ফিচার ডেস্ক
শীতে বেড়ানোর জন্য উত্তরবঙ্গ তো রইলই। আর কোথায়?
চন্দ্রনাথ পাহাড়
রোমাঞ্চকর ভ্রমণের জন্য অনন্য চন্দ্রনাথ পাহাড়। চট্টগ্রাম শহর থেকে ৩৭ কিলোমিটার উত্তরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে সাড়ে ৩ কিলোমিটার পূর্বে এই পাহাড়। এর চূড়ায় উঠতে পাড়ি দিতে হয় পিচ্ছিল ও সরু ২ হাজার ২০০টির বেশি সিঁড়ি।
শ্রীমঙ্গল
শীতকালে চা-বাগানের সৌন্দর্য বহুগুণে বেড়ে যায়। চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গল তাই হয়ে ওঠে সৌন্দর্যের লীলাভূমি।
চা-বাগান ঘুরেই যেতে পারেন বাইক্কা বিলে, অতিথি পাখিদের দেখতে। ঘোরা যাবে লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, আদি নীলকণ্ঠ টি কেবিন, সিতেশ বাবুর চিড়িয়াখানা ও চা জাদুঘরে।
সাজেক
সাজেক ভ্যালি রাঙামাটি জেলার একেবারে উত্তরের মিজোরাম সীমান্তে অবস্থিত। সাজেক রুইলুইপাড়া, হামারিপাড়া ও কংলাকপাড়া—এই তিনটি পাড়ার সমন্বয়ে এটি গঠিত। সেখানে মূলত লুসাই, পাংখোয়া ও ত্রিপুরা উপজাতির বসবাস। রাঙামাটির অনেকটা অংশ দেখা যায় সাজেক ভ্যালি থেকে।
চর কুকরিমুকরি
বর্ষায় ডুবে থাকলেও শীতে ভেসে ওঠে সর্বদক্ষিণের দ্বীপ কুকরিমুকরি। এটি সংরক্ষিত বনাঞ্চল ও বৃহৎ প্রাণীর অভয়ারণ্য। সারি সারি নারকেলগাছ ঘেরা বিশাল বালুময় এই চর। সেখানে ক্যাম্পিং করা যায়।
নীলগিরি
বান্দরবান থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে নীলগিরি। এই পাহাড়ের উচ্চতা প্রায় ২ হাজার ২০০ ফুট। এখানে রয়েছে বিভিন্ন রিসোর্ট ও পর্যটনকেন্দ্র। আছে ঝরনা, মিলনছড়ি ভিউ পয়েন্ট, চিম্বুক পর্যটনকেন্দ্র ইত্যাদি।
শীতে বেড়ানোর জন্য উত্তরবঙ্গ তো রইলই। আর কোথায়?
চন্দ্রনাথ পাহাড়
রোমাঞ্চকর ভ্রমণের জন্য অনন্য চন্দ্রনাথ পাহাড়। চট্টগ্রাম শহর থেকে ৩৭ কিলোমিটার উত্তরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে সাড়ে ৩ কিলোমিটার পূর্বে এই পাহাড়। এর চূড়ায় উঠতে পাড়ি দিতে হয় পিচ্ছিল ও সরু ২ হাজার ২০০টির বেশি সিঁড়ি।
শ্রীমঙ্গল
শীতকালে চা-বাগানের সৌন্দর্য বহুগুণে বেড়ে যায়। চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গল তাই হয়ে ওঠে সৌন্দর্যের লীলাভূমি।
চা-বাগান ঘুরেই যেতে পারেন বাইক্কা বিলে, অতিথি পাখিদের দেখতে। ঘোরা যাবে লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, আদি নীলকণ্ঠ টি কেবিন, সিতেশ বাবুর চিড়িয়াখানা ও চা জাদুঘরে।
সাজেক
সাজেক ভ্যালি রাঙামাটি জেলার একেবারে উত্তরের মিজোরাম সীমান্তে অবস্থিত। সাজেক রুইলুইপাড়া, হামারিপাড়া ও কংলাকপাড়া—এই তিনটি পাড়ার সমন্বয়ে এটি গঠিত। সেখানে মূলত লুসাই, পাংখোয়া ও ত্রিপুরা উপজাতির বসবাস। রাঙামাটির অনেকটা অংশ দেখা যায় সাজেক ভ্যালি থেকে।
চর কুকরিমুকরি
বর্ষায় ডুবে থাকলেও শীতে ভেসে ওঠে সর্বদক্ষিণের দ্বীপ কুকরিমুকরি। এটি সংরক্ষিত বনাঞ্চল ও বৃহৎ প্রাণীর অভয়ারণ্য। সারি সারি নারকেলগাছ ঘেরা বিশাল বালুময় এই চর। সেখানে ক্যাম্পিং করা যায়।
নীলগিরি
বান্দরবান থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে নীলগিরি। এই পাহাড়ের উচ্চতা প্রায় ২ হাজার ২০০ ফুট। এখানে রয়েছে বিভিন্ন রিসোর্ট ও পর্যটনকেন্দ্র। আছে ঝরনা, মিলনছড়ি ভিউ পয়েন্ট, চিম্বুক পর্যটনকেন্দ্র ইত্যাদি।
‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের পাখির কথা মনে আছে? পাখি এখন বড় হয়ে গেছেন। টেলিভিশন ধারাবাহিকের চৌহদ্দি পেরিয়ে তিনি এখন চলচ্চিত্র ও ওটিটিও মাতাচ্ছেন। ‘পরিবর্তন’, ‘লাভ আজ কাল পরশু’, ‘চিনি’, ‘দিলখুশ’, ‘সূর্য’, ‘কুলের আচার’ এর মতো একাধিক সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে।
১৫ মিনিট আগেনেপালের পর্যটন গন্তব্য চন্দ্রগিরি। সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ হাজার ফুটের বেশি উঁচুতে অবস্থিত এই জায়গা। যেতে হয় কেবল কারে। রোমাঞ্চ আর প্রাকৃতিক পরিবেশের দারুণ মেলবন্ধন এখানে। চন্দ্রগিরির অভিজ্ঞতা লিখেছেন সুমন্ত গুপ্ত। যারা সেখানে যেতে চান তাদের জন্য প্রচুর তথ্য আছে এ লেখায়।
৪ ঘণ্টা আগেশিশুকে রোজ কোন খাবার টিফিন হিসেবে দেবেন, এই ভাবনা সব মেয়েদেরই থাকে। কোনো দিন সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে টিফিন নিয়ে ভাববেন না। খুব সহজে ও কম সময়ে তৈরি করে ফেলা যায় নাটি স্যামোলিনা। খাবারটি এক কথায় যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিকর ও শক্তিবর্ধক।
৫ ঘণ্টা আগেজোয়ান মারা যাওয়ার পর টম ঠিক করেন, তিনি জোয়ানের স্মৃতির প্রতি ভালোবাসা ও সম্মান জানিয়ে কিছু করবেন। সঙ্গে জোয়ান যে হসপিটালে চিকিৎসাধীন ছিলেন, সেই সেন্ট অ্যান’স হসপিটালের জন্যও যদি কিছু করা যায়, মন্দ কি। এই চিন্তা থেকে তিনি অংশ নেন ১১ হাজার ফুট উচ্চতার স্কাই ডাইভ চ্যালেঞ্জে।
২১ ঘণ্টা আগে