Ajker Patrika

সড়কে বসানো যাবে না কোরবানির পশুর হাট: উপদেষ্টা ফাওজুল কবির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সড়ক ও রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: সংগৃহীত
সড়ক ও রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি: সংগৃহীত

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন, আসন্ন ঈদুল আজহায় সড়ক ও মহাসড়কে কোরবানির পশুর হাট বসতে দেওয়া হবে না। আজ সোমবার (১২ মে) দুপুরে বিদ্যুৎ ভবনে সড়ক ও রেল মন্ত্রণালয়ের ঈদুল আজহার প্রস্তুতিমূলক সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, ‘সড়ক-মহাসড়কে কোথাও গরুর হাট বসানো যাবে না। একই সঙ্গে হাটের গরু যেন সড়কের ওপর চলে না আসে সে বিষয়েও সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ঈদের সময় এসব বিষয় নিয়মিত মনিটরিং করা হবে। এছাড়া কোথায় কতটুকু জায়গায় পশুর হাট বসবে সে তথ্য সংশ্লিষ্ট সবার কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অতিরিক্ত ভাড়া ও চাঁদার বিষয়ে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, বাসে যেন অতিরিক্ত ভাড়া আদায় না করা হয় সে বিষয়টি নজরদারি বাড়ানো হবে। এ ছাড়া কোরবানির পশু পরিবহনের সময় যেন চাঁদাবাজির শিকার না হয় সে বিষয়টিও প্রশাসন নজরদারি করবে।

ঈদে সড়ক দুর্ঘটনার বিষয়ে উপদেষ্টা বলেন, ঈদের সময় সড়ক-মহাসড়কে কোথাও যেন দুর্ঘটনা না ঘটে সেই বিষয়ে কাজ করা নির্দেশনা দেওয়া হয়েছে সবাইকে। যাত্রী এবং পশুবাহী গাড়ির যাতায়াত নির্বিঘ্ন করার চেষ্টা করা হবে এবারও।

ঢাকা থেকে বের হওয়ার মুখে যানজটে পড়তে হয় সে বিষয়ে প্রশ্ন করা হলে সড়ক উপদেষ্টা বলেন, হানিফ ফ্লাইওভারের যানজট হয়। সেটার জন্য সিটি করপোরেশন বসে টোল কীভাবে দ্রুত আদায় করা যায় সেই বিষয়টি নিয়ে কাজ করবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ‘বিগত সরকারের সময় যেসব অনিয়ম চলতো ঈদের সময়, সেটা আমরা অনেক কমিয়ে আনতে পেরেছি। ঈদের সময় মানুষের যাতায়াত যেন আনন্দের এবং নিরাপদ হয় সে জন্য আমরা কাজ করছি। আশা করছি, এবারের ঈদ যাত্রায় ভালো কিছু উপহার দিতে পারব।’

ঈদের সময় টোল প্লাজাগুলোতে যানজট হয় এমন প্রশ্নের বিষয়ে সেতু বিভাগের সচিব বলেন, ‘ঈদের আগেই সেতুগুলোতে দুটি করে লেন ইলেকট্রিক টোল সিস্টেম চালু করা হচ্ছে। যাতে করে গাড়িগুলো দ্রুত টোল দিয়ে চলে যেতে পারে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক, সেতু সচিব মোহাম্মদ আবদুর রউফ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধবিরতি ঘোষণার কারণে এক্সে তোপের মুখে ভারতের পররাষ্ট্রসচিব ও তাঁর মেয়ে

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত