নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এখন ভারতের তীর্থযাত্রীরা নতুন পথে সরাসরি কৈলাস পর্বতে যেতে পারবেন। সেপ্টেম্বর মাস থেকে এ ব্যবস্থা কার্যকর হচ্ছে। এর আগে ভারতীয় তীর্থযাত্রীদের কৈলাস তীর্থে যেতে হতো তিব্বত হয়ে।
কৈলাসে সরাসরি যাওয়ার জন্য রাস্তা নির্মাণ করেছে ভারতের বর্ডার রোড অর্গানাইজেশন বা বিআরও। উত্তরাখন্ডের পিথোরাগড় থেকে লিপোলেখ পাস দিয়ে ইন্দো-চায়না সীমান্ত পর্যন্ত পাহাড় কেটে তৈরি করা হয়েছে এই রাস্তাটি। প্রকল্পটির কাজ শেষ হবে সেপ্টেম্বর মাসে। রাস্তাটির নাম রাখা হবে কৈলাস ভিউ পয়েন্ট। ভারতীয় আধ্যাত্মিক মার্গ অনুযায়ী, কৈলাস পর্বত হলো পৃথিবীর কেন্দ্র। একে বলা হয় শিবের বাসস্থান। আর তাই সনাতন ধর্মাবলম্বীদের জন্য এটি পবিত্র তীর্থস্থান। বৌদ্ধ এবং আরও বেশ কিছু আদিবাসী ধর্মে কৈলাস পর্বতের গুরুত্ব অপরিসীম। প্রতিবছর হাজার হাজার তীর্থযাত্রী অত্যন্ত কষ্ট করে তিব্বত হয়ে কৈলাস তীর্থে যাত্রা করত। ব্রহ্মপুত্র নদ, সিন্ধু, সুতলজ ও কর্নালি নদীর উৎস কৈলাস পর্বত।
কৈলাসের একটি পয়েন্ট পর্যন্ত তীর্থযাত্রীদের আনাগোনা থাকলেও মানুষের কৈলাসের চূড়ায় ওঠার চেষ্টা বারবার বিফল হয়েছে। শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড, অচেনা অতিপ্রাকৃত ঘটনা ইত্যাদির কারণে কৈলাস পর্বতের ওপর দিয়ে এখনো বিমান চলাচল নিষিদ্ধ।
এখন ভারতের তীর্থযাত্রীরা নতুন পথে সরাসরি কৈলাস পর্বতে যেতে পারবেন। সেপ্টেম্বর মাস থেকে এ ব্যবস্থা কার্যকর হচ্ছে। এর আগে ভারতীয় তীর্থযাত্রীদের কৈলাস তীর্থে যেতে হতো তিব্বত হয়ে।
কৈলাসে সরাসরি যাওয়ার জন্য রাস্তা নির্মাণ করেছে ভারতের বর্ডার রোড অর্গানাইজেশন বা বিআরও। উত্তরাখন্ডের পিথোরাগড় থেকে লিপোলেখ পাস দিয়ে ইন্দো-চায়না সীমান্ত পর্যন্ত পাহাড় কেটে তৈরি করা হয়েছে এই রাস্তাটি। প্রকল্পটির কাজ শেষ হবে সেপ্টেম্বর মাসে। রাস্তাটির নাম রাখা হবে কৈলাস ভিউ পয়েন্ট। ভারতীয় আধ্যাত্মিক মার্গ অনুযায়ী, কৈলাস পর্বত হলো পৃথিবীর কেন্দ্র। একে বলা হয় শিবের বাসস্থান। আর তাই সনাতন ধর্মাবলম্বীদের জন্য এটি পবিত্র তীর্থস্থান। বৌদ্ধ এবং আরও বেশ কিছু আদিবাসী ধর্মে কৈলাস পর্বতের গুরুত্ব অপরিসীম। প্রতিবছর হাজার হাজার তীর্থযাত্রী অত্যন্ত কষ্ট করে তিব্বত হয়ে কৈলাস তীর্থে যাত্রা করত। ব্রহ্মপুত্র নদ, সিন্ধু, সুতলজ ও কর্নালি নদীর উৎস কৈলাস পর্বত।
কৈলাসের একটি পয়েন্ট পর্যন্ত তীর্থযাত্রীদের আনাগোনা থাকলেও মানুষের কৈলাসের চূড়ায় ওঠার চেষ্টা বারবার বিফল হয়েছে। শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড, অচেনা অতিপ্রাকৃত ঘটনা ইত্যাদির কারণে কৈলাস পর্বতের ওপর দিয়ে এখনো বিমান চলাচল নিষিদ্ধ।
নামের মিল থাকলেও তিনি বিশ্বসুন্দরী সুস্মিতা সেন নন। তাঁর পুরো নাম সুস্মিতা চট্টোপাধ্যায়। ইদানীং নিশ্চয় তাঁর নাম আপনার সামনে চলে আসছে সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে। খেয়াল করেছেন নিশ্চয়। তিনি এখন বেশ আলোচনায় আছেন নেট দুনিয়ায়।
৯ ঘণ্টা আগেযাদের বাড়িতে বারান্দার সংখ্যা কম বা থাকলেও বারান্দায় বৃষ্টির ছাট আসে, তাদের এই ভেজা কাপড় শুকানোর কষ্টটা অনেক বেশি। ফলে অধিকাংশই ঘরের ভেতর দড়ি টাঙিয়ে ফ্যানের বাতাসে কাপড় শুকাতে দেন। এভাবে জামাকাপড় শুকালে একটা স্যাঁতসেঁতে ভাব থেকে যায়। আর ভেজা গন্ধের আর্দ্র পোশাক পরলে ত্বকে ছত্রাকের সংক্রমণ হতে পারে।
১২ ঘণ্টা আগেবিমানে ভ্রমণ সাধারণত নিরাপদ। কিন্তু পৃথিবীতে এমন কয়েকটি বিমানবন্দর রয়েছে, যেগুলোতে অবতরণ বা উড্ডয়ন যে কাউকে দমবন্ধ করা অভিজ্ঞতা দিতে পারে। স্বল্পদৈর্ঘ্যের রানওয়ে, পাহাড় ইত্যাদি কারণে সেই বিমানবন্দরগুলো বিপজ্জনক; বিশেষভাবে প্রশিক্ষণ পাওয়া বৈমানিকেরাই সেসব বিমানবন্দরে বিমান উড্ডয়ন বা অবতরণ করাতে পারে
২ দিন আগেসাম্প্রতিক বছরগুলোতে মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিকাব, বোরকা ইত্যাদি পোশাক জনপরিসরে নিষিদ্ধ করার প্রবণতা দেখা গেছে। এই পদক্ষেপগুলো ধর্মনিরপেক্ষতা ও জাতীয় পরিচয় জোরদারের কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে, যদিও এ বিষয়ে সমালোচনা রয়েছে।
২ দিন আগে