Ajker Patrika

এনআইডির তথ্য যাচাই: শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হলো ব্র্যাক ব্যাংকের ব্লক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফাইল ছবি
ফাইল ছবি

শর্ত সাপেক্ষে ব্র্যাক ব্যাংকের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য যাচাই সেবা পুনরায় চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং ব্র্যাক ব্যাংকের এনআইডি যাচাই সেবা বন্ধ করেছিল নির্বাচন কমিশন (ইসি)।

এ এস এম হুমায়ুন কবীর বলেন, শর্ত সাপেক্ষে ব্র্যাক ব্যাংকের ব্লক খুলে দেওয়া হয়েছে। তবে তাদের লোন সিস্টেম ১৫ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। এ সময়ে কারিগরি ত্রুটি ঠিক করতে বলা হয়েছে।

সূত্র জানায়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং ব্র্যাক ব্যাংক থেকে তথ্য ফাঁসের ঘটনা তদন্তের জন্য দুটি কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তাদের বৃহস্পতিবারের মধ্যে কমিশনে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। তদন্ত কমিটির দেওয়া তথ্য অনুযায়ী ব্র্যাক ব্যাংকের ব্যাংকিং সিস্টেম ঠিক ছিল। তবে গ্রাহকের লোনের আবেদন করার জন্য ব্যাংকটির যে ‘সুবিধা’ নামের অ্যাপ রয়েছে, সেখানে দুটি নম্বর থেকে বারবার প্রবেশ করার চেষ্টা করা হয়েছে।

সূত্র আরও জানায়, এত দিন এক আইডি দিয়ে যতবার ইচ্ছা সুবিধা অ্যাপে লগিং করা যেত। এখন দিনে তিনবারের বেশি প্রবেশ করতে পারবে না।

ব্র্যাক ব্যাংকের ব্লক খুলে দেওয়া হলেও এখনো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এনআইডি যাচাই সেবা বন্ধ রয়েছে। বর্তমানে ইসি থেকে ১৮৬টি প্রতিষ্ঠান তথ্য যাচাই সেবা নিতে চুক্তিবদ্ধ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত