Ajker Patrika

জাপানে মিলবে বিনা মূল্যে অভ্যন্তরীণ ফ্লাইট

ফিচার ডেস্ক
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জাপান বরাবরই ভ্রমণ গন্তব্য হিসেবে জনপ্রিয় দেশ। দেশটির মানুষের আন্তরিক ব্যবহার এবং প্রাকৃতিক সৌন্দর্যের কথা এত শোনা যায় যে ভ্রমণকারীদের স্বপ্নই থাকে জীবনে একবার না একবার সে দেশে যাওয়ার। তবে বেশির ভাগ পর্যটক টোকিও বা ওসাকার মতো জনপ্রিয় জায়গাগুলোয় ভ্রমণ করতে আগ্রহী থাকেন। কিন্তু জাপান সরকার পর্যটকদের পুরো দেশে ভ্রমণের সুযোগ তৈরি করে দেওয়ার পরিকল্পনা করেছে। এখন জোরেশোরে সেই দিকে এগোচ্ছে দেশটি। সে কারণে দেশটি বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সেগুলোর একটি হলো, ভ্রমণে আসা নির্দিষ্ট বিদেশি নাগরিকেরা জাপানের অভ্যন্তরীণ বিমানে চলাচলের সুযোগ পাবেন বিনা মূল্যে।

পর্যটকেরা সুযোগটি নিতে পারবেন জাপান এয়ারলাইনসের মাধ্যমে ভ্রমণ করলে। এ জন্য আন্তর্জাতিক ফ্লাইট বুক করার সময় একই বুকিংয়ের মাধ্যমে পছন্দের একটি অভ্যন্তরীণ গন্তব্য যুক্ত করতে হবে। এরপর যাত্রীরা টোকিও থেকে সোজা উড়ে যেতে পারবেন সাপোরো, কাগোশিমা কিংবা ওকিনাওয়ার নাহার মতো মনোরম জায়গায়—কোনো রকম বাড়তি খরচ ছাড়াই।

জাপানের ৬৪টি অভ্যন্তরীণ গন্তব্যে এই অফারটি প্রযোজ্য। অর্থাৎ, একজন পর্যটক ওসাকা, বেপ্পু, ইয়াকুশিমা কিংবা অন্য কোনো শহরে চাইলে যেতে পারবেন। সেসব জায়গাতেও দেখা মিলবে পর্বত, সৈকত অথবা নীরব কোনো শহরের পুরোনো রামেন দোকান।

ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, চীনসহ বেশ কিছু দেশের যাত্রীরা এই অফারের আওতায় পড়েছে। যাত্রীদের লাগেজ বহনের ক্ষেত্রে রয়েছে বিশেষ সুবিধা—ইকোনমি ও প্রিমিয়াম ইকোনমি শ্রেণিতে দুটি এবং বিজনেস বা ফার্স্ট ক্লাসে তিনটি লাগেজ ফ্রি বহন করবে জাপান এয়ারলাইনস।

২০২৩ সালে জাপানে রেল পাসের দাম বাড়ার পর অনেক ভ্রমণকারীর কাছে উড়োজাহাজ এখন আরও সাশ্রয়ী ও বিকল্প হয়ে উঠেছে। উদাহরণস্বরূপ, টোকিও থেকে ওসাকা পর্যন্ত ট্রেনে একমুখী যাত্রায় যেখানে প্রায় ৯৪ মার্কিন ডলার খরচ হয়, একই পথে এখন বিনা মূল্যে পাড়ি দেওয়া যাবে।

এই উদ্যোগের মাধ্যমে জাপান এয়ারলাইনস শুধু পর্যটকদের টোকিওতেই আটকে না রেখে দেশের নানান অঞ্চল ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরতে চায়। তাই জাপান সফর পরিকল্পনায় এবার শুধু টোকিও নয়, সঙ্গে দেশটির বিভিন্ন স্থান ঘুরে দেখার সুযোগ পাবেন পর্যটকেরা।

সূত্র: টাইমস নাও

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনবিআরে আন্দোলন: শাস্তি পেতে পারেন তিন শতাধিক কর্মকর্তা-কর্মচারী

সাবেক আইজির রাজসাক্ষী হওয়া নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পুলিশে

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনা দিতে পুলিশ কন্ট্রোল রুমে আসিফ মাহমুদ

প্রধান প্রকৌশলীকে কারণ দর্শানোর নোটিশ, ইইডিতে তোলপাড়

সৈয়দপুরে চার উপদেষ্টার গাড়িবহর আটকালেন এনসিপির নেতা-কর্মীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত