ফিচার ডেস্ক
জাপান বরাবরই ভ্রমণ গন্তব্য হিসেবে জনপ্রিয় দেশ। দেশটির মানুষের আন্তরিক ব্যবহার এবং প্রাকৃতিক সৌন্দর্যের কথা এত শোনা যায় যে ভ্রমণকারীদের স্বপ্নই থাকে জীবনে একবার না একবার সে দেশে যাওয়ার। তবে বেশির ভাগ পর্যটক টোকিও বা ওসাকার মতো জনপ্রিয় জায়গাগুলোয় ভ্রমণ করতে আগ্রহী থাকেন। কিন্তু জাপান সরকার পর্যটকদের পুরো দেশে ভ্রমণের সুযোগ তৈরি করে দেওয়ার পরিকল্পনা করেছে। এখন জোরেশোরে সেই দিকে এগোচ্ছে দেশটি। সে কারণে দেশটি বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সেগুলোর একটি হলো, ভ্রমণে আসা নির্দিষ্ট বিদেশি নাগরিকেরা জাপানের অভ্যন্তরীণ বিমানে চলাচলের সুযোগ পাবেন বিনা মূল্যে।
পর্যটকেরা সুযোগটি নিতে পারবেন জাপান এয়ারলাইনসের মাধ্যমে ভ্রমণ করলে। এ জন্য আন্তর্জাতিক ফ্লাইট বুক করার সময় একই বুকিংয়ের মাধ্যমে পছন্দের একটি অভ্যন্তরীণ গন্তব্য যুক্ত করতে হবে। এরপর যাত্রীরা টোকিও থেকে সোজা উড়ে যেতে পারবেন সাপোরো, কাগোশিমা কিংবা ওকিনাওয়ার নাহার মতো মনোরম জায়গায়—কোনো রকম বাড়তি খরচ ছাড়াই।
জাপানের ৬৪টি অভ্যন্তরীণ গন্তব্যে এই অফারটি প্রযোজ্য। অর্থাৎ, একজন পর্যটক ওসাকা, বেপ্পু, ইয়াকুশিমা কিংবা অন্য কোনো শহরে চাইলে যেতে পারবেন। সেসব জায়গাতেও দেখা মিলবে পর্বত, সৈকত অথবা নীরব কোনো শহরের পুরোনো রামেন দোকান।
ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, চীনসহ বেশ কিছু দেশের যাত্রীরা এই অফারের আওতায় পড়েছে। যাত্রীদের লাগেজ বহনের ক্ষেত্রে রয়েছে বিশেষ সুবিধা—ইকোনমি ও প্রিমিয়াম ইকোনমি শ্রেণিতে দুটি এবং বিজনেস বা ফার্স্ট ক্লাসে তিনটি লাগেজ ফ্রি বহন করবে জাপান এয়ারলাইনস।
২০২৩ সালে জাপানে রেল পাসের দাম বাড়ার পর অনেক ভ্রমণকারীর কাছে উড়োজাহাজ এখন আরও সাশ্রয়ী ও বিকল্প হয়ে উঠেছে। উদাহরণস্বরূপ, টোকিও থেকে ওসাকা পর্যন্ত ট্রেনে একমুখী যাত্রায় যেখানে প্রায় ৯৪ মার্কিন ডলার খরচ হয়, একই পথে এখন বিনা মূল্যে পাড়ি দেওয়া যাবে।
এই উদ্যোগের মাধ্যমে জাপান এয়ারলাইনস শুধু পর্যটকদের টোকিওতেই আটকে না রেখে দেশের নানান অঞ্চল ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরতে চায়। তাই জাপান সফর পরিকল্পনায় এবার শুধু টোকিও নয়, সঙ্গে দেশটির বিভিন্ন স্থান ঘুরে দেখার সুযোগ পাবেন পর্যটকেরা।
সূত্র: টাইমস নাও
জাপান বরাবরই ভ্রমণ গন্তব্য হিসেবে জনপ্রিয় দেশ। দেশটির মানুষের আন্তরিক ব্যবহার এবং প্রাকৃতিক সৌন্দর্যের কথা এত শোনা যায় যে ভ্রমণকারীদের স্বপ্নই থাকে জীবনে একবার না একবার সে দেশে যাওয়ার। তবে বেশির ভাগ পর্যটক টোকিও বা ওসাকার মতো জনপ্রিয় জায়গাগুলোয় ভ্রমণ করতে আগ্রহী থাকেন। কিন্তু জাপান সরকার পর্যটকদের পুরো দেশে ভ্রমণের সুযোগ তৈরি করে দেওয়ার পরিকল্পনা করেছে। এখন জোরেশোরে সেই দিকে এগোচ্ছে দেশটি। সে কারণে দেশটি বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সেগুলোর একটি হলো, ভ্রমণে আসা নির্দিষ্ট বিদেশি নাগরিকেরা জাপানের অভ্যন্তরীণ বিমানে চলাচলের সুযোগ পাবেন বিনা মূল্যে।
পর্যটকেরা সুযোগটি নিতে পারবেন জাপান এয়ারলাইনসের মাধ্যমে ভ্রমণ করলে। এ জন্য আন্তর্জাতিক ফ্লাইট বুক করার সময় একই বুকিংয়ের মাধ্যমে পছন্দের একটি অভ্যন্তরীণ গন্তব্য যুক্ত করতে হবে। এরপর যাত্রীরা টোকিও থেকে সোজা উড়ে যেতে পারবেন সাপোরো, কাগোশিমা কিংবা ওকিনাওয়ার নাহার মতো মনোরম জায়গায়—কোনো রকম বাড়তি খরচ ছাড়াই।
জাপানের ৬৪টি অভ্যন্তরীণ গন্তব্যে এই অফারটি প্রযোজ্য। অর্থাৎ, একজন পর্যটক ওসাকা, বেপ্পু, ইয়াকুশিমা কিংবা অন্য কোনো শহরে চাইলে যেতে পারবেন। সেসব জায়গাতেও দেখা মিলবে পর্বত, সৈকত অথবা নীরব কোনো শহরের পুরোনো রামেন দোকান।
ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, চীনসহ বেশ কিছু দেশের যাত্রীরা এই অফারের আওতায় পড়েছে। যাত্রীদের লাগেজ বহনের ক্ষেত্রে রয়েছে বিশেষ সুবিধা—ইকোনমি ও প্রিমিয়াম ইকোনমি শ্রেণিতে দুটি এবং বিজনেস বা ফার্স্ট ক্লাসে তিনটি লাগেজ ফ্রি বহন করবে জাপান এয়ারলাইনস।
২০২৩ সালে জাপানে রেল পাসের দাম বাড়ার পর অনেক ভ্রমণকারীর কাছে উড়োজাহাজ এখন আরও সাশ্রয়ী ও বিকল্প হয়ে উঠেছে। উদাহরণস্বরূপ, টোকিও থেকে ওসাকা পর্যন্ত ট্রেনে একমুখী যাত্রায় যেখানে প্রায় ৯৪ মার্কিন ডলার খরচ হয়, একই পথে এখন বিনা মূল্যে পাড়ি দেওয়া যাবে।
এই উদ্যোগের মাধ্যমে জাপান এয়ারলাইনস শুধু পর্যটকদের টোকিওতেই আটকে না রেখে দেশের নানান অঞ্চল ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরতে চায়। তাই জাপান সফর পরিকল্পনায় এবার শুধু টোকিও নয়, সঙ্গে দেশটির বিভিন্ন স্থান ঘুরে দেখার সুযোগ পাবেন পর্যটকেরা।
সূত্র: টাইমস নাও
একেকটা মৌসুমে একেক ধরনের রোগবালাই দেখা দেয়। আর এসব রোগবালাই থেকে বাঁচতে সে মৌসুমে যেসব ফলমূল ও শাকসবজি উৎপন্ন হয়, সেসব খাবার খাওয়ারই পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কার্তিক মাসে চৌদ্দ শাক খাওয়ার প্রচলন রয়েছে।
২ ঘণ্টা আগেসাইকেল শুধু পরিবহন নয়, এটি স্বাস্থ্যকর জীবনযাত্রার গুরুত্বপূর্ণ অংশ। বিশ্বে প্রায় ১ বিলিয়ন সাইকেল রয়েছে—এ সংখ্যা গাড়ির সংখ্যার দ্বিগুণ। করোনা মহামারির পর সাইকেল ব্যবহার আরও বেড়েছে। মানুষ এখন ব্যায়াম, অবসর ও পরিবেশবান্ধব পরিবহন হিসেবে সাইকেল ব্যবহার করছে। আমাদের দেশেও অসংখ্য সাইকেল চলাচল করে বটে...
৪ ঘণ্টা আগেআজ শনিবার, ২০ অক্টোবর ২০২৫। গ্রহ-নক্ষত্রের উত্থান-পতন তো চলতেই থাকবে, কিন্তু দিনের শেষে আপনি কী করছেন, সেটাই আসল। তাই সাহস দেখান, ধৈর্য ধরুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ—ফোনটা রেখে কাজে লেগে পড়ুন।
৪ ঘণ্টা আগেচলছে অক্টোবর মাস। এটি স্তন ক্যানসার সচেতনতা বৃদ্ধির মাস। প্রতিবছরের মতো এবারও বিশ্বব্যাপী এ মাসে স্তন ক্যানসারের প্রতিরোধ ও প্রতিকার এবং জীবনের মানোন্নয়ন নিয়ে স্বাস্থ্যসেবকেরা কাজ করে যাচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এবারের প্রতিপাদ্য হলো, ‘প্রতিটি গল্প অনন্য, প্রতিটি যাত্রা মূল্যবান’।
৫ ঘণ্টা আগে