আব্দুর রাজ্জাক, ঘিওর, মানিকগঞ্জ
ঢাকার কাছেই। কিন্তু দেখার আছে অনেক কিছু; বিশেষ করে প্রকৃতি। বসন্ত ও গ্রীষ্মে মানিকগঞ্জ যেন রূপের ডালি নিয়ে অপেক্ষা করে। বিস্তীর্ণ সবুজ মাঠের শেষ প্রান্তে টকটকে লাল শিমুল কিংবা পলাশের দেখা পাওয়া এ অঞ্চলে খুব স্বাভাবিক। এর ওপর গ্রীষ্মে আছে কৃষ্ণচূড়া। ছাতার মতো কৃষ্ণচূড়াগাছের সবুজ পাতা ছাপিয়ে দেখা যাবে টকটকে লাল কৃষ্ণচূড়া।
একইভাবে সবুজ কোনো মাঠ কিংবা কেটে রাখা গমখেতের নয়নাভিরাম দৃশ্য। বসন্ত ও গ্রীষ্মে সবারই একবার করে যাওয়া উচিত মানিকগঞ্জের যেকোনো জায়গায়।
শুধু শিমুল, পলাশ কিংবা কৃষ্ণচূড়া নয়; পুরো মানিকগঞ্জের যেকোনো জায়গায় দেখা যাবে সবুজ পাতার প্রেক্ষাপটে ফুটে থাকা সাদা বরুণ। মানিকগঞ্জের ঘিওর, সিংগাইর, সাটুরিয়া, হরিরামপুর, শিবালয়, সদর, দৌলতপুর উপজেলার যেকোনো রাস্তা ধরে দেখা মিলবে এর।
ঢাকার খুব কাছে বলে মানিকগঞ্জের যেকোনো উপজেলা শহরে যেতে সময় লাগে কম। ঢাকার গাবতলী থেকে বাসে কিংবা খুব অল্প টাকায় গাড়ি ভাড়া করে এক দিন বা এক বেলার জন্য ঘুরে আসা যায় মানিকগঞ্জ থেকে। শুধু প্রকৃতি নয়; মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আছে বালিয়াটি জমিদারবাড়ি। সদর উপজেলার বেতিলায় আছে বেতিলা জমিদারবাড়ি। শিবালয় উপজেলায় আছে তেওতা জমিদারবাড়ি। এই জমিদারবাড়ি আবার কবি কাজী নজরুল ইসলাম ও তাঁর স্ত্রী প্রমীলা দেবীর স্মৃতিবিজড়িত। মানিকগঞ্জের পাশেই আছে টাঙ্গাইলের নাগরপুর চৌধুরীবাড়ি। মূলত এটি জমিদার যদুনাথ চৌধুরীর বাড়ি।
ঢাকা থেকে এক দিনের সংক্ষিপ্ত ভ্রমণের জন্য মানিকগঞ্জ উপযুক্ত জায়গা। এ ছাড়া দেশের যেকোনো প্রান্ত থেকে ঢাকা হয়ে বা সরাসরি মানিকগঞ্জ আসা যায়।
ঢাকার কাছেই। কিন্তু দেখার আছে অনেক কিছু; বিশেষ করে প্রকৃতি। বসন্ত ও গ্রীষ্মে মানিকগঞ্জ যেন রূপের ডালি নিয়ে অপেক্ষা করে। বিস্তীর্ণ সবুজ মাঠের শেষ প্রান্তে টকটকে লাল শিমুল কিংবা পলাশের দেখা পাওয়া এ অঞ্চলে খুব স্বাভাবিক। এর ওপর গ্রীষ্মে আছে কৃষ্ণচূড়া। ছাতার মতো কৃষ্ণচূড়াগাছের সবুজ পাতা ছাপিয়ে দেখা যাবে টকটকে লাল কৃষ্ণচূড়া।
একইভাবে সবুজ কোনো মাঠ কিংবা কেটে রাখা গমখেতের নয়নাভিরাম দৃশ্য। বসন্ত ও গ্রীষ্মে সবারই একবার করে যাওয়া উচিত মানিকগঞ্জের যেকোনো জায়গায়।
শুধু শিমুল, পলাশ কিংবা কৃষ্ণচূড়া নয়; পুরো মানিকগঞ্জের যেকোনো জায়গায় দেখা যাবে সবুজ পাতার প্রেক্ষাপটে ফুটে থাকা সাদা বরুণ। মানিকগঞ্জের ঘিওর, সিংগাইর, সাটুরিয়া, হরিরামপুর, শিবালয়, সদর, দৌলতপুর উপজেলার যেকোনো রাস্তা ধরে দেখা মিলবে এর।
ঢাকার খুব কাছে বলে মানিকগঞ্জের যেকোনো উপজেলা শহরে যেতে সময় লাগে কম। ঢাকার গাবতলী থেকে বাসে কিংবা খুব অল্প টাকায় গাড়ি ভাড়া করে এক দিন বা এক বেলার জন্য ঘুরে আসা যায় মানিকগঞ্জ থেকে। শুধু প্রকৃতি নয়; মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আছে বালিয়াটি জমিদারবাড়ি। সদর উপজেলার বেতিলায় আছে বেতিলা জমিদারবাড়ি। শিবালয় উপজেলায় আছে তেওতা জমিদারবাড়ি। এই জমিদারবাড়ি আবার কবি কাজী নজরুল ইসলাম ও তাঁর স্ত্রী প্রমীলা দেবীর স্মৃতিবিজড়িত। মানিকগঞ্জের পাশেই আছে টাঙ্গাইলের নাগরপুর চৌধুরীবাড়ি। মূলত এটি জমিদার যদুনাথ চৌধুরীর বাড়ি।
ঢাকা থেকে এক দিনের সংক্ষিপ্ত ভ্রমণের জন্য মানিকগঞ্জ উপযুক্ত জায়গা। এ ছাড়া দেশের যেকোনো প্রান্ত থেকে ঢাকা হয়ে বা সরাসরি মানিকগঞ্জ আসা যায়।
‘সরকারি ছুটি’—এ শব্দ দুটি শুনলেই চাকরিজীবীদের মনের ভেতর এক সুখের অনুভূতি বয়ে যায়। একঘেয়ে কর্মজীবনে এক বা দুই দিন সাপ্তাহিক ছুটির বাইরে এই সরকারি ছুটি যেন হাতে চাঁদ পাওয়ার মতো বিষয়।
৭ ঘণ্টা আগেছুটির বিকেলে ফুচকা খাওয়ার ইচ্ছা জাগতেই পারে। তবে বাড়িতেই যদি টেলিভিশনে কোনো সিরিজ দেখতে দেখতে ফুচকা খাওয়া যায় সবাই মিলে ,তাহলে মন্দ হয় না। ফুচকা তো সুপারশপে পাওয়া যায়, তাহলে পুরটা যদি বাড়িতেই বানিয়ে নিলে চিন্তা কি! আপনাদের জন্য ফুচকার পুর ও টক পানি তৈরির রেসিপি ও ছবি দিয়েছেন আফরোজা খানম মুক্তা
১২ ঘণ্টা আগেকিছুদিন পরপর হেয়ারস্টাইল বদলে ফেলা কেটি পেরির বয়স এখন ৪০। দেখতে এখনো ঠিক প্রেমে পড়ার মতোই আছেন তিনি। ট্রুডো কি তবে তাঁর প্রেমেই পড়লেন? এ প্রশ্নের মতোই নেটিজেনদের মনে প্রশ্ন দেখা দিয়েছে, চল্লিশের কোঠার এই পপস্টার কোন গোপন উপায়ে ত্বক উজ্জ্বল ও দাগমুক্ত রেখেছেন কিশোরীদের মতো?
১৭ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যম বিস্তারের ফলে নতুন প্রজন্মের মধ্যে ঐতিহাসিক পোশাক ও পুরোনো স্টাইল আইকনের প্রতি আগ্রহ বেড়েছে। মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের কস্টিউম ইনস্টিটিউটের প্রদর্শনী ও মেট গালা অনুষ্ঠান এসব আগ্রহ আরও উসকে দিচ্ছে।
১ দিন আগে