নিজস্ব প্রতিবেদক, ঢাকা
করোনাভাইরাসের সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে সরকার কিছুটা হলেও চিন্তিত ও আতঙ্কিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। করোনা আক্রান্ত রোগীরা এখন যে হারে হাসপাতালে ভর্তি হচ্ছে, এটা অব্যাহত থাকলে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে হাসপাতালে কোনো জায়গা ফাঁকা থাকবে না বলে জানিয়েছেন তিনি। তিনি জানান, এখন থেকে ৫০ বছর বয়সীদেরও বুস্টার ডোজ দেওয়া হবে।
ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মানটিটস্কি আজ সোমবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
জাহিদ মালেক বলেন, ‘ওমিক্রন ও ডেলটা ধরনে আক্রান্ত হয়ে শনাক্তের সংখ্যা দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আমরা কিছুটা হলেও চিন্তিত, আতঙ্কিত। গত ১৫-২০ দিনে সংক্রমণের হার ১৮ শতাংশে উঠে গেছে। এভাবে বাড়তে থাকলে ৩০ শতাংশে উঠতে সময় লাগবে না। হাসপাতালে প্রতিদিন ২০০ জন করে ভর্তি হচ্ছে। এভাবে ভর্তি হলে এক-দেড় মাসে হাসপাতালে চিকিৎসা দেওয়ার কোনো জায়গা থাকবে না। চিকিৎসা দেওয়া দুরূহ হয়ে যাবে। এ জন্য সবাই যাতে ভালোমতো স্বাস্থ্যবিধি মানে আমি সেই আহ্বান জানাচ্ছি।’
এখন থেকে ৫০ বছর বয়স বয়সীদেরও বুস্টার ডোজ দেওয়া হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এর ফলে ৭০ লাখ মানুষকে বুস্টার ডোজ দিতে হবে। এখনো ৯ কোটি ৩০ লাখ ডোজ টিকা আমাদের হাতে আছে।
টিকা নিয়ে রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘তাঁদের সঙ্গে টিকার চুক্তি করেছিলাম, চুক্তি এখনো আছে কিন্তু টিকা পাইনি। আমরা বলেছি, চুক্তি অনুযায়ী টিকা দেওয়ার ব্যবস্থা করেন। তাঁদের টিকা দুটি করে ডোজ লাগে। আমরা বলেছি দুটি ডোজই একসঙ্গে দেওয়ার ব্যবস্থা করেন। স্পুতনিক লাইট নামে আরেকটি টিকার কথা তাঁরা বলেছেন, আমরা সে বিষয়ে কাগজপত্র চেয়েছি।’
করোনাভাইরাসের সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে সরকার কিছুটা হলেও চিন্তিত ও আতঙ্কিত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। করোনা আক্রান্ত রোগীরা এখন যে হারে হাসপাতালে ভর্তি হচ্ছে, এটা অব্যাহত থাকলে আগামী এক থেকে দেড় মাসের মধ্যে হাসপাতালে কোনো জায়গা ফাঁকা থাকবে না বলে জানিয়েছেন তিনি। তিনি জানান, এখন থেকে ৫০ বছর বয়সীদেরও বুস্টার ডোজ দেওয়া হবে।
ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মানটিটস্কি আজ সোমবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
জাহিদ মালেক বলেন, ‘ওমিক্রন ও ডেলটা ধরনে আক্রান্ত হয়ে শনাক্তের সংখ্যা দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আমরা কিছুটা হলেও চিন্তিত, আতঙ্কিত। গত ১৫-২০ দিনে সংক্রমণের হার ১৮ শতাংশে উঠে গেছে। এভাবে বাড়তে থাকলে ৩০ শতাংশে উঠতে সময় লাগবে না। হাসপাতালে প্রতিদিন ২০০ জন করে ভর্তি হচ্ছে। এভাবে ভর্তি হলে এক-দেড় মাসে হাসপাতালে চিকিৎসা দেওয়ার কোনো জায়গা থাকবে না। চিকিৎসা দেওয়া দুরূহ হয়ে যাবে। এ জন্য সবাই যাতে ভালোমতো স্বাস্থ্যবিধি মানে আমি সেই আহ্বান জানাচ্ছি।’
এখন থেকে ৫০ বছর বয়স বয়সীদেরও বুস্টার ডোজ দেওয়া হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এর ফলে ৭০ লাখ মানুষকে বুস্টার ডোজ দিতে হবে। এখনো ৯ কোটি ৩০ লাখ ডোজ টিকা আমাদের হাতে আছে।
টিকা নিয়ে রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘তাঁদের সঙ্গে টিকার চুক্তি করেছিলাম, চুক্তি এখনো আছে কিন্তু টিকা পাইনি। আমরা বলেছি, চুক্তি অনুযায়ী টিকা দেওয়ার ব্যবস্থা করেন। তাঁদের টিকা দুটি করে ডোজ লাগে। আমরা বলেছি দুটি ডোজই একসঙ্গে দেওয়ার ব্যবস্থা করেন। স্পুতনিক লাইট নামে আরেকটি টিকার কথা তাঁরা বলেছেন, আমরা সে বিষয়ে কাগজপত্র চেয়েছি।’
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের প্রায় এক বছর হতে চললেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। সম্প্রতি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের পর বিভিন্ন ঘটনায় আইনশৃঙ্খলা ও প্রশাসনের ভঙ্গুর চিত্র আরেকবার প্রকাশ পেয়েছে। এমন এক পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো
২ ঘণ্টা আগেস্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার দিবাগত রাত ১টা ৪৮ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। এর আগে রাত ১টা ১৮ মিনিটে রাজধানীর গুলশানের বাসা ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা
৩ ঘণ্টা আগেসরকারি কর্মচারীদের জন্য অনানুগত্যের ধারা বাদ দিয়ে ও সব ধরনের দণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ রেখে সরকারি চাকরি অধ্যাদেশ দ্বিতীয় দফায় সংশোধন করা হয়েছে।
৩ ঘণ্টা আগে১৯২৫ সালের ২৩ জুলাই, গাজীপুর জেলার অন্তর্গত কাপাসিয়ার দরদরিয়ায় জন্মগ্রহণ করা শিশুটি যে বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় ভূমিকা রেখে যাবেন, সেটা হয়তো সেদিনই বোঝা যায়নি। কিন্তু সেদিনের ক্ষীণকায় শিশুটি ধীরে ধীরে বেড়ে ওঠেন। আজীবন সঙ্গী হয় শান্ত, সংযমী, আত্মমগ্ন স্বভাব। তিনি তাজউদ্দীন আহমদ—স্বাধীন বাংলাদ
৪ ঘণ্টা আগে