নিজস্ব প্রতিবেদক
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করা হয়েছে। এখন থেকে প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইফুর রহমান খানের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়সমূহকে স্ব স্ব কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।
বিশ্ববিদ্যালয়ে সাপ্তাহিক ছুটির বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ড. ফেরদৌস জামান আজকের পত্রিকাকে বলেন, ‘সাধারণত দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়েই সপ্তাহে দুই দিন ছুটি থাকে। সরকারের নির্দেশনা মোতাবেক সরকারি ও বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ই যেন বিষয়টি অনুসরণ করে সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।’
সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম শিক্ষাপ্রতিষ্ঠান দুই দিন বন্ধ রাখার কথা জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেছিলেন, ‘শিক্ষামন্ত্রীর প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। এখন থেকে সপ্তাহে দুই দিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। তবে কোন দুই দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে তা শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা করবে। এটা ফাইনাল হয়ে গেছে, তারা আদেশ জারি করবেন।’
আগামী বছর থেকে সাপ্তাহিক ছুটি দুই দিন হওয়ার ঘোষণা ছিল। কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এই ছুটি এ বছর থেকেই কার্যকরের কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। সম্প্রতি তিনি ঢাকায় এক অনুষ্ঠানে এই পরিকল্পনার কথা জানান।
এদিকে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মতো প্রাথমিকেও সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানান। তিনি বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শুক্র ও শনিবার এ দুই দিন বন্ধ থাকবে। আর চলমান বৃহস্পতিবার অর্ধদিবস ক্লাসের পরিবর্তে পূর্ণদিবস ক্লাস অনুষ্ঠিত হবে।’
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করা হয়েছে। এখন থেকে প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইফুর রহমান খানের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়সমূহকে স্ব স্ব কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো।
বিশ্ববিদ্যালয়ে সাপ্তাহিক ছুটির বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ড. ফেরদৌস জামান আজকের পত্রিকাকে বলেন, ‘সাধারণত দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়েই সপ্তাহে দুই দিন ছুটি থাকে। সরকারের নির্দেশনা মোতাবেক সরকারি ও বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ই যেন বিষয়টি অনুসরণ করে সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।’
সোমবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম শিক্ষাপ্রতিষ্ঠান দুই দিন বন্ধ রাখার কথা জানান। মন্ত্রিপরিষদ সচিব বলেছিলেন, ‘শিক্ষামন্ত্রীর প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। এখন থেকে সপ্তাহে দুই দিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। তবে কোন দুই দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে তা শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা করবে। এটা ফাইনাল হয়ে গেছে, তারা আদেশ জারি করবেন।’
আগামী বছর থেকে সাপ্তাহিক ছুটি দুই দিন হওয়ার ঘোষণা ছিল। কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এই ছুটি এ বছর থেকেই কার্যকরের কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। সম্প্রতি তিনি ঢাকায় এক অনুষ্ঠানে এই পরিকল্পনার কথা জানান।
এদিকে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মতো প্রাথমিকেও সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানান। তিনি বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শুক্র ও শনিবার এ দুই দিন বন্ধ থাকবে। আর চলমান বৃহস্পতিবার অর্ধদিবস ক্লাসের পরিবর্তে পূর্ণদিবস ক্লাস অনুষ্ঠিত হবে।’
শুধু পাঠদান নয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা যেন অনেক কাজের কাজি। ভোট গ্রহণ, ভোটার তালিকা, শুমারি, জরিপ, টিকাদান, কৃমিনাশক ওষুধ ও ভিটামিন ক্যাপসুল খাওয়ানো, টিসিবির চাল বিতরণ, বিভিন্ন অনুষ্ঠানসহ বারোয়ারি অন্তত ২০ ধরনের কাজ করতে হচ্ছে তাঁদের। সরকারি এসব কাজে বছরে ব্যস্ত থাকছেন কমপক্ষে...
৯ ঘণ্টা আগেদেশের সব আসামির মামলা-সংক্রান্ত তথ্য-উপাত্ত থাকা পুলিশের ক্রিমিনাল ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) সফটওয়্যারে মাদক কর্মকর্তাদের প্রবেশাধিকার দিচ্ছে না সরকার। পুলিশ সদর দপ্তরের সহযোগিতা নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিজস্ব সিডিএমএস তৈরি করবে।
১০ ঘণ্টা আগে২০১৮ সালের ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের দুই বাসের বেপরোয়া প্রতিযোগিতায় প্রাণ হারিয়েছিলেন দুই কলেজশিক্ষার্থী। সেই ঘটনার পর শুরু হয়েছিল নিরাপদ সড়ক আন্দোলন। ধরন ও মাত্রার দিক থেকে তা ছিল দেশের ইতিহাসে নজিরবিহীন। ঢাকার হাজারো শিক্ষার্থী রাস্তায় নেমে আসে।
১০ ঘণ্টা আগেপুলিশের বিশেষ শাখার (এসবি) আশঙ্কা, ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হতে পারে। দলটির কিছু নেতা-কর্মী এ সময় সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা, বিশৃঙ্খলা কিংবা ভাঙচুর চালাতে পারে বলেও ধারণা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।
১০ ঘণ্টা আগে