Ajker Patrika

গ্লোবাল কোয়ালিশন ফর সোশ্যাল জাস্টিসে যোগ দিল বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
গ্লোবাল কোয়ালিশন ফর সোশ্যাল জাস্টিসে যোগ দিল বাংলাদেশ

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে প্রতিষ্ঠিত গ্লোবাল কোয়ালিশন ফর সোশ্যাল জাস্টিসে যোগ দিয়েছে বাংলাদেশ। জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশন গতকাল বৃহস্পতিবার কোয়ালিশনে যোগদানের সরকারি সিদ্ধান্ত সংগঠনের সচিবালয়ে পৌঁছে দেয়। 

বাংলাদেশ স্থায়ী মিশন আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোয়ালিশনে যোগদানের বিষয়টি জানায়। মিশন বলেছে, ন্যায্যতা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন হিসেবে সরকার এ কোয়ালিশনে যোগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। 

গ্লোবাল কোয়ালিশনে ইতিপূর্বে যুক্তরাষ্ট্র, ভারত, চীন, যুক্তরাজ্য, স্পেন, কানাডা, জার্মানি, সুইজারল্যান্ড, মেক্সিকোসহ ৭২টি দেশ যোগ দিয়েছে। বাংলাদেশ ৭৩ তম দেশ হিসেবে কোয়ালিশনে যোগ দিল। 

বিভিন্ন রাষ্ট্র ছাড়াও শ্রমিক সংগঠন, মালিকদের সংগঠন, বেসরকারি সংস্থা, গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থাসমূহ, বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান ও কিছু ব্যবসা প্রতিষ্ঠানও এর অংশীদার। 

কোয়ালিশনের জন্য প্রাথমিক ভাবে ছয়টি অগ্রাধিকার চিহ্নিত করা হয়। এর মধ্যে অসমতা ও বৈষম্য মোকাবিলা, শ্রমিক অধিকার ও মানবিক মর্যাদা নিশ্চিত করা, টেকসই ব্যবসা ও শোভন কর্মসংস্থান উল্লেখযোগ্য। এ বিষয়গুলোতে আন্তর্জাতিক সংস্থা, সরকার ও বেসরকারি অংশীদারদের কার্যকর সমন্বয় ও অংশগ্রহণের মাধ্যমে নীতিগত সামঞ্জস্য আনয়নের লক্ষ্যে এ কোয়ালিশন কাজ করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত