শোভন সাহা
হেয়ার সেরাম সাধারণত ব্যবহার করা হয় চুলের কিউটিকল নরম করার জন্য। এটি কন্ডিশনার ব্যবহারের পরে ব্যবহার করা যায়। আবার চাইলে শুধু শ্যাম্পু করার পরই হেয়ার সেরাম ব্যবহার করতে পারেন। সে ক্ষেত্রে প্রথমে শ্যাম্পু করে চুল মুছে নিতে হবে।
এরপর যাঁরা কন্ডিশনার ব্যবহার করতে চান, তাঁরা চুলের লেন্থে কন্ডিশনার লাগিয়ে নেবেন। এর এক থেকে দুই মিনিট পরে তা ধুয়ে নেবেন। তারপর টাওয়েল দিয়ে চুল ভালো করে মুছে নিতে হবে। এরপর সেই হালকা ভেজা চুলে সেরাম লাগাতে হবে। এ ক্ষেত্রে চুলের শুষ্কতা বা কাঠিন্য বুঝে সেরামের পরিমাণ নির্ধারণ করতে হবে। এরপর চুল ভালোমতো আঁচড়ে নিয়ে বল ডাই বা অন্য উপায়ে ভালো করে শুকিয়ে নিতে হবে।
যাঁদের চুল খুব বেশি শুষ্ক বা নষ্ট, তাঁরা চুল শুকানোর পরেও ১ থেকে ২ ড্রপ সেরাম হাতের তালুতে ম্যাসাজ করে পুরো চুলে দিতে পারেন। যাঁদের বেবি হেয়ার, তাঁরা এ পদ্ধতি অবলম্বন করে বেবি হেয়ারগুলো পলিশ করে বসিয়ে রাখতে পারেন।
সেরামের ধরন
হেয়ার সেরাম নানা রকমের হয়ে থেকে। কিছু সেরাম তেলভিত্তিক। আর কিছু আছে সিলিকনভিত্তিক, যেগুলো আর্টিফিশিয়াল প্রোডাক্ট দিয়ে তৈরি হয়। চুলের ধরন বুঝে এগুলো কিনতে হবে। অয়েল ফ্রি হেয়ার সেরাম যে খুব একটা খারাপ হয়, এমন নয়। অধিকাংশ ব্যবহারকারী অয়েল ফ্রি সেরাম বেশি পছন্দ করেন। কারণ, তেলভিত্তিক সেরাম তৈলাক্ত বলে চুলে আঠালো ভাব হয়। আবার যদি ড্যামেজড হেয়ার থাকে, তাহলে আর্গান অয়েলবেজড বা অন্যান্য তেলভিত্তিক সেরাম ব্যবহার করতে হবে।
আবার কালার হেয়ারের জন্য একধরনের সেরাম পাওয়া যায়। যাঁরা চুলে আয়রন করেন, তাঁরা হিট প্রোটেকশন সেরাম ব্যবহার করতে পারেন। এ ছাড়া যাঁরা চুলে রিবন্ডিং করেন, বোটক্স করেন ও কেরাটিন করেন; তাঁদের জন্যও বিশেষ সেরাম আছে। একেক ধরনের চুলের জন্য একেক রকম সেরাম ব্যবহার করতে হয়। চাইলে বিশেষজ্ঞদের পরামর্শ মেনে হেয়ার সেরাম ব্যবহার করতে পারেন।
পরামশ দিয়েছেন: শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার
হেয়ার সেরাম সাধারণত ব্যবহার করা হয় চুলের কিউটিকল নরম করার জন্য। এটি কন্ডিশনার ব্যবহারের পরে ব্যবহার করা যায়। আবার চাইলে শুধু শ্যাম্পু করার পরই হেয়ার সেরাম ব্যবহার করতে পারেন। সে ক্ষেত্রে প্রথমে শ্যাম্পু করে চুল মুছে নিতে হবে।
এরপর যাঁরা কন্ডিশনার ব্যবহার করতে চান, তাঁরা চুলের লেন্থে কন্ডিশনার লাগিয়ে নেবেন। এর এক থেকে দুই মিনিট পরে তা ধুয়ে নেবেন। তারপর টাওয়েল দিয়ে চুল ভালো করে মুছে নিতে হবে। এরপর সেই হালকা ভেজা চুলে সেরাম লাগাতে হবে। এ ক্ষেত্রে চুলের শুষ্কতা বা কাঠিন্য বুঝে সেরামের পরিমাণ নির্ধারণ করতে হবে। এরপর চুল ভালোমতো আঁচড়ে নিয়ে বল ডাই বা অন্য উপায়ে ভালো করে শুকিয়ে নিতে হবে।
যাঁদের চুল খুব বেশি শুষ্ক বা নষ্ট, তাঁরা চুল শুকানোর পরেও ১ থেকে ২ ড্রপ সেরাম হাতের তালুতে ম্যাসাজ করে পুরো চুলে দিতে পারেন। যাঁদের বেবি হেয়ার, তাঁরা এ পদ্ধতি অবলম্বন করে বেবি হেয়ারগুলো পলিশ করে বসিয়ে রাখতে পারেন।
সেরামের ধরন
হেয়ার সেরাম নানা রকমের হয়ে থেকে। কিছু সেরাম তেলভিত্তিক। আর কিছু আছে সিলিকনভিত্তিক, যেগুলো আর্টিফিশিয়াল প্রোডাক্ট দিয়ে তৈরি হয়। চুলের ধরন বুঝে এগুলো কিনতে হবে। অয়েল ফ্রি হেয়ার সেরাম যে খুব একটা খারাপ হয়, এমন নয়। অধিকাংশ ব্যবহারকারী অয়েল ফ্রি সেরাম বেশি পছন্দ করেন। কারণ, তেলভিত্তিক সেরাম তৈলাক্ত বলে চুলে আঠালো ভাব হয়। আবার যদি ড্যামেজড হেয়ার থাকে, তাহলে আর্গান অয়েলবেজড বা অন্যান্য তেলভিত্তিক সেরাম ব্যবহার করতে হবে।
আবার কালার হেয়ারের জন্য একধরনের সেরাম পাওয়া যায়। যাঁরা চুলে আয়রন করেন, তাঁরা হিট প্রোটেকশন সেরাম ব্যবহার করতে পারেন। এ ছাড়া যাঁরা চুলে রিবন্ডিং করেন, বোটক্স করেন ও কেরাটিন করেন; তাঁদের জন্যও বিশেষ সেরাম আছে। একেক ধরনের চুলের জন্য একেক রকম সেরাম ব্যবহার করতে হয়। চাইলে বিশেষজ্ঞদের পরামর্শ মেনে হেয়ার সেরাম ব্যবহার করতে পারেন।
পরামশ দিয়েছেন: শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার
ফ্রান্স ও বেলজিয়ামের কয়েকটি শহর অনেক বছর ধরে তাদের বাসিন্দাদের বিনা মূল্যে মুরগি দিচ্ছে। ফ্রান্সের কোলমার শহরের তৎকালীন প্রেসিডেন্ট গিলবার্ট মেয়ার ২০১৪ সালে ‘একটি পরিবার, একটি মুরগি’ স্লোগান দিয়ে নির্বাচনে জয়ী হয়েছিলেন।
১ দিন আগেসকাল সকাল স্মার্টফোনে অ্যালার্ম বাজতেই তড়িঘড়ি করে গোসল করতে দৌড়। এরপর আলমারি খুলে হাতের কাছে যা পাওয়া যায়, তাই পরে ব্যাগটা কাঁধে নিয়েই চম্পট। পাঁচ মিনিট দেরি হলেই বাস পাওয়া যাবে না। মেট্রো তো না-ই। যে মেয়েটার রোজ ক্লাস বা অফিস ধরতে এমনভাবে সকালটা যায়, বিশেষ দিনগুলোয় তার হালটা বোঝেন...
৩ দিন আগেগরম মানেই প্রচণ্ড তাপ আর ঘাম। কিন্তু রোদে বের হলে ত্বক কেমন যেন শুষ্ক হয়ে যাচ্ছে। আঙুলের ডগা, গোড়ালি এমনকি ঠোঁটও ফাটে এখনকার গ্রীষ্মকালে। ভাবা যায়? এর কারণ হলো, গরম পড়লেও বাতাসে আর্দ্রতা কম, ফলে ত্বকে টান টান অনুভব হয়, অতিরিক্ত শুষ্কতাও দেখা দেয়। গরমে ত্বকের আর্দ্রতা বজায় রাখতে বাড়তি যত্ন নেওয়া চাই।
৩ দিন আগেএখন কাঁচা আমের সময়। নববর্ষের প্রথম দিন বানাতে পারেন কাঁচা আমের কয়েক রকমের পদ। রেসিপি ও ছবি দিয়েছেন আফরোজা খানম মুক্তা।
৩ দিন আগে