নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শিগগিরই কাজ শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে ৬১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের জন্য ৪০৫ টির মতো আবেদন এসেছে। আমরা সেগুলো বিবেচনায় নিয়ে আইন সংশোধনের গেজেট পেলেই কাজ শুরু করব।’
আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
ইসির সিনিয়র সচিব আরও বলেন, ‘৬১টি আসনের সীমানা পরিবর্তন করতে হলে অন্য আসনগুলোর সীমানায় পরিবর্তন আসতে পারে। এতে আসনসংখ্যা কিছু বাড়তে পারে। আবার যদি কোনো আসনের আবেদনে কোনো যৌক্তিকতা না থাকে, তা বাতিল হতে পারে।’
ইসি সচিব বলেন, সীমানা পুনর্নির্ধারণের জন্য আমরা কোনো বিজ্ঞপ্তি দেব না। যে কেউ চাইলে আবেদন করতে পারেন।
তিনি আরও জানান, আইন সংশোধনের জন্য সরকারের কাছে সুপারিশ করা হয়েছিল। গতকাল (মঙ্গলবার) উপদেষ্টা পরিষদে তা অনুমোদন হয়েছে। এখন সেটার গেজেট পেলে কাজ শুরু হবে। এ ক্ষেত্রে সীমানা পুনর্নির্ধারণে আইনে যেসব পন্থা আছে সেগুলোই অনুসরণ করা হবে।
সূত্র জানায়, আইনে ভৌগোলিক অখণ্ডতা, প্রশাসনিক সুবিধা ও ভোটার সংখ্যার ভিত্তিতে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের বিধান রয়েছে। অতীতে এগুলো পুরোপুরি অনুসরণ করা হয়নি—ইসির কাছে এমন অনেক অভিযোগ এসেছে। আবেদনগুলোর প্রায় সবাই ২০০৮ সালের পূর্বের সীমানায় অর্থাৎ ২০০১ সালে যে সীমানায় ভোট হয়েছে, তা ফিরে পেতে চান।
সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শিগগিরই কাজ শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমাদের কাছে ৬১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের জন্য ৪০৫ টির মতো আবেদন এসেছে। আমরা সেগুলো বিবেচনায় নিয়ে আইন সংশোধনের গেজেট পেলেই কাজ শুরু করব।’
আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
ইসির সিনিয়র সচিব আরও বলেন, ‘৬১টি আসনের সীমানা পরিবর্তন করতে হলে অন্য আসনগুলোর সীমানায় পরিবর্তন আসতে পারে। এতে আসনসংখ্যা কিছু বাড়তে পারে। আবার যদি কোনো আসনের আবেদনে কোনো যৌক্তিকতা না থাকে, তা বাতিল হতে পারে।’
ইসি সচিব বলেন, সীমানা পুনর্নির্ধারণের জন্য আমরা কোনো বিজ্ঞপ্তি দেব না। যে কেউ চাইলে আবেদন করতে পারেন।
তিনি আরও জানান, আইন সংশোধনের জন্য সরকারের কাছে সুপারিশ করা হয়েছিল। গতকাল (মঙ্গলবার) উপদেষ্টা পরিষদে তা অনুমোদন হয়েছে। এখন সেটার গেজেট পেলে কাজ শুরু হবে। এ ক্ষেত্রে সীমানা পুনর্নির্ধারণে আইনে যেসব পন্থা আছে সেগুলোই অনুসরণ করা হবে।
সূত্র জানায়, আইনে ভৌগোলিক অখণ্ডতা, প্রশাসনিক সুবিধা ও ভোটার সংখ্যার ভিত্তিতে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের বিধান রয়েছে। অতীতে এগুলো পুরোপুরি অনুসরণ করা হয়নি—ইসির কাছে এমন অনেক অভিযোগ এসেছে। আবেদনগুলোর প্রায় সবাই ২০০৮ সালের পূর্বের সীমানায় অর্থাৎ ২০০১ সালে যে সীমানায় ভোট হয়েছে, তা ফিরে পেতে চান।
আন্দোলনের সঙ্গে জড়িত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অব্যাহত রেখেছে সরকার। ইতিমধ্যে চারজনকে বাধ্যতামূলক অবসর এবং ২৩ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আরও তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারীর নামের তালিকা করা হয়েছে। আন্দোলনের মাধ্যমে রাষ্ট্রীয় কাজে ব্যাঘাত সৃষ্টি কর
৬ ঘণ্টা আগেগত বছরের জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের রাজসাক্ষী হওয়া নিয়ে পুলিশ বাহিনীতে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টিকে
৭ ঘণ্টা আগেচাকরিতে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে গোয়েন্দা সংস্থার মাধ্যমে রাজনৈতিক পরিচয় জানতে চাওয়ার বিধান বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৭ ঘণ্টা আগেদুই প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব সময়মতো না দেওয়ায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) প্রধান প্রকৌশলী মো. আলতাব হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ইইডির ইতিহাসে এই ঘটনা নজিরবিহীন বলছেন সংশ্লিষ্টরা। আর এ নিয়ে চলছে তোলপাড়।
৭ ঘণ্টা আগে