্তিক এই অ্যাপ...
১০ ঘণ্টা আগেআইএসপিআর জানিয়েছে, এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৫ মহড়ার মূল উদ্দেশ্য আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তা কার্যক্রমে দুই দেশের সেনাবাহিনীর পারস্পরিক সহযোগিতা ও যৌথ প্রস্তুতি জোরদার করা।
১০ ঘণ্টা আগে