Ajker Patrika

উদ্ভাবনে এগিয়ে নারীরা, পান্তাভাতও তাঁদের উদ্ভাবন: উপদেষ্টা ফরিদা আখতার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ মে ২০২৫, ১৯: ৩৬
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ফাইল ছবি
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। ফাইল ছবি

নতুন উদ্ভাবনে নারীরা এগিয়ে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, ‘পান্তাভাত অবিষ্কার করেছেন মেয়েরা। রাতে ভাত বেশি রান্না হয়ে গেছে, ওটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখলে সকালে খাওয়া যায়, এই আইডিয়া মেয়েদের মাথা থেকে এসেছে। এরচেয়ে বড় উদ্ভাবন কী হতে পারে।’

আজ বুধবার রাজধানীর কাজী আলাউদ্দিন রোডে অবস্থিত বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের সম্মেলন কক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ষষ্ঠ উদ্ভাবন শোকেসিং–২০২৫–এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, লেবু পাতার মাধ্যমে পচা মাছকেও যে খাওয়ার উপযোগী করা যায়, সেই আইডিয়াও প্রথম নারীদের মাথা থেকে এসেছে। তাই উদ্ভাবন কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য আহ্বান জানান তিনি।

দেশের উন্নয়নের জন্য ইনোভেটিভ আইডিয়া মাঠপর্যায় থেকে সংগ্রহ করতে হবে জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘উদ্ভাবনকে যত বেশি রেপ্লিকেট করা যাবে, উদ্ভাবন তত বেশি সফল হবে। উদ্ভাবনের সুফল পেতে গেলে উদ্ভাবনকে গ্রামগঞ্জের মানুষের নিকট পৌঁছে দিতে হবে।’ তা ছাড়া তিনি সব দপ্তর সংস্থাকে আগামী দিনে আরও বেশিসংখ্যক ইনোভেটিভ আইডিয়া দেওয়ার জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. তোফাজ্জেল হোসেন বলেন, মন্ত্রণালয় ও দপ্তর সংস্থার দক্ষ জনবলকে যদি কাজে লাগানো যায়, তাহলে দেশ এগিয়ে যাবে। এ ছাড়া তিনি বলেন, প্রতিদিন নিজেদের মধ্যে নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া নিয়ে চিন্তা করতে হবে, তাহলে নিজেকে সফল মানুষ হিসেবে গড়ে তোলা যাবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও চিফ উদ্ভাবন অফিসার মো. ইমাম উদ্দীন কবীর। স্বাগত বক্তব্যে তিনি বলেন, দপ্তর সংস্থাগুলো নিয়মিতভাবে উদ্ভাবন নিয়ে কাজ করলে সরকারি সেবা সহজে জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম, এটুআই প্রকল্প পরিচালক মো. রশিদুল মান্নাফ কবীর, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান সুরাইয়া আখতার জাহান প্রমুখ।

এবার উদ্ভাবন শোকেসিং অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আটটি দপ্তর সংস্থা মোট ৩০টি ইনোভেশন নিয়ে প্রদর্শনীতে অংশ নেয়। এর মধ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের ১১টি, মৎস্য অধিদপ্তরের ১০টি, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের তিনটি, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের দুটি, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের দুটি, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের একটি ও মেরিন ফিশারি একাডেমির একটি উদ্ভাবন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এমডির অপসারণের দাবিতে আন্দোলনে কর্মীরা

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তার লাশ: মাকে নিয়ে স্ত্রীর সঙ্গে কলহে আত্মহত্যা বলে দাবি ভাইয়ের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত