আজকের পত্রিকা ডেস্ক
বাংলাদেশে সংখ্যালঘুদের মৌলিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশের সংখ্যালঘুদের সার্বিক পরিস্থিতি ও সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার ইস্যুতে প্রশ্নের জবাবে এই আহ্বান জানান দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল।
পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এই নিয়মিত ব্রিফিংটি প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনায় ব্রিটিশ পার্লামেন্টে উদ্বেগ প্রকাশ করেছেন দুই ব্রিটিশ আইনপ্রণেতা প্রীতি প্যাটেল ও ব্যারি গার্ডিনার। পার্লামেন্টে ২ হাজার সহিংসতার ঘটনা তুলে ধরেছেন তাঁরা। সংখ্যালঘুরা যাতে স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারে, তাদের সুরক্ষা নিশ্চিত করা হয় এবং আইনের শাসন নিশ্চিত করা হয় এই লক্ষ্যে বাংলাদেশের সরকারের সঙ্গে ব্রিটিশ সরকারকে দ্রুত আলোচনার আহ্বান জানিয়েছেন এই আইনপ্রণেতা। যুক্তরাষ্ট্র সরকার কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে উদ্বেগের বিষয়টি বাংলাদেশকে জানাবে কি; এ বিষয়ে কোনো নীতি গ্রহণ করবে কি? এর জবাবে প্যাটেল বলেন, ‘যেসব দেশের সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, তাদের প্রত্যেকের ক্ষেত্রে আমাদের অবস্থান একই রকম—মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকা, ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকার গুরুত্ব সম্পর্কে আমরা স্পষ্ট করে বলি।’ তিনি আরও বলেন, যেকোনো ধরনের বিক্ষোভ শান্তিপূর্ণ হতে হবে। যেকোনো ধরনের ধরপাকড়ের ক্ষেত্রে সরকারকে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে, মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। এসব ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে দেশগুলোর প্রতি জোর দিয়ে যাবে বলে জানান প্যাটেল।
এদিকে চিন্ময় প্রসঙ্গে এক প্রশ্নে সাংবাদিক জানতে চান, চিন্ময়কে গ্রেপ্তারের পর তাঁকে জেলে নেওয়া হয়েছে। তাঁর হয়ে কোনো আইনজীবী আদালতে লড়তে চাইছেন না। কারণ তাঁর আইনজীবীকে পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্র কি এই ইস্যুতে কোনো ব্যবস্থা নেবে? এর জবাবে প্যাটেল বলেন, ‘এ বিষয়ে আমার বিস্তারিত জানা নেই। তবে আবারও বলছি, আমরা এ ব্যাপারে বরাবরই জোর দিয়ে আসছি যে যাঁরা আটক থাকবেন, তাঁদের পক্ষ থেকেও যথাযথ প্রতিনিধিত্ব থাকতে হবে এবং তাঁদের মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে।’
বাংলাদেশে সংখ্যালঘুদের মৌলিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশের সংখ্যালঘুদের সার্বিক পরিস্থিতি ও সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার ইস্যুতে প্রশ্নের জবাবে এই আহ্বান জানান দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল।
পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এই নিয়মিত ব্রিফিংটি প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের ঘটনায় ব্রিটিশ পার্লামেন্টে উদ্বেগ প্রকাশ করেছেন দুই ব্রিটিশ আইনপ্রণেতা প্রীতি প্যাটেল ও ব্যারি গার্ডিনার। পার্লামেন্টে ২ হাজার সহিংসতার ঘটনা তুলে ধরেছেন তাঁরা। সংখ্যালঘুরা যাতে স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারে, তাদের সুরক্ষা নিশ্চিত করা হয় এবং আইনের শাসন নিশ্চিত করা হয় এই লক্ষ্যে বাংলাদেশের সরকারের সঙ্গে ব্রিটিশ সরকারকে দ্রুত আলোচনার আহ্বান জানিয়েছেন এই আইনপ্রণেতা। যুক্তরাষ্ট্র সরকার কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে উদ্বেগের বিষয়টি বাংলাদেশকে জানাবে কি; এ বিষয়ে কোনো নীতি গ্রহণ করবে কি? এর জবাবে প্যাটেল বলেন, ‘যেসব দেশের সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, তাদের প্রত্যেকের ক্ষেত্রে আমাদের অবস্থান একই রকম—মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল থাকা, ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকার গুরুত্ব সম্পর্কে আমরা স্পষ্ট করে বলি।’ তিনি আরও বলেন, যেকোনো ধরনের বিক্ষোভ শান্তিপূর্ণ হতে হবে। যেকোনো ধরনের ধরপাকড়ের ক্ষেত্রে সরকারকে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে, মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। এসব ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে দেশগুলোর প্রতি জোর দিয়ে যাবে বলে জানান প্যাটেল।
এদিকে চিন্ময় প্রসঙ্গে এক প্রশ্নে সাংবাদিক জানতে চান, চিন্ময়কে গ্রেপ্তারের পর তাঁকে জেলে নেওয়া হয়েছে। তাঁর হয়ে কোনো আইনজীবী আদালতে লড়তে চাইছেন না। কারণ তাঁর আইনজীবীকে পিটিয়ে হাসপাতালে পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্র কি এই ইস্যুতে কোনো ব্যবস্থা নেবে? এর জবাবে প্যাটেল বলেন, ‘এ বিষয়ে আমার বিস্তারিত জানা নেই। তবে আবারও বলছি, আমরা এ ব্যাপারে বরাবরই জোর দিয়ে আসছি যে যাঁরা আটক থাকবেন, তাঁদের পক্ষ থেকেও যথাযথ প্রতিনিধিত্ব থাকতে হবে এবং তাঁদের মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে।’
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া বলেছেন, বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে বেবিচক ধারাবাহিকভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। এ লক্ষ্যে বিমানবন্দরের অবকাঠামো উন্নয়ন, টার্মিনাল সম্প্রসারণ, এয়ার ট্রাফিক ব্যবস্থার
১৪ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মিয়ানমার থেকে পণ্য আনার সময় সিটওয়েতে মিয়ানমার সরকার ও পরে নাফ নদীর সীমান্ত অতিক্রমের সময় আরাকান আর্মিকে ট্যাক্স দিতে হচ্ছে। আর সীমান্তে উদ্ভূত পরিস্থিতিতে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশকে মিয়ানমার সরকার ও আরকান...
৩ ঘণ্টা আগেসৈয়দ জামিল সরাসরি সংস্কৃতি উপদেষ্টার বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন। তিনি বলেন, উপদেষ্টা পরিবর্তনের পর থেকে আমার সকল বিধিসম্মত কাজে নীতি-বহির্ভূত পদ্ধতিতে বারংবার হস্তক্ষেপ শুরু হয়। পরিষদ সভার কার্যবিবরণী অনুমোদন করতে উপদেষ্টা ৫ সপ্তাহ অহেতুক সময় নেন। একটি ভিডিও নির্মাণের জন্য কোনো লিখিত চিঠিপত্র ছাড়াই...
৪ ঘণ্টা আগেগত ২৪ ডিসেম্বর উপসচিব পুলে কোটাপদ্ধতি বাতিল, নিজ নিজ ক্যাডার কর্মকর্তাদের মধ্য থেকে সচিব পদে দায়িত্ব দেওয়া এবং সব ক্যাডার কর্মকর্তাদের সমান অধিকার নিশ্চিত করার দাবিতে এক ঘণ্টার ‘কলমবিরতি’ পালন করে ২৫টি ক্যাডারের সমন্বয়ে গঠিত ‘আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’।
৪ ঘণ্টা আগে