Ajker Patrika

সীমানা পুনর্নির্ধারণ: ৬১ আসনের আবেদন বিবেচনায় নেবে ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফাইল ছবি
ফাইল ছবি

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শিগগিরই কাজ শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে ৬১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের জন্য ৪০৫ টির মতো আবেদন এসেছে। আমরা সেগুলো বিবেচনায় নিয়ে আইন সংশোধনের গেজেট পেলেই কাজ শুরু করব।’

আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

ইসির সিনিয়র সচিব আরও বলেন, ‘৬১টি আসনের সীমানা পরিবর্তন করতে হলে অন্য আসনগুলোর সীমানায় পরিবর্তন আসতে পারে। এতে আসনসংখ্যা কিছু বাড়তে পারে। আবার যদি কোনো আসনের আবেদনে কোনো যৌক্তিকতা না থাকে, তা বাতিল হতে পারে।’

ইসি সচিব বলেন, সীমানা পুনর্নির্ধারণের জন্য আমরা কোনো বিজ্ঞপ্তি দেব না। যে কেউ চাইলে আবেদন করতে পারেন।

তিনি আরও জানান, আইন সংশোধনের জন্য সরকারের কাছে সুপারিশ করা হয়েছিল। গতকাল (মঙ্গলবার) উপদেষ্টা পরিষদে তা অনুমোদন হয়েছে। এখন সেটার গেজেট পেলে কাজ শুরু হবে। এ ক্ষেত্রে সীমানা পুনর্নির্ধারণে আইনে যেসব পন্থা আছে সেগুলোই অনুসরণ করা হবে।

সূত্র জানায়, আইনে ভৌগোলিক অখণ্ডতা, প্রশাসনিক সুবিধা ও ভোটার সংখ্যার ভিত্তিতে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের বিধান রয়েছে। অতীতে এগুলো পুরোপুরি অনুসরণ করা হয়নি—ইসির কাছে এমন অনেক অভিযোগ এসেছে। আবেদনগুলোর প্রায় সবাই ২০০৮ সালের পূর্বের সীমানায় অর্থাৎ ২০০১ সালে যে সীমানায় ভোট হয়েছে, তা ফিরে পেতে চান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

৫ ভারতীয় পাইলটকে বন্দী করার দাবি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত