Ajker Patrika

বন্যায় ১১ জেলায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ১৫: ৩৩
বন্যায় ১১ জেলায় মৃতের সংখ্যা বেড়ে ৫৯ 

দেশের ১১টি জেলায় বন্যায় এখন পর্যন্ত ৫৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ আছেন আরও একজন। এ ছাড়া, প্রায় সাত লাখ পরিবার এখনো পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন। আজ শনিবার দুপুরে প্রকাশিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বন্যাকবলিত জেলাগুলো হলো ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার। এসব জেলার ৬৮টি উপজেলা বন্যা প্লাবিত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন এবং পৌরসভার সংখ্যা ৫০৪। 
 
চট্টগ্রাম, হবিগঞ্জ, সিলেট, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলার বন্যা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক। মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং কুমিল্লা, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। 

বন্যায় বর্তমানে ৬ লাখ ৯৬ হাজার ৯৯৫টি পরিবার পানিবন্দী অবস্থায় আছে এখনো। সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৫৪ লাখ ৫৭ হাজার ৭০২। এ ছাড়া, বন্যায় এখন পর্যন্ত মারা গেছেন ৫৯ জন এবং নিখোঁজ ১ জন। তিনি মৌলভীবাজারের বাসিন্দা। 

মারা যাওয়াদের মধ্যে ৪১ জন পুরুষ, ৬ জন নারী এবং ১২টি শিশু। এদের মধ্যে কুমিল্লায় মারা গেছেন ১৪ জন, ফেনীতে ২৩ জন, চট্টগ্রামে ৬ জন, খাগড়াছড়িতে ১, নোয়াখালীতে ৯ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন, লক্ষ্মীপুরে ১ জন, কক্সবাজারে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কৌশলে বিনিয়োগ সরাচ্ছে বহুজাতিক কোম্পানি

বিমান বিধ্বস্ত: এক ঘণ্টা পর উদ্ধার হন পাইলট, তখনো বেঁচে ছিলেন

মোহাম্মদপুর থানায় ভুক্তভোগীকে হেনস্তা: চার পুলিশ সদস্যকে প্রত্যাহার, ৩ ছিনতাইকারী গ্রেপ্তার

‘ওসি হয়েও আমার কম দামি ফোন, দামি ফোন নিয়ে ঘুরলে ছিনতাই তো হবেই’, ভুক্তভোগীকে মোহাম্মদপুরের ওসি

রংপুরের ১০ কিমি সড়কে ৩৬৫ টন পাথর উধাও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত