নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আকাশপথে ভ্রমণে পর্যটকদের বড় সমস্যা বিমানভাড়া। বিভিন্ন কারণে বিমানের ভাড়া বাড়ে কিংবা কমে। এখন এই সমস্যার সমাধান দিচ্ছে গুগল। কখন ফ্লাইটের টিকিট বুকিং দিলে সবচেয়ে কম খরচে বিদেশ ভ্রমণ করা যাবে, তা জানাতে গুগল চালু করেছে গুগল ফ্লাইটস।
গুগল ফ্লাইটস একধরনের অনলাইন পরিষেবা। প্লেনে ভ্রমণকারীরা টিকিট কেনার আগে ভাড়া সম্পর্কে এখান থেকে খোঁজ নিতে পারবেন। এ ফিচারটি ব্যবহার করে থার্ড পার্টির মাধ্যমেও টিকিট কিনতে পারবেন।
গুগল জানিয়েছে, নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া ডেটা বিশ্লেষণ করে তারা জানিয়ে দেবে পছন্দের গন্তব্যে যাওয়ার জন্য কোন দিন টিকিট কাটা হলে পর্যটকেরা সবচেয়ে বেশি লাভবান হতে পারেন। যেকোনো স্মার্টফোন বা ল্যাপটপ থেকে গুগল ফ্লাইটস ব্যবহার করা যাবে। এখানে টিকিট খুঁজতে গিয়ে নিজের পরিকল্পনার সঙ্গে মিলে গেলে তবেই গুগল সম্ভাব্য সব ফ্লাইটই দেখাবে স্ক্রিনে। গুগল এটাও দেখাবে যে ভ্রমণকারীর নির্ধারিত দিনের কিছুদিন পর টিকিটের দাম কমার সম্ভাবনা আছে কি না। যদি কমার সম্ভাবনা থাকে, তখন চাইলে ভ্রমণকারী কিছুদিন অপেক্ষা করে সাশ্রয়ে টিকিট কাটতে পারবেন।
টিকিট কাটার আগে কিংবা পরে নয়, প্লেন ছাড়ার আগে ভাড়া কমে গেলেও সাহায্য করতে পারবে গুগল ফ্লাইটস। যেমন অনেক সময় প্লেন ছাড়ার আগে হঠাৎ করে প্লেনের ভাড়া কমে যায়। এ ক্ষেত্রে এই ফিচারে কোনো কোনো ভাড়ার পাশে ফ্লাইট গ্যারান্টি ব্যাজ যুক্ত করে দেওয়া থাকে। যাতে ভ্রমণকারীরা বুঝতে পারেন, সেই সিটের ভাড়া হঠাৎ করে বেড়ে বা কমে যাওয়ার সম্ভাবনা নেই। তবে যদি কমে, তাহলে গুগল পে ব্যবহার করে গুগল সেই অতিরিক্ত টাকা ব্যবহারকারীদের ফেরত দেবে। তবে এই ফিচার এখনো পরীক্ষামূলক প্রকল্পের অংশ, যা মূলত যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে প্রযোজ্য।
নতুন এই ফিচার কাজ করার সময় ব্যবহারকারীদের আগের সব ভ্রমণের ডেটা নিয়ে বিশ্লেষণ করে। এরপর ভ্রমণের জন্য নির্ধারিত বা পরিকল্পিত দিনগুলো ধর্তব্যে রেখে কত তারিখে, কোন উড়োজাহাজ কোম্পানির টিকিট কাটলে সবচেয়ে কম ভাড়ায় বিদেশ যাওয়া যাবে, সে বিষয়টি ব্যবহারকারীকে জানায়। মূলত অতীতে কোন বছর, কোন রুটের বিমানভাড়া বছরের কোন সময় কেমন ছিল, তার ওপর নির্ভর করে গুগল ভ্রমণকারীদের এ তথ্য জানাবে। নতুন ফিচারটিতে আছে ফ্লাইট ট্রেকিংয়ের সুবিধাও; অর্থাৎ কেউ যদি কখনো টিকিট কেনেন, তবে গুগল পরবর্তী সময়ে নিয়মিত সেই বিমানের ভাড়ার ওপর নজর রাখবে। তবে এখনই বাংলাদেশে এ সুবিধা পাবেন না। বর্তমানে সুবিধাটি শুধুই যুক্তরাষ্ট্রের যাত্রীরা উপভোগ করতে পারবেন।
আকাশপথে ভ্রমণে পর্যটকদের বড় সমস্যা বিমানভাড়া। বিভিন্ন কারণে বিমানের ভাড়া বাড়ে কিংবা কমে। এখন এই সমস্যার সমাধান দিচ্ছে গুগল। কখন ফ্লাইটের টিকিট বুকিং দিলে সবচেয়ে কম খরচে বিদেশ ভ্রমণ করা যাবে, তা জানাতে গুগল চালু করেছে গুগল ফ্লাইটস।
গুগল ফ্লাইটস একধরনের অনলাইন পরিষেবা। প্লেনে ভ্রমণকারীরা টিকিট কেনার আগে ভাড়া সম্পর্কে এখান থেকে খোঁজ নিতে পারবেন। এ ফিচারটি ব্যবহার করে থার্ড পার্টির মাধ্যমেও টিকিট কিনতে পারবেন।
গুগল জানিয়েছে, নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া ডেটা বিশ্লেষণ করে তারা জানিয়ে দেবে পছন্দের গন্তব্যে যাওয়ার জন্য কোন দিন টিকিট কাটা হলে পর্যটকেরা সবচেয়ে বেশি লাভবান হতে পারেন। যেকোনো স্মার্টফোন বা ল্যাপটপ থেকে গুগল ফ্লাইটস ব্যবহার করা যাবে। এখানে টিকিট খুঁজতে গিয়ে নিজের পরিকল্পনার সঙ্গে মিলে গেলে তবেই গুগল সম্ভাব্য সব ফ্লাইটই দেখাবে স্ক্রিনে। গুগল এটাও দেখাবে যে ভ্রমণকারীর নির্ধারিত দিনের কিছুদিন পর টিকিটের দাম কমার সম্ভাবনা আছে কি না। যদি কমার সম্ভাবনা থাকে, তখন চাইলে ভ্রমণকারী কিছুদিন অপেক্ষা করে সাশ্রয়ে টিকিট কাটতে পারবেন।
টিকিট কাটার আগে কিংবা পরে নয়, প্লেন ছাড়ার আগে ভাড়া কমে গেলেও সাহায্য করতে পারবে গুগল ফ্লাইটস। যেমন অনেক সময় প্লেন ছাড়ার আগে হঠাৎ করে প্লেনের ভাড়া কমে যায়। এ ক্ষেত্রে এই ফিচারে কোনো কোনো ভাড়ার পাশে ফ্লাইট গ্যারান্টি ব্যাজ যুক্ত করে দেওয়া থাকে। যাতে ভ্রমণকারীরা বুঝতে পারেন, সেই সিটের ভাড়া হঠাৎ করে বেড়ে বা কমে যাওয়ার সম্ভাবনা নেই। তবে যদি কমে, তাহলে গুগল পে ব্যবহার করে গুগল সেই অতিরিক্ত টাকা ব্যবহারকারীদের ফেরত দেবে। তবে এই ফিচার এখনো পরীক্ষামূলক প্রকল্পের অংশ, যা মূলত যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে প্রযোজ্য।
নতুন এই ফিচার কাজ করার সময় ব্যবহারকারীদের আগের সব ভ্রমণের ডেটা নিয়ে বিশ্লেষণ করে। এরপর ভ্রমণের জন্য নির্ধারিত বা পরিকল্পিত দিনগুলো ধর্তব্যে রেখে কত তারিখে, কোন উড়োজাহাজ কোম্পানির টিকিট কাটলে সবচেয়ে কম ভাড়ায় বিদেশ যাওয়া যাবে, সে বিষয়টি ব্যবহারকারীকে জানায়। মূলত অতীতে কোন বছর, কোন রুটের বিমানভাড়া বছরের কোন সময় কেমন ছিল, তার ওপর নির্ভর করে গুগল ভ্রমণকারীদের এ তথ্য জানাবে। নতুন ফিচারটিতে আছে ফ্লাইট ট্রেকিংয়ের সুবিধাও; অর্থাৎ কেউ যদি কখনো টিকিট কেনেন, তবে গুগল পরবর্তী সময়ে নিয়মিত সেই বিমানের ভাড়ার ওপর নজর রাখবে। তবে এখনই বাংলাদেশে এ সুবিধা পাবেন না। বর্তমানে সুবিধাটি শুধুই যুক্তরাষ্ট্রের যাত্রীরা উপভোগ করতে পারবেন।
বই পড়া, বই ছাপানো, বইয়ের কপিরাইট সংরক্ষণ করা ইত্যাদি বিষয়ে জনসচেতনতা বাড়াতে প্রতিবছর ২৩ এপ্রিল ইউনেসকোর উদ্যোগে এই দিবস পালন করা হয়। ফেসবুক ও ইনস্টাগ্রাম ঘাঁটলেই চোখে পড়বে এই দিনে নেটিজেনরা নিজেদের প্রিয় বই, বর্তমানে কোন ধরনের বই পড়ছেন, কী কী বই সংগ্রহ করেছেন সেসব সম্পর্কে প্রচারণা চালাচ্ছেন।
২ ঘণ্টা আগেসন্ধ্যার পর বাতি নিভিয়ে খোলা বারান্দায় পাটি বিছিয়ে বা টুল নিয়ে বসতে খারাপ লাগে না। একটু বড় জায়গা থাকলে বারান্দা বাগান তো বটেই, স্থায়ী বসার জায়গাও তৈরি করেন নেন অনেকে। আবার বাড়িতে অতিথি এলে হয়তো বারান্দাতেই জমে ওঠে দীর্ঘ আড্ডা। বারান্দাকে নতুন করে সাজিয়ে তোলার মৌসুম কিন্তু চলে এসেছে।
১০ ঘণ্টা আগেপিসির ইনস্টাগ্রামে শেয়ার করা এক স্টোরিতে দেখা গেছে, এলইডি লাইট থেরাপি মাস্ক পরে উড়োজাহাজে দিব্যি আরাম করছেন। যেন রূপচর্চা আর আরামের একেবারে আদর্শ যুগলবন্দী!
১ দিন আগেসময়ের সঙ্গে পরিবেশ বদলায়, আর পরিবেশের সঙ্গে বদলায় চুলের যত্নের ধরন। চুলে নিয়মিত তেল-শ্যাম্পু ব্যবহার এবং মাসে দুদিন হেয়ারপ্যাক ব্যবহার এখন যথেষ্ট নয়। আগের তুলনায় গ্রীষ্মকালে গরম আরও বেড়েছে, বেড়েছে দূষণ। সেই সঙ্গে বেড়েছে চুল আর মাথার ত্বকের বিভিন্ন সমস্যাও।
২ দিন আগে