Ajker Patrika

চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৩ মে ২০২১, ১৮: ৪৪
Thumbnail image

ঢাকা: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। আগামী বুধবার এটি আঘাত হানতে পারে। ঝড়টি প্রথমে ভারতে তারপর বাংলাদেশের খুলনা অঞ্চল অতিক্রম করবে। বর্তমানে এটি পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। এরপর ক্রমে নিম্নচাপ, গভীর নিম্নচাপ ও সবশেষে এটি সাইক্লোন আকার ধারণ করবে। এ জন্য ঢাকার তাপমাত্রা বেড়েছে বলেও জানাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজ রোববার দুপুর ১২ টায় আজকের পত্রিকাকে জানান, ভারতের ওডিশার কোল ঘেঁষে পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের খুলনা অঞ্চল অতিক্রম করবে ঝড়টি। এর গতিবেগ কেমন হবে এখনই তা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কারণ কয়েকধাপ অতিক্রম করে সাইক্লোন আকার ধারণ করার আগে এটি দুর্বল হয়ে পড়তে পারে। আবার ক্রমশ শক্তি বাড়তেও পারে। তবে এখন পর্যন্ত যে ধরন তাতে বাতাসের গতিবেগ অনেক বাড়তে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় ইয়াস উপকূলে আঘাত হানার আগে দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে খুলনা বিভাগে তুমুল বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে এই বৃষ্টি দেখা দিতে পারে। কোন কোন জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে। ঘূর্ণিঝড়ের গতিবিধির ওপর বৃষ্টির পরিমাণ নির্ভর করছে। খুলনা উপকূল দিয়ে ঘূর্ণিঝড়টি বয়ে গেলে বৃষ্টিপাতের পরিমাণ কোথাও কোথাও ১ থেকে ২০০ মি.লি. ছাড়িয়ে যেতে পারে। আর ঝড়টি পশ্চিমবঙ্গ অতিক্রম করে গেলে বাংলাদেশে বৃষ্টি কম হবে।

এর আগে গত শনিবার আবহাওয়া অফিস এক বিশেষ বিজ্ঞপ্তিতে, সমুদ্রবন্দরগুলোকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ফেনীতে ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত