ফিচার ডেস্ক
জার্মান যুবক মারকুস ভালোবাসেন ভেসপায় চড়ে ভ্রমণ করতে। শুধু ভালোবাসেন বললে কম বলা হয়। বলা ভালো, তাঁর জীবনযাপনের অংশ ভেসপা। এমনকি ভেসপায় চড়ে ভ্রমণের সব স্মৃতি সংগ্রহে রেখেছেন তিনি। তৈরি করেছেন ‘লা ভিডা ভেসপা’ নামে একটি ব্যক্তিগত ব্লগ সাইট।
সে ব্লগ সাইটে নিজের সম্পর্কে মারকুস লিখেছেন, ‘ছোটবেলায় রোমাঞ্চকর ভ্রমণ কাহিনি আমার বেশ ভালো লাগত। যেমন জুল ভার্নের ‘অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেজ’। তখন থেকে স্বপ্ন দেখতাম রোমাঞ্চকর ভ্রমণের। আর ১৬ বছর বয়সে আমি ভেসপার প্রেমে পড়ি। তখন থেকে এখন পর্যন্ত ব্যক্তিগত যাতায়াতে ভেসপা ব্যবহার করি।’
২০১৮ সালে ভেসপায় চড়ে ৮০ দিনে বিশ্বভ্রমণের সিদ্ধান্ত নেন মারকুস। যেমন পরিকল্পনা, তেমন কাজ। একই বছর ৩০ জুন স্পেনের মাদ্রিদ শহর থেকে শুরু হয় মারকুসের বিশ্বভ্রমণ। ৮০ দিনের বিশ্বভ্রমণে তিন মহাদেশের ১৮টি দেশ ভ্রমণ করেন তিনি। এতে ৪৭ হাজার ২২৩ কিলোমিটার পথ ভেসপায় অতিক্রম করেন মারকুস।
স্পেন থেকে মারকুস পাড়ি দেন ফ্রান্স, ইতালি, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, সার্বিয়া, মন্টেনেগ্রো, আলবেনিয়া, গ্রিস, তুরস্ক, জর্জিয়া, আজারবাইজান, কাজাখস্তান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও ফ্রান্স। সেখান থেকে ফিরে আসেন স্পেনে, ঠিক ৮০ দিনের মাথায়।
বিশ্বভ্রমণে মারকুসের সঙ্গী ছিল তিনটি ভেসপা। এ ছাড়া চারবার বিমানে চড়তে হয়েছে তাঁকে। তিনি অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেছেন, ‘পুরো ভ্রমণে ভেসপার মেরামত নিয়ে একটা চিন্তা আগে থেকেই কাজ করছিল। তাই সব সরঞ্জাম সঙ্গে নিয়ে নিই। কারণ, আমি যেসব দেশের ওপর দিয়ে গিয়েছি, বেশির ভাগ দেশের রাস্তায় কখনো এ ধরনের ভেসপা চলেনি।’
ভ্রমণে বেরিয়ে হোটেলে থাকার চেয়ে তাঁবু টাঙিয়ে থাকা মারকুসের পছন্দ। তাই পুরো ভ্রমণে সঙ্গে ছিল ৪০ থেকে ৫০ কেজি লাগেজ। কারণ, বিছানা বা পোশাক ছাড়াও রান্নার সব সরঞ্জাম থাকত সেখানে। পুরো বিশ্বভ্রমণে মোট ২৫ হাজার ইউরো ব্যয় হয়েছে তাঁর।
এ ভ্রমণে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হয়েছিল মারকুসকে। পথে পড়তে হয়েছে হারিকেন ও টর্নেডোর মুখে। রাস্তায় হারিয়েছেন রাইডিং জ্যাকেট, পাওয়ার ব্যাংক ও টুপি। এমনকি দুবার দুর্ঘটনার কবলে পড়েছেন।
ভেসপায় চড়ে মারকুসের এই বিশ্বভ্রমণ এবারই প্রথম নয়। এর আগেও ইউরোপ ও আফ্রিকার ৩২টি দেশে তিনি ঘুরেছেন। এখন পর্যন্ত মোট চারটি মহাদেশের ৪৪টি দেশ ভেসপায় ভ্রমণ করেছেন মারকুস।
সূত্র: মিডিয়াম
জার্মান যুবক মারকুস ভালোবাসেন ভেসপায় চড়ে ভ্রমণ করতে। শুধু ভালোবাসেন বললে কম বলা হয়। বলা ভালো, তাঁর জীবনযাপনের অংশ ভেসপা। এমনকি ভেসপায় চড়ে ভ্রমণের সব স্মৃতি সংগ্রহে রেখেছেন তিনি। তৈরি করেছেন ‘লা ভিডা ভেসপা’ নামে একটি ব্যক্তিগত ব্লগ সাইট।
সে ব্লগ সাইটে নিজের সম্পর্কে মারকুস লিখেছেন, ‘ছোটবেলায় রোমাঞ্চকর ভ্রমণ কাহিনি আমার বেশ ভালো লাগত। যেমন জুল ভার্নের ‘অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেজ’। তখন থেকে স্বপ্ন দেখতাম রোমাঞ্চকর ভ্রমণের। আর ১৬ বছর বয়সে আমি ভেসপার প্রেমে পড়ি। তখন থেকে এখন পর্যন্ত ব্যক্তিগত যাতায়াতে ভেসপা ব্যবহার করি।’
২০১৮ সালে ভেসপায় চড়ে ৮০ দিনে বিশ্বভ্রমণের সিদ্ধান্ত নেন মারকুস। যেমন পরিকল্পনা, তেমন কাজ। একই বছর ৩০ জুন স্পেনের মাদ্রিদ শহর থেকে শুরু হয় মারকুসের বিশ্বভ্রমণ। ৮০ দিনের বিশ্বভ্রমণে তিন মহাদেশের ১৮টি দেশ ভ্রমণ করেন তিনি। এতে ৪৭ হাজার ২২৩ কিলোমিটার পথ ভেসপায় অতিক্রম করেন মারকুস।
স্পেন থেকে মারকুস পাড়ি দেন ফ্রান্স, ইতালি, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, সার্বিয়া, মন্টেনেগ্রো, আলবেনিয়া, গ্রিস, তুরস্ক, জর্জিয়া, আজারবাইজান, কাজাখস্তান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও ফ্রান্স। সেখান থেকে ফিরে আসেন স্পেনে, ঠিক ৮০ দিনের মাথায়।
বিশ্বভ্রমণে মারকুসের সঙ্গী ছিল তিনটি ভেসপা। এ ছাড়া চারবার বিমানে চড়তে হয়েছে তাঁকে। তিনি অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেছেন, ‘পুরো ভ্রমণে ভেসপার মেরামত নিয়ে একটা চিন্তা আগে থেকেই কাজ করছিল। তাই সব সরঞ্জাম সঙ্গে নিয়ে নিই। কারণ, আমি যেসব দেশের ওপর দিয়ে গিয়েছি, বেশির ভাগ দেশের রাস্তায় কখনো এ ধরনের ভেসপা চলেনি।’
ভ্রমণে বেরিয়ে হোটেলে থাকার চেয়ে তাঁবু টাঙিয়ে থাকা মারকুসের পছন্দ। তাই পুরো ভ্রমণে সঙ্গে ছিল ৪০ থেকে ৫০ কেজি লাগেজ। কারণ, বিছানা বা পোশাক ছাড়াও রান্নার সব সরঞ্জাম থাকত সেখানে। পুরো বিশ্বভ্রমণে মোট ২৫ হাজার ইউরো ব্যয় হয়েছে তাঁর।
এ ভ্রমণে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হয়েছিল মারকুসকে। পথে পড়তে হয়েছে হারিকেন ও টর্নেডোর মুখে। রাস্তায় হারিয়েছেন রাইডিং জ্যাকেট, পাওয়ার ব্যাংক ও টুপি। এমনকি দুবার দুর্ঘটনার কবলে পড়েছেন।
ভেসপায় চড়ে মারকুসের এই বিশ্বভ্রমণ এবারই প্রথম নয়। এর আগেও ইউরোপ ও আফ্রিকার ৩২টি দেশে তিনি ঘুরেছেন। এখন পর্যন্ত মোট চারটি মহাদেশের ৪৪টি দেশ ভেসপায় ভ্রমণ করেছেন মারকুস।
সূত্র: মিডিয়াম
কত নামে ডাকবেন তাকে। গুগলে সন্ধান করলে চমকে উঠতে হবে। এর নাম দেখাবে হেয়ার আইল্যান্ড। মনে হবে, আটলান্টিক মহাসাগর কিংবা ক্যারিবীয় কোনো নির্জন দ্বীপের নাম দেখছেন। কিন্তু আপনার ভুল ভাঙবে স্থানীয়দের ডাকা নামটি শুনলে। বুঝবেন, আপনি আছেন কলাগাছিয়ার চরে।
২ দিন আগেযতই উন্মুক্ত হচ্ছে, ততই যেন পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিচ্ছে সৌদি আরব। দেশটাই একটা চমকজাগানিয়া। মরুভূমি, প্রাচীন বৃক্ষের বন, প্রাচীন জনপদ ও সংস্কৃতি—সবই আছে সৌদি আরবে। আছে নিওম নামের অত্যাধুনিক প্রযুক্তির বিলাসবহুল মেগাসিটি।
২ দিন আগেচীনে চলছে বসন্ত উৎসব কিংবা চান্দ্র নববর্ষের আনন্দমুখর আয়োজন। সারা দেশে এই উৎসব ঐতিহ্যবাহী প্রথা, বাহারি খাবার, সজ্জা, সাংস্কৃতিক পরিবেশনা এবং নানান রীতি-রেওয়াজের মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে।
২ দিন আগেচীনা নববর্ষের ইতিহাস ৩ হাজার বছরেরও বেশি পুরোনো বলে ধারণা করা হয়। এটি শুরু হয়েছিল চীনের প্রাচীন কৃষি ভিত্তিক সমাজে। দেবতা এবং পূর্বপুরুষদের সম্মান, ভালো ফসলের প্রার্থনা এবং মন্দ আত্মা তাড়ানোর সামাজিক প্রথা থেকে এ উৎসবের সূচনা হয়েছিল। প্রায় ১৫ দিন ধরে চলা এ উৎসবের মূলে থাকে পরিবার।
২ দিন আগে