কখনো কখনো ভুলও কারও কারও জন্য আশীর্বাদ হয়ে দেখা দিতে পারে। অস্ট্রেলিয়ার এয়ারলাইন কান্তাসের বেলায়ও তা–ই হয়েছে। গত বৃহস্পতিবার অল্প সময়ের জন্য তাদের অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রে আসা-যাওয়ার টিকিট মিলেছে পিলে চমকানো ৮৫ শতাংশ ছাড়ে। আর এয়ারলাইনটির ভুলেই অপ্রত্যাশিত সুযোগটি পেয়ে যান সৌভাগ্যবান কিছু যাত্রী।
এমনিতে কান্তাসের অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রে আসা-যাওয়ার প্রথম শ্রেণির টিকিটের দাম ২৮ হাজার অস্ট্রেলিয়ান ডলার (১৯ হাজার মার্কিন ডলার)। আর কোডে ভুলের কারণে নির্দিষ্ট কিছু সময়ের মধ্যে ৩০০ যাত্রী ৮৫ শতাংশ ছাড়ে টিকিট কেটে ফেলতে পারেন ৩ হাজার মার্কিন ৪০০ ডলারে। অবশ্য তারপরই ভুলটি সংশোধন করে ফেলা হয়।
‘দুর্ভাগ্যবশত, এটি এমন একটি ঘটনা—যেটায় গলদ ছিল,’ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায় কান্তাস।
তবে ভুলের কারণে টিকিটের দাম অবিশ্বাস্য রকম কমে গেলেও এয়ারলাইনটি একেবারে হতাশ করছে না যাত্রীদের। কান্তাসের কর্তৃপক্ষ জানিয়েছে শুভেচ্ছার স্মারক হিসেবে প্রথম শ্রেণির বদলে বিজনেস ক্লাসে গ্রাহকদের ভ্রমণের সুযোগ দেবে তারা অতিরিক্ত খরচ ছাড়াই। এমনিতে বিজনেস ক্লাসের টিকিটের মূল্য ১১ হাজার মার্কিন ডলার। অর্থাৎ এতেও প্রায় ৭০ শতাংশের মতো লাভ হবে যাত্রীদের। আর যাঁরা বিজনেস ক্লাসে সন্তুষ্ট নন, তাঁদের পুরো অর্থ ফেরত দেওয়া হবে।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।
গত বছর আরেকটু বড় ভুল করে এয়ারলাইনটি। আর এর জন্য অনেক বেশি মূল্য দিতে হয় তাদের।
গত বছরের আগস্টে ইতিমধ্যে বাতিল করেছে এমন আট হাজারটিরও বেশি ফ্লাইটের টিকিট বিক্রির অভিযোগে অস্ট্রেলিয়ার বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা মামলা করে কান্তাসের বিরুদ্ধে। এ ভুলে ৮৬ হাজারের বেশি যাত্রী সমস্যায় পড়েন।
গত মে মাসে সমস্যাটি সমাধানের জন্য আট কোটি ডলারের মতো পরিশোধের ঘোষণা দেয় কান্তাস। এর একটি বড় অংশ পান ভুক্তভোগীরা।
অবশ্য এয়ারলাইনসগুলোর এমন ভুলের ঘটনা নতুন নয়। দেখা যায় উচ্চ মূল্যের টিকিট একেবারে কম দামে বিক্রি করে দেওয়া হয়। এদের কেউ কেউ ভুলের জন্য মাশুল দিয়ে যাত্রীদের সম্মানও দেখায়।
২০১৯ সালে ক্যাথে প্যাসিফিক ভিয়েতনাম থেকে উত্তর আমেরিকার বিভিন্ন শহরে আসা-যাওয়ার প্রথম শ্রেণির ও বিজনেস ক্লাসে কিছু টিকিট ভুলক্রমে ৬৭৫ ডলারে বিক্রি করে ফেলে। তবে হংকংয়ের জাতীয় বিমান সংস্থাটি যাত্রীদের সম্মান দেখিয়ে এই অবিশ্বাস্য কম মূল্যেই তাঁদের গন্তব্যে ভ্রমণের সুযোগ করে দেয়।
তবে সব সময় বিষয়টি একই রকম থাকে না। ২০১০ সালে ‘আমেরিকান এয়ারলাইনস’ যুক্তরাষ্ট্র থেকে অস্ট্রেলিয়ায় যাওয়া-আসার প্রথম শ্রেণির টিকিট ইকোনমি শ্রেণির টিকিটের মূল্যে বিক্রি করে ফেলে। তবে এ ক্ষেত্রে ক্ষতিপূরণ হিসেবে কেবল প্রত্যেক যাত্রীকে ২০০ ডলারের ভাউচার ধরিয়ে দেয়।
এর এক বছর আগে অর্থাৎ ২০১৯ সালে ব্রিটিশ এয়ারওয়েজ উত্তর আমেরিকা থেকে ভারতের যাওয়ার টিকিট ভুলে কেবল ৪০ ডলারের বিক্রি করে ফেলে। তবে ভুলের বড় মাশুল তারা দেয়নি। এর বদলে প্রত্যেক যাত্রীকে ৩০০ ডলারের ভাউচার দেয় ক্ষতিপূরণ হিসেবে।
কখনো কখনো ভুলও কারও কারও জন্য আশীর্বাদ হয়ে দেখা দিতে পারে। অস্ট্রেলিয়ার এয়ারলাইন কান্তাসের বেলায়ও তা–ই হয়েছে। গত বৃহস্পতিবার অল্প সময়ের জন্য তাদের অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রে আসা-যাওয়ার টিকিট মিলেছে পিলে চমকানো ৮৫ শতাংশ ছাড়ে। আর এয়ারলাইনটির ভুলেই অপ্রত্যাশিত সুযোগটি পেয়ে যান সৌভাগ্যবান কিছু যাত্রী।
এমনিতে কান্তাসের অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রে আসা-যাওয়ার প্রথম শ্রেণির টিকিটের দাম ২৮ হাজার অস্ট্রেলিয়ান ডলার (১৯ হাজার মার্কিন ডলার)। আর কোডে ভুলের কারণে নির্দিষ্ট কিছু সময়ের মধ্যে ৩০০ যাত্রী ৮৫ শতাংশ ছাড়ে টিকিট কেটে ফেলতে পারেন ৩ হাজার মার্কিন ৪০০ ডলারে। অবশ্য তারপরই ভুলটি সংশোধন করে ফেলা হয়।
‘দুর্ভাগ্যবশত, এটি এমন একটি ঘটনা—যেটায় গলদ ছিল,’ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায় কান্তাস।
তবে ভুলের কারণে টিকিটের দাম অবিশ্বাস্য রকম কমে গেলেও এয়ারলাইনটি একেবারে হতাশ করছে না যাত্রীদের। কান্তাসের কর্তৃপক্ষ জানিয়েছে শুভেচ্ছার স্মারক হিসেবে প্রথম শ্রেণির বদলে বিজনেস ক্লাসে গ্রাহকদের ভ্রমণের সুযোগ দেবে তারা অতিরিক্ত খরচ ছাড়াই। এমনিতে বিজনেস ক্লাসের টিকিটের মূল্য ১১ হাজার মার্কিন ডলার। অর্থাৎ এতেও প্রায় ৭০ শতাংশের মতো লাভ হবে যাত্রীদের। আর যাঁরা বিজনেস ক্লাসে সন্তুষ্ট নন, তাঁদের পুরো অর্থ ফেরত দেওয়া হবে।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।
গত বছর আরেকটু বড় ভুল করে এয়ারলাইনটি। আর এর জন্য অনেক বেশি মূল্য দিতে হয় তাদের।
গত বছরের আগস্টে ইতিমধ্যে বাতিল করেছে এমন আট হাজারটিরও বেশি ফ্লাইটের টিকিট বিক্রির অভিযোগে অস্ট্রেলিয়ার বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা মামলা করে কান্তাসের বিরুদ্ধে। এ ভুলে ৮৬ হাজারের বেশি যাত্রী সমস্যায় পড়েন।
গত মে মাসে সমস্যাটি সমাধানের জন্য আট কোটি ডলারের মতো পরিশোধের ঘোষণা দেয় কান্তাস। এর একটি বড় অংশ পান ভুক্তভোগীরা।
অবশ্য এয়ারলাইনসগুলোর এমন ভুলের ঘটনা নতুন নয়। দেখা যায় উচ্চ মূল্যের টিকিট একেবারে কম দামে বিক্রি করে দেওয়া হয়। এদের কেউ কেউ ভুলের জন্য মাশুল দিয়ে যাত্রীদের সম্মানও দেখায়।
২০১৯ সালে ক্যাথে প্যাসিফিক ভিয়েতনাম থেকে উত্তর আমেরিকার বিভিন্ন শহরে আসা-যাওয়ার প্রথম শ্রেণির ও বিজনেস ক্লাসে কিছু টিকিট ভুলক্রমে ৬৭৫ ডলারে বিক্রি করে ফেলে। তবে হংকংয়ের জাতীয় বিমান সংস্থাটি যাত্রীদের সম্মান দেখিয়ে এই অবিশ্বাস্য কম মূল্যেই তাঁদের গন্তব্যে ভ্রমণের সুযোগ করে দেয়।
তবে সব সময় বিষয়টি একই রকম থাকে না। ২০১০ সালে ‘আমেরিকান এয়ারলাইনস’ যুক্তরাষ্ট্র থেকে অস্ট্রেলিয়ায় যাওয়া-আসার প্রথম শ্রেণির টিকিট ইকোনমি শ্রেণির টিকিটের মূল্যে বিক্রি করে ফেলে। তবে এ ক্ষেত্রে ক্ষতিপূরণ হিসেবে কেবল প্রত্যেক যাত্রীকে ২০০ ডলারের ভাউচার ধরিয়ে দেয়।
এর এক বছর আগে অর্থাৎ ২০১৯ সালে ব্রিটিশ এয়ারওয়েজ উত্তর আমেরিকা থেকে ভারতের যাওয়ার টিকিট ভুলে কেবল ৪০ ডলারের বিক্রি করে ফেলে। তবে ভুলের বড় মাশুল তারা দেয়নি। এর বদলে প্রত্যেক যাত্রীকে ৩০০ ডলারের ভাউচার দেয় ক্ষতিপূরণ হিসেবে।
চায়ের কথা শুনলেই মন কেমন প্রশান্তিতে ছেয়ে যায়, তাই না? তবে চায়ের আছে অনেক ধরন— গ্রিন টি, লাল চা, দুধ চা, লেবু চা, মশলা চা আরও কত কি! এর মধ্যে আবার অনেকে পছন্দ করেন ধোঁয়া ওঠা গরম চা, অনেকে গরম চা ঠান্ডা করে খেতে পছন্দ করেন আবার কেউ ভালোবাসেন বরফ দেওয়া চা। এমন হরেক রকমের পছন্দের কথা বলতে গিয়ে এবার
৮ ঘণ্টা আগেঅনেকেই আছেন যাদের বারবার ক্ষুধা পায়। সারা দিনই কিছু না কিছু খেতে ইচ্ছা হয়। প্রাথমিকভাবে এতে ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা বেশি থাকে। এমন অবস্থা থেকে উদ্ধার পাওয়ার সহজ সমাধান হতে পারে প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া। প্রোটিন শরীরকে দীর্ঘ সময় পরিপূর্ণ রাখে, ক্ষুধা কমায় এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ...
৮ ঘণ্টা আগেসৌদি আরবের রাজধানী রিয়াদ প্রতিনিয়ত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সেই পরিবর্তনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ নিদর্শন হচ্ছে কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট (কেএএফডি)—একটি উচ্চাভিলাষী মেগা প্রকল্প, যা ব্যবসা, প্রযুক্তি, পরিবেশবান্ধব নগরায়ণ ও আধুনিক জীবনযাত্রার এক অনন্য মিশ্রণ।
১ দিন আগেঘড়ি কেবল সময় দেখার যন্ত্র নয়। বহু আগেই ফ্যাশনের অনুষঙ্গ হয়ে উঠেছে। তবে সাম্প্রতিক সময়ে ঘড়ির ভিন্ন রূপে ফিরে আসা নিয়ে ‘ওয়াচেস অ্যান্ড ওয়ান্ডার্স’ নামের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে জেনেভায়। যেখানে নামীদামি সব ব্র্যান্ড নিজেদের ঘড়ির পসরা সাজিয়ে বসেছে।
২ দিন আগে