আব্দুর রাজ্জাক, ঘিওর, মানিকগঞ্জ
ঢাকার কাছেই। কিন্তু দেখার আছে অনেক কিছু; বিশেষ করে প্রকৃতি। বসন্ত ও গ্রীষ্মে মানিকগঞ্জ যেন রূপের ডালি নিয়ে অপেক্ষা করে। বিস্তীর্ণ সবুজ মাঠের শেষ প্রান্তে টকটকে লাল শিমুল কিংবা পলাশের দেখা পাওয়া এ অঞ্চলে খুব স্বাভাবিক। এর ওপর গ্রীষ্মে আছে কৃষ্ণচূড়া। ছাতার মতো কৃষ্ণচূড়াগাছের সবুজ পাতা ছাপিয়ে দেখা যাবে টকটকে লাল কৃষ্ণচূড়া।
একইভাবে সবুজ কোনো মাঠ কিংবা কেটে রাখা গমখেতের নয়নাভিরাম দৃশ্য। বসন্ত ও গ্রীষ্মে সবারই একবার করে যাওয়া উচিত মানিকগঞ্জের যেকোনো জায়গায়।
শুধু শিমুল, পলাশ কিংবা কৃষ্ণচূড়া নয়; পুরো মানিকগঞ্জের যেকোনো জায়গায় দেখা যাবে সবুজ পাতার প্রেক্ষাপটে ফুটে থাকা সাদা বরুণ। মানিকগঞ্জের ঘিওর, সিংগাইর, সাটুরিয়া, হরিরামপুর, শিবালয়, সদর, দৌলতপুর উপজেলার যেকোনো রাস্তা ধরে দেখা মিলবে এর।
ঢাকার খুব কাছে বলে মানিকগঞ্জের যেকোনো উপজেলা শহরে যেতে সময় লাগে কম। ঢাকার গাবতলী থেকে বাসে কিংবা খুব অল্প টাকায় গাড়ি ভাড়া করে এক দিন বা এক বেলার জন্য ঘুরে আসা যায় মানিকগঞ্জ থেকে। শুধু প্রকৃতি নয়; মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আছে বালিয়াটি জমিদারবাড়ি। সদর উপজেলার বেতিলায় আছে বেতিলা জমিদারবাড়ি। শিবালয় উপজেলায় আছে তেওতা জমিদারবাড়ি। এই জমিদারবাড়ি আবার কবি কাজী নজরুল ইসলাম ও তাঁর স্ত্রী প্রমীলা দেবীর স্মৃতিবিজড়িত। মানিকগঞ্জের পাশেই আছে টাঙ্গাইলের নাগরপুর চৌধুরীবাড়ি। মূলত এটি জমিদার যদুনাথ চৌধুরীর বাড়ি।
ঢাকা থেকে এক দিনের সংক্ষিপ্ত ভ্রমণের জন্য মানিকগঞ্জ উপযুক্ত জায়গা। এ ছাড়া দেশের যেকোনো প্রান্ত থেকে ঢাকা হয়ে বা সরাসরি মানিকগঞ্জ আসা যায়।
ঢাকার কাছেই। কিন্তু দেখার আছে অনেক কিছু; বিশেষ করে প্রকৃতি। বসন্ত ও গ্রীষ্মে মানিকগঞ্জ যেন রূপের ডালি নিয়ে অপেক্ষা করে। বিস্তীর্ণ সবুজ মাঠের শেষ প্রান্তে টকটকে লাল শিমুল কিংবা পলাশের দেখা পাওয়া এ অঞ্চলে খুব স্বাভাবিক। এর ওপর গ্রীষ্মে আছে কৃষ্ণচূড়া। ছাতার মতো কৃষ্ণচূড়াগাছের সবুজ পাতা ছাপিয়ে দেখা যাবে টকটকে লাল কৃষ্ণচূড়া।
একইভাবে সবুজ কোনো মাঠ কিংবা কেটে রাখা গমখেতের নয়নাভিরাম দৃশ্য। বসন্ত ও গ্রীষ্মে সবারই একবার করে যাওয়া উচিত মানিকগঞ্জের যেকোনো জায়গায়।
শুধু শিমুল, পলাশ কিংবা কৃষ্ণচূড়া নয়; পুরো মানিকগঞ্জের যেকোনো জায়গায় দেখা যাবে সবুজ পাতার প্রেক্ষাপটে ফুটে থাকা সাদা বরুণ। মানিকগঞ্জের ঘিওর, সিংগাইর, সাটুরিয়া, হরিরামপুর, শিবালয়, সদর, দৌলতপুর উপজেলার যেকোনো রাস্তা ধরে দেখা মিলবে এর।
ঢাকার খুব কাছে বলে মানিকগঞ্জের যেকোনো উপজেলা শহরে যেতে সময় লাগে কম। ঢাকার গাবতলী থেকে বাসে কিংবা খুব অল্প টাকায় গাড়ি ভাড়া করে এক দিন বা এক বেলার জন্য ঘুরে আসা যায় মানিকগঞ্জ থেকে। শুধু প্রকৃতি নয়; মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আছে বালিয়াটি জমিদারবাড়ি। সদর উপজেলার বেতিলায় আছে বেতিলা জমিদারবাড়ি। শিবালয় উপজেলায় আছে তেওতা জমিদারবাড়ি। এই জমিদারবাড়ি আবার কবি কাজী নজরুল ইসলাম ও তাঁর স্ত্রী প্রমীলা দেবীর স্মৃতিবিজড়িত। মানিকগঞ্জের পাশেই আছে টাঙ্গাইলের নাগরপুর চৌধুরীবাড়ি। মূলত এটি জমিদার যদুনাথ চৌধুরীর বাড়ি।
ঢাকা থেকে এক দিনের সংক্ষিপ্ত ভ্রমণের জন্য মানিকগঞ্জ উপযুক্ত জায়গা। এ ছাড়া দেশের যেকোনো প্রান্ত থেকে ঢাকা হয়ে বা সরাসরি মানিকগঞ্জ আসা যায়।
সময়ের সঙ্গে পরিবেশ বদলায়, আর পরিবেশের সঙ্গে বদলায় চুলের যত্নের ধরন। চুলে নিয়মিত তেল-শ্যাম্পু ব্যবহার এবং মাসে দুদিন হেয়ারপ্যাক ব্যবহার এখন যথেষ্ট নয়। আগের তুলনায় গ্রীষ্মকালে গরম আরও বেড়েছে, বেড়েছে দূষণ। সেই সঙ্গে বেড়েছে চুল আর মাথার ত্বকের বিভিন্ন সমস্যাও।
১৫ ঘণ্টা আগেশিশুর বয়স ছয় মাস হওয়া পর্যন্ত তেমন ভাবনা নেই। নরম সুতির ফিতে দেওয়া নিমা পরেই দিন পার হয় ছেলে কিংবা মেয়েশিশুর। কিন্তু সে যখন বসে বসে খেলতে শেখে বা একটু হেঁটে বেড়ায়, যখন পুরো ঘরই তার জন্য এক বিস্ময়ের জগৎ। সারা বাড়ি ঘুরে দেখা, এটা-ওটা ধরে খেলা করতে গিয়ে ঘাম হয়...
১৬ ঘণ্টা আগেবৈশাখের শুরুতে আবহাওয়ার যা মেজাজ দেখা যাচ্ছে, তাতে বলা যায়, গরমে নাভিশ্বাস উঠবে এবার। আবহাওয়া যা-ই হোক, বাইরে যাওয়া তো আর বন্ধ রাখা যাবে না। তাই চট করে তৈরি হয়ে বের হওয়ার জন্য এমন কিছু কাপড় ওয়ার্ডরোবে গুছিয়ে রাখুন, যাতে আরাম ও স্টাইল—দুটোই মেলে। আবার ভাঁজে ভাঁজে...
১৬ ঘণ্টা আগেবৈশাখের গরমে জীবন ওষ্ঠাগত। তার ওপর প্রতিদিন যাঁদের কাজের জন্য বাইরে যেতে হয়, তাঁদের নাজেহাল অবস্থা। গরম তো আর কমানো সম্ভব নয়, তবে এ সময়ে আরাম পেতে কিছু বিষয় মেনে চলা যেতেই পারে।
১৬ ঘণ্টা আগে