ডেস্ক রিপোর্ট
শীতপ্রেমীদের জন্য এ সময় ভ্রমণের আদর্শ জায়গা উত্তরবঙ্গ।
রাজশাহী
কুয়াশা মোড়ানো পূর্ণিমায় পদ্মার রূপ দেখতে এবং হাঁসের মাংস দিয়ে কালাইয়ের রুটি খেতে যেতে হবে রাজশাহী। এ ছাড়া রাজশাহীতে আছে বাঘা মসজিদ, পুঠিয়া রাজবাড়ি এবং ইতিহাসসমৃদ্ধ নানা মন্দির। যেসব জায়গায় গিয়ে প্রাচীন বাংলার ইতিহাসের সঙ্গে অতীতে উঁকি দিয়ে দেখা যায়। একই সঙ্গে ঘুরে আসতে পারেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, বরেন্দ্র গবেষণা জাদুঘর, শিশুপার্ক, হাওয়াখানা ও চিড়িয়াখানা।
পঞ্চগড়
পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে আবহাওয়া এবং আকাশের অবস্থা অনুকূলে থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এ ছাড়া রয়েছে বাংলাবান্ধা জিরো পয়েন্ট, সমতলে বিস্তৃত চা-বাগান, গোলকধাম মন্দির, বরদেশ্বরী মহাপীঠ মন্দির, বারআউলিয়া মাজার, ভিতরগড় দুর্গ নগরী, মহারাজার দিঘি, মির্জাপুর শাহি মসজিদসহ অন্যান্য ঐতিহাসিক স্থাপনা।
দিনাজপুর
দিনাজপুরে রয়েছে স্থাপত্যশৈলীর বিচিত্র নিদর্শন। এর মধ্যে দিনাজপুর রাজবাড়ী, কান্তজিউ মন্দির, নয়াবাদ মসজিদ, রামসাগর ও সুখসাগর, স্বপ্নপুরী, বড় বড় লিচুবাগান।
রংপুর
রংপুরে দেখা যাবে দেবী চৌধুরাণীর বাড়ি, বেগম রোকেয়ার বাড়ি, লালদিঘি ৯ গম্বুজ মসজিদ, তাজহাট জমিদারবাড়ি, প্রয়াস সেনা বিনোদন পার্ক, ভিন্নজগতসহ অনেক কিছু।
শীতপ্রেমীদের জন্য এ সময় ভ্রমণের আদর্শ জায়গা উত্তরবঙ্গ।
রাজশাহী
কুয়াশা মোড়ানো পূর্ণিমায় পদ্মার রূপ দেখতে এবং হাঁসের মাংস দিয়ে কালাইয়ের রুটি খেতে যেতে হবে রাজশাহী। এ ছাড়া রাজশাহীতে আছে বাঘা মসজিদ, পুঠিয়া রাজবাড়ি এবং ইতিহাসসমৃদ্ধ নানা মন্দির। যেসব জায়গায় গিয়ে প্রাচীন বাংলার ইতিহাসের সঙ্গে অতীতে উঁকি দিয়ে দেখা যায়। একই সঙ্গে ঘুরে আসতে পারেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, বরেন্দ্র গবেষণা জাদুঘর, শিশুপার্ক, হাওয়াখানা ও চিড়িয়াখানা।
পঞ্চগড়
পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে আবহাওয়া এবং আকাশের অবস্থা অনুকূলে থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এ ছাড়া রয়েছে বাংলাবান্ধা জিরো পয়েন্ট, সমতলে বিস্তৃত চা-বাগান, গোলকধাম মন্দির, বরদেশ্বরী মহাপীঠ মন্দির, বারআউলিয়া মাজার, ভিতরগড় দুর্গ নগরী, মহারাজার দিঘি, মির্জাপুর শাহি মসজিদসহ অন্যান্য ঐতিহাসিক স্থাপনা।
দিনাজপুর
দিনাজপুরে রয়েছে স্থাপত্যশৈলীর বিচিত্র নিদর্শন। এর মধ্যে দিনাজপুর রাজবাড়ী, কান্তজিউ মন্দির, নয়াবাদ মসজিদ, রামসাগর ও সুখসাগর, স্বপ্নপুরী, বড় বড় লিচুবাগান।
রংপুর
রংপুরে দেখা যাবে দেবী চৌধুরাণীর বাড়ি, বেগম রোকেয়ার বাড়ি, লালদিঘি ৯ গম্বুজ মসজিদ, তাজহাট জমিদারবাড়ি, প্রয়াস সেনা বিনোদন পার্ক, ভিন্নজগতসহ অনেক কিছু।
কত নামে ডাকবেন তাকে। গুগলে সন্ধান করলে চমকে উঠতে হবে। এর নাম দেখাবে হেয়ার আইল্যান্ড। মনে হবে, আটলান্টিক মহাসাগর কিংবা ক্যারিবীয় কোনো নির্জন দ্বীপের নাম দেখছেন। কিন্তু আপনার ভুল ভাঙবে স্থানীয়দের ডাকা নামটি শুনলে। বুঝবেন, আপনি আছেন কলাগাছিয়ার চরে।
২ দিন আগেযতই উন্মুক্ত হচ্ছে, ততই যেন পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিচ্ছে সৌদি আরব। দেশটাই একটা চমকজাগানিয়া। মরুভূমি, প্রাচীন বৃক্ষের বন, প্রাচীন জনপদ ও সংস্কৃতি—সবই আছে সৌদি আরবে। আছে নিওম নামের অত্যাধুনিক প্রযুক্তির বিলাসবহুল মেগাসিটি।
২ দিন আগেচীনে চলছে বসন্ত উৎসব কিংবা চান্দ্র নববর্ষের আনন্দমুখর আয়োজন। সারা দেশে এই উৎসব ঐতিহ্যবাহী প্রথা, বাহারি খাবার, সজ্জা, সাংস্কৃতিক পরিবেশনা এবং নানান রীতি-রেওয়াজের মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে।
২ দিন আগেচীনা নববর্ষের ইতিহাস ৩ হাজার বছরেরও বেশি পুরোনো বলে ধারণা করা হয়। এটি শুরু হয়েছিল চীনের প্রাচীন কৃষি ভিত্তিক সমাজে। দেবতা এবং পূর্বপুরুষদের সম্মান, ভালো ফসলের প্রার্থনা এবং মন্দ আত্মা তাড়ানোর সামাজিক প্রথা থেকে এ উৎসবের সূচনা হয়েছিল। প্রায় ১৫ দিন ধরে চলা এ উৎসবের মূলে থাকে পরিবার।
৩ দিন আগে