ডেস্ক রিপোর্ট
হোয়াইট হাউস দেখতে এখন লাগছে না পাসপোর্ট, ভিসা কিংবা বিমানের টিকিট। বিশ্বের যেকোনো প্রান্তে বসে দেখে নেওয়া যাবে মার্কিন সরকারপ্রধানের দাপ্তরিক বাসভবনের বিভিন্ন অংশ।
ফার্স্ট লেডি জিল বাইডেনের উদ্যোগে যুক্তরাষ্ট্রের জাতীয় নাগরিক দিবসে এই সুযোগ চালু করা হয়েছে। এ উদ্যোগে যৌথভাবে যুক্ত রয়েছে দ্য হোয়াইট হাউস, গুগল ম্যাপস এবং গুগল আর্টস অ্যান্ড কালচার। কম্পিউটার বা স্মার্টফোন থেকে যে কেউ গুগল আর্টস অ্যান্ড কালচারের ওয়েবসাইটে ঢুকে দেখতে পাবেন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মানুষের বাড়িটির অন্দর। এ ভার্চুয়াল ভ্রমণে ইংরেজি ভাষার ধারা বর্ণনার পাশাপাশি ক্যাপশনও থাকছে প্রতিটি স্থানের। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। ইংরেজির পাশাপাশি স্প্যানিশ ভাষাতেও অনুবাদ আছে এখানে। অডিওতে প্রতিটি কক্ষের ঐতিহাসিক তথ্য তুলে ধরা হয়েছে।
গুগল স্ট্রিট ভিউ প্রযুক্তি ব্যবহার করে এ ভার্চুয়াল ভ্রমণ শুরু হবে ইস্ট উইংয়ের প্রবেশমুখ দিয়ে। এরপর দেখা যাবে লাইব্রেরি, দ্য চায়না রুম, দ্য গ্রিন, ব্লু অ্যান্ড রেড রুমস, দ্য ইস্ট রুম এবং দ্য স্টেট ডাইনিং রুম। এটি গুগল আর্টস অ্যান্ড কালচারের স্টোরিটেলিং টুল ব্যবহার করে তৈরি করা হয়েছে।
হোয়াইট হাউস দেখতে এখন লাগছে না পাসপোর্ট, ভিসা কিংবা বিমানের টিকিট। বিশ্বের যেকোনো প্রান্তে বসে দেখে নেওয়া যাবে মার্কিন সরকারপ্রধানের দাপ্তরিক বাসভবনের বিভিন্ন অংশ।
ফার্স্ট লেডি জিল বাইডেনের উদ্যোগে যুক্তরাষ্ট্রের জাতীয় নাগরিক দিবসে এই সুযোগ চালু করা হয়েছে। এ উদ্যোগে যৌথভাবে যুক্ত রয়েছে দ্য হোয়াইট হাউস, গুগল ম্যাপস এবং গুগল আর্টস অ্যান্ড কালচার। কম্পিউটার বা স্মার্টফোন থেকে যে কেউ গুগল আর্টস অ্যান্ড কালচারের ওয়েবসাইটে ঢুকে দেখতে পাবেন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মানুষের বাড়িটির অন্দর। এ ভার্চুয়াল ভ্রমণে ইংরেজি ভাষার ধারা বর্ণনার পাশাপাশি ক্যাপশনও থাকছে প্রতিটি স্থানের। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। ইংরেজির পাশাপাশি স্প্যানিশ ভাষাতেও অনুবাদ আছে এখানে। অডিওতে প্রতিটি কক্ষের ঐতিহাসিক তথ্য তুলে ধরা হয়েছে।
গুগল স্ট্রিট ভিউ প্রযুক্তি ব্যবহার করে এ ভার্চুয়াল ভ্রমণ শুরু হবে ইস্ট উইংয়ের প্রবেশমুখ দিয়ে। এরপর দেখা যাবে লাইব্রেরি, দ্য চায়না রুম, দ্য গ্রিন, ব্লু অ্যান্ড রেড রুমস, দ্য ইস্ট রুম এবং দ্য স্টেট ডাইনিং রুম। এটি গুগল আর্টস অ্যান্ড কালচারের স্টোরিটেলিং টুল ব্যবহার করে তৈরি করা হয়েছে।
কত নামে ডাকবেন তাকে। গুগলে সন্ধান করলে চমকে উঠতে হবে। এর নাম দেখাবে হেয়ার আইল্যান্ড। মনে হবে, আটলান্টিক মহাসাগর কিংবা ক্যারিবীয় কোনো নির্জন দ্বীপের নাম দেখছেন। কিন্তু আপনার ভুল ভাঙবে স্থানীয়দের ডাকা নামটি শুনলে। বুঝবেন, আপনি আছেন কলাগাছিয়ার চরে।
২ দিন আগেযতই উন্মুক্ত হচ্ছে, ততই যেন পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিচ্ছে সৌদি আরব। দেশটাই একটা চমকজাগানিয়া। মরুভূমি, প্রাচীন বৃক্ষের বন, প্রাচীন জনপদ ও সংস্কৃতি—সবই আছে সৌদি আরবে। আছে নিওম নামের অত্যাধুনিক প্রযুক্তির বিলাসবহুল মেগাসিটি।
২ দিন আগেচীনে চলছে বসন্ত উৎসব কিংবা চান্দ্র নববর্ষের আনন্দমুখর আয়োজন। সারা দেশে এই উৎসব ঐতিহ্যবাহী প্রথা, বাহারি খাবার, সজ্জা, সাংস্কৃতিক পরিবেশনা এবং নানান রীতি-রেওয়াজের মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে।
২ দিন আগেচীনা নববর্ষের ইতিহাস ৩ হাজার বছরেরও বেশি পুরোনো বলে ধারণা করা হয়। এটি শুরু হয়েছিল চীনের প্রাচীন কৃষি ভিত্তিক সমাজে। দেবতা এবং পূর্বপুরুষদের সম্মান, ভালো ফসলের প্রার্থনা এবং মন্দ আত্মা তাড়ানোর সামাজিক প্রথা থেকে এ উৎসবের সূচনা হয়েছিল। প্রায় ১৫ দিন ধরে চলা এ উৎসবের মূলে থাকে পরিবার।
২ দিন আগে