নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন, আসন্ন ঈদুল আজহায় সড়ক ও মহাসড়কে কোরবানির পশুর হাট বসতে দেওয়া হবে না। আজ সোমবার (১২ মে) দুপুরে বিদ্যুৎ ভবনে সড়ক ও রেল মন্ত্রণালয়ের ঈদুল আজহার প্রস্তুতিমূলক সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, ‘সড়ক-মহাসড়কে কোথাও গরুর হাট বসানো যাবে না। একই সঙ্গে হাটের গরু যেন সড়কের ওপর চলে না আসে সে বিষয়েও সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ঈদের সময় এসব বিষয় নিয়মিত মনিটরিং করা হবে। এছাড়া কোথায় কতটুকু জায়গায় পশুর হাট বসবে সে তথ্য সংশ্লিষ্ট সবার কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অতিরিক্ত ভাড়া ও চাঁদার বিষয়ে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, বাসে যেন অতিরিক্ত ভাড়া আদায় না করা হয় সে বিষয়টি নজরদারি বাড়ানো হবে। এ ছাড়া কোরবানির পশু পরিবহনের সময় যেন চাঁদাবাজির শিকার না হয় সে বিষয়টিও প্রশাসন নজরদারি করবে।
ঈদে সড়ক দুর্ঘটনার বিষয়ে উপদেষ্টা বলেন, ঈদের সময় সড়ক-মহাসড়কে কোথাও যেন দুর্ঘটনা না ঘটে সেই বিষয়ে কাজ করা নির্দেশনা দেওয়া হয়েছে সবাইকে। যাত্রী এবং পশুবাহী গাড়ির যাতায়াত নির্বিঘ্ন করার চেষ্টা করা হবে এবারও।
ঢাকা থেকে বের হওয়ার মুখে যানজটে পড়তে হয় সে বিষয়ে প্রশ্ন করা হলে সড়ক উপদেষ্টা বলেন, হানিফ ফ্লাইওভারের যানজট হয়। সেটার জন্য সিটি করপোরেশন বসে টোল কীভাবে দ্রুত আদায় করা যায় সেই বিষয়টি নিয়ে কাজ করবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ‘বিগত সরকারের সময় যেসব অনিয়ম চলতো ঈদের সময়, সেটা আমরা অনেক কমিয়ে আনতে পেরেছি। ঈদের সময় মানুষের যাতায়াত যেন আনন্দের এবং নিরাপদ হয় সে জন্য আমরা কাজ করছি। আশা করছি, এবারের ঈদ যাত্রায় ভালো কিছু উপহার দিতে পারব।’
ঈদের সময় টোল প্লাজাগুলোতে যানজট হয় এমন প্রশ্নের বিষয়ে সেতু বিভাগের সচিব বলেন, ‘ঈদের আগেই সেতুগুলোতে দুটি করে লেন ইলেকট্রিক টোল সিস্টেম চালু করা হচ্ছে। যাতে করে গাড়িগুলো দ্রুত টোল দিয়ে চলে যেতে পারে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, সেতু সচিব মোহাম্মদ আবদুর রউফ।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন, আসন্ন ঈদুল আজহায় সড়ক ও মহাসড়কে কোরবানির পশুর হাট বসতে দেওয়া হবে না। আজ সোমবার (১২ মে) দুপুরে বিদ্যুৎ ভবনে সড়ক ও রেল মন্ত্রণালয়ের ঈদুল আজহার প্রস্তুতিমূলক সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, ‘সড়ক-মহাসড়কে কোথাও গরুর হাট বসানো যাবে না। একই সঙ্গে হাটের গরু যেন সড়কের ওপর চলে না আসে সে বিষয়েও সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ঈদের সময় এসব বিষয় নিয়মিত মনিটরিং করা হবে। এছাড়া কোথায় কতটুকু জায়গায় পশুর হাট বসবে সে তথ্য সংশ্লিষ্ট সবার কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অতিরিক্ত ভাড়া ও চাঁদার বিষয়ে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, বাসে যেন অতিরিক্ত ভাড়া আদায় না করা হয় সে বিষয়টি নজরদারি বাড়ানো হবে। এ ছাড়া কোরবানির পশু পরিবহনের সময় যেন চাঁদাবাজির শিকার না হয় সে বিষয়টিও প্রশাসন নজরদারি করবে।
ঈদে সড়ক দুর্ঘটনার বিষয়ে উপদেষ্টা বলেন, ঈদের সময় সড়ক-মহাসড়কে কোথাও যেন দুর্ঘটনা না ঘটে সেই বিষয়ে কাজ করা নির্দেশনা দেওয়া হয়েছে সবাইকে। যাত্রী এবং পশুবাহী গাড়ির যাতায়াত নির্বিঘ্ন করার চেষ্টা করা হবে এবারও।
ঢাকা থেকে বের হওয়ার মুখে যানজটে পড়তে হয় সে বিষয়ে প্রশ্ন করা হলে সড়ক উপদেষ্টা বলেন, হানিফ ফ্লাইওভারের যানজট হয়। সেটার জন্য সিটি করপোরেশন বসে টোল কীভাবে দ্রুত আদায় করা যায় সেই বিষয়টি নিয়ে কাজ করবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ‘বিগত সরকারের সময় যেসব অনিয়ম চলতো ঈদের সময়, সেটা আমরা অনেক কমিয়ে আনতে পেরেছি। ঈদের সময় মানুষের যাতায়াত যেন আনন্দের এবং নিরাপদ হয় সে জন্য আমরা কাজ করছি। আশা করছি, এবারের ঈদ যাত্রায় ভালো কিছু উপহার দিতে পারব।’
ঈদের সময় টোল প্লাজাগুলোতে যানজট হয় এমন প্রশ্নের বিষয়ে সেতু বিভাগের সচিব বলেন, ‘ঈদের আগেই সেতুগুলোতে দুটি করে লেন ইলেকট্রিক টোল সিস্টেম চালু করা হচ্ছে। যাতে করে গাড়িগুলো দ্রুত টোল দিয়ে চলে যেতে পারে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, সেতু সচিব মোহাম্মদ আবদুর রউফ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা জোরদার করা হচ্ছে। এই মন্ত্রণালয়কে আরও সুরক্ষিত করতে প্রবেশ নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন করা হচ্ছে। বিশেষ করে দর্শনার্থীদের যথেচ্ছ চলাফেরা নিয়ন্ত্রণ করা এর উদ্দেশ্য।
৪ ঘণ্টা আগেস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আগ্নেয়াস্ত্রের ডিজিটাল ব্যবস্থাপনা গড়ে তোলার কাজ শেষ না করেই প্রায় ৭ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একজন শীর্ষ কর্মকর্তার মদদে এই দুর্নীতি হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এটিসহ অন্য কিছু বিষয় তদন্তে কম
৪ ঘণ্টা আগেবাংলাদেশ মহিলা পরিষদের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ছয় মাসে দেশে নির্যাতনের শিকার হয়েছে ১ হাজার ৫৫৫ জন নারী ও কন্যাশিশু। এর মধ্যে ধর্ষণের শিকার ৩৫৪ জন, যার সিংহভাগই শিশু ও কিশোরী। কেবল জুন মাসেই ধর্ষণের শিকার ৬৫ জন, যার মধ্যে ৪৩ জনই শিশু। এমনকি ধর্ষণের পর প্রাণ হারিয়েছে তিনজন, যাদের দুজনই শিশু।
৭ ঘণ্টা আগেসাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ভ্যাট-ট্যাক্স নিয়ে স্টারলিংককে কিছু জটিলতায় পড়তে হয়েছে। এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ঢাকা বিমানবন্দরসহ বিভিন্ন কর্তৃপক্ষ ভ্যাট-ট্যাক্সের বিষয়গুলো নিয়ে কাজ করে। সবার সঙ্গে একত্রে কাজ করতে গিয়ে কিছুটা সময় লাগে।
৯ ঘণ্টা আগে