Ajker Patrika

সিএনজি অটোরিকশার লুকিং গ্লাস বাইরে রাখতে হাইকোর্টে বুয়েটের মত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সিএনজি অটোরিকশার লুকিং গ্লাস বাইরে রাখতে হাইকোর্টে বুয়েটের মত

সিএনজিচালিত অটোরিকশার লুকিং গ্লাস ভেতরে না রেখে বাইরে রাখার সুপারিশ করে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে বুয়েটের মেকানিক্যাল বিভাগ।

আজ বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চে এই প্রতিবেদন দাখিল করা হয়।

রিটকারী আইনজীবী তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘২০১৮ সালে দুজন ছাত্র সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার ঘটনায় ওই রিট করা হয়েছিল। আর সম্পূরক আবেদন করে বলেছিলাম, আইন অনুযায়ী সিএনজির লুকিং গ্লাস বাইরে থাকতে হবে। এর পরিপ্রেক্ষিতে বুয়েট থেকে বিশেষজ্ঞ মত চেয়ে আদালত নির্দেশ দিয়েছিলেন। বিশেষজ্ঞরাও মত দিয়েছেন—সিএনজিচালিত অটোরিকশার লুকিং গ্লাস বাইরে রাখতে হবে।’

রিটকারী আইনজীবী আরও বলেন, ‘প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত জানাতে বুয়েট ও বিআরটিএর বিশেষজ্ঞকে আগামী বৃহস্পতিবার আসতে বলেছেন আদালত। তাঁরা এসে বিষয়টি পরিষ্কার করবেন। ওই দিন পরবর্তী শুনানি শেষে আদেশ দেবেন হাইকোর্ট।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত