Ajker Patrika

আরপিও সংশোধন নিয়ে সিইসির সংবাদ সম্মেলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ জুলাই ২০২৩, ২১: ৪২
Thumbnail image

সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিষয়ে আগামী রোববার সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তবে সেই সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী রোববার নির্বাচন ভবনে সিইসির দপ্তরের সামনে বেলা সাড়ে ১১টায় এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে সংবাদ সম্মেলনের কথা জানান মো. আশাদুল হক। তবে পরে তিনি বেলা ২টার দিকে জানান, আপাতত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। ব্রিফিংয়ের তারিখ ও সময় পুনরায় নির্ধারিত হলে তা জানানো হবে।

গত মঙ্গলবার জাতীয় সংসদে সংশোধিত আরপিওর বিল পাস হয়। গতকাল বুধবার পর্যন্ত এ বিষয় নিয়ে আগাম কোনো মন্তব্য করতে রাজি হননি সিইসি। সাংবাদিকদের উদ্দেশে সিইসি বলেন, ‘আমরা আপনাদের বলব। আপনাদের প্রশ্নের বিস্তারিত জবাব দেব। বিলটাকে আইন হতে দেন। বিল আর আইন এক বিষয় নয়। এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করব না।’

সূত্র জানায়, সংসদে পাস হওয়া আরপিও সংশোধনের বিলে রাষ্ট্রপতির স্বাক্ষরে আইন না হওয়ার আগে সিইসি কোনো কথা বলবেন না। এতে রোববারের মধ্যে রাষ্ট্রপতির স্বাক্ষর হবে কি না তা নিয়ে সন্দেহ থাকায় ঘোষণা দিয়েও ব্রিফিংয়ের তারিখ পরিবর্তন করেছেন সিইসি। রাষ্ট্রপতি ইতিমধ্যে স্বাক্ষর করলে রোববার ব্রিফিং করলেও করতে পারেন সিইসি।

সিইসির আরপিও নিয়ে কথা না বলাকে লুকোচুরি বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন কেন লুকোচুরি করছে তা আমার বোধগম্য নয়।’

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত