Ajker Patrika

এয়ারলাইনের ভুলে যাত্রীরা টিকিট কিনলেন অবিশ্বাস্য ছাড়ে

অনলাইন ডেস্ক
আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ১৬: ০৮
Thumbnail image

কখনো কখনো ভুলও কারও কারও জন্য আশীর্বাদ হয়ে দেখা দিতে পারে। অস্ট্রেলিয়ার এয়ারলাইন কান্তাসের বেলায়ও তা–ই হয়েছে। গত বৃহস্পতিবার অল্প সময়ের জন্য তাদের অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রে আসা-যাওয়ার টিকিট মিলেছে পিলে চমকানো ৮৫ শতাংশ ছাড়ে। আর এয়ারলাইনটির ভুলেই অপ্রত্যাশিত সুযোগটি পেয়ে যান সৌভাগ্যবান কিছু যাত্রী।

এমনিতে কান্তাসের অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রে আসা-যাওয়ার প্রথম শ্রেণির টিকিটের দাম ২৮ হাজার অস্ট্রেলিয়ান ডলার (১৯ হাজার মার্কিন ডলার)। আর কোডে ভুলের কারণে নির্দিষ্ট কিছু সময়ের মধ্যে ৩০০ যাত্রী ৮৫ শতাংশ ছাড়ে টিকিট কেটে ফেলতে পারেন ৩ হাজার মার্কিন ৪০০ ডলারে। অবশ্য তারপরই ভুলটি সংশোধন করে ফেলা হয়।

‘দুর্ভাগ্যবশত, এটি এমন একটি ঘটনা—যেটায় গলদ ছিল,’ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায় কান্তাস।

তবে ভুলের কারণে টিকিটের দাম অবিশ্বাস্য রকম কমে গেলেও এয়ারলাইনটি একেবারে হতাশ করছে না যাত্রীদের। কান্তাসের কর্তৃপক্ষ জানিয়েছে শুভেচ্ছার স্মারক হিসেবে প্রথম শ্রেণির বদলে বিজনেস ক্লাসে গ্রাহকদের ভ্রমণের সুযোগ দেবে তারা অতিরিক্ত খরচ ছাড়াই। এমনিতে বিজনেস ক্লাসের টিকিটের মূল্য ১১ হাজার মার্কিন ডলার। অর্থাৎ এতেও প্রায় ৭০ শতাংশের মতো লাভ হবে যাত্রীদের। আর যাঁরা বিজনেস ক্লাসে সন্তুষ্ট নন, তাঁদের পুরো অর্থ ফেরত দেওয়া হবে।

এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।

গত বছর আরেকটু বড় ভুল করে এয়ারলাইনটি। আর এর জন্য অনেক বেশি মূল্য দিতে হয় তাদের।

গত বছরের আগস্টে ইতিমধ্যে বাতিল করেছে এমন আট হাজারটিরও বেশি ফ্লাইটের টিকিট বিক্রির অভিযোগে অস্ট্রেলিয়ার বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা মামলা করে কান্তাসের বিরুদ্ধে। এ ভুলে ৮৬ হাজারের বেশি যাত্রী সমস্যায় পড়েন।

গত মে মাসে সমস্যাটি সমাধানের জন্য আট কোটি ডলারের মতো পরিশোধের ঘোষণা দেয় কান্তাস। এর একটি বড় অংশ পান ভুক্তভোগীরা।

অবশ্য এয়ারলাইনসগুলোর এমন ভুলের ঘটনা নতুন নয়। দেখা যায় উচ্চ মূল্যের টিকিট একেবারে কম দামে বিক্রি করে দেওয়া হয়। এদের কেউ কেউ ভুলের জন্য মাশুল দিয়ে যাত্রীদের সম্মানও দেখায়।

২০১৯ সালে ক্যাথে প্যাসিফিক ভিয়েতনাম থেকে উত্তর আমেরিকার বিভিন্ন শহরে আসা-যাওয়ার প্রথম শ্রেণির ও বিজনেস ক্লাসে কিছু টিকিট ভুলক্রমে ৬৭৫ ডলারে বিক্রি করে ফেলে। তবে হংকংয়ের জাতীয় বিমান সংস্থাটি যাত্রীদের সম্মান দেখিয়ে এই অবিশ্বাস্য কম মূল্যেই তাঁদের গন্তব্যে ভ্রমণের সুযোগ করে দেয়।

তবে সব সময় বিষয়টি একই রকম থাকে না। ২০১০ সালে ‘আমেরিকান এয়ারলাইনস’ যুক্তরাষ্ট্র থেকে অস্ট্রেলিয়ায় যাওয়া-আসার প্রথম শ্রেণির টিকিট ইকোনমি শ্রেণির টিকিটের মূল্যে বিক্রি করে ফেলে। তবে এ ক্ষেত্রে ক্ষতিপূরণ হিসেবে কেবল প্রত্যেক যাত্রীকে ২০০ ডলারের ভাউচার ধরিয়ে দেয়।

এর এক বছর আগে অর্থাৎ ২০১৯ সালে ব্রিটিশ এয়ারওয়েজ উত্তর আমেরিকা থেকে ভারতের যাওয়ার টিকিট ভুলে কেবল ৪০ ডলারের বিক্রি করে ফেলে। তবে ভুলের বড় মাশুল তারা দেয়নি। এর বদলে প্রত্যেক যাত্রীকে ৩০০ ডলারের ভাউচার দেয় ক্ষতিপূরণ হিসেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত