শারমিন কচি
প্রশ্ন: ইদানীং অনেক সেলিব্রেটিকেই ভি–শেপ ফেস করেছে বলে দেখা যায়। কসমেটিক সার্জারির ক্ষেত্রে এটা কতটা স্বাস্থ্যকর? আমাদের দেশে কি এই সেবা নেওয়ার ব্যবস্থাটা আছে? সার্জারির পর ভি শেপ ফেসের আর কি কোনো রক্ষণাবেক্ষণের ব্যাপার আছে?
নাম প্রকাশে অনিচ্ছুক, সিলেট
উত্তর: ভি শেপ ট্রিটমেন্টকে হাই ইনটেনসিটি ফোকাসড আলট্রাসাউন্ড বলে। সার্জারি না করে থেরাপির (হাই ইনটেনসিটি ফোকাসড আলট্রাসাউন্ড) মাধ্যমে চেহারা সুন্দর করা বর্তমানে একটি কার্যকরী উপায়। এতে করে ঝুলে পড়া ত্বক টানটান হয় ও ত্বকের বলিরেখার উপস্থিতি খুব একটা চোখে পড়ে না।
প্রশ্ন: ভ্রু ওয়্যাক্স করলে কি একটু দেরিতে গজায়? আমার ভ্রু খুবই ঘন। প্লাকের পরিবর্তে ওয়্যাক্স করলে কী উপকার পাব?
মালিহা মমতাজ, ঢাকা
উত্তর: ওয়্যাক্সের মাধ্যমে আইব্রো রিমুভ করা যায়। এতে কোনো অসুবিধা হবে না। তবে এতে ভ্রুর আকার ঠিকঠাক হয় না।
প্রশ্ন: চুল স্বাস্থ্য়োজ্জ্বল রাখতে ঠিক কত দিন পর পর ট্রিম করা উচিত?
মেহের আফরোজ, পটুয়াখালী
চুলের সুস্বাস্থ্যের জন্য প্রতি ৩ মাস পর পর চুল ট্রিম করা উচিত।
পরামর্শ দিয়েছেন: শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী
প্রশ্ন: ইদানীং অনেক সেলিব্রেটিকেই ভি–শেপ ফেস করেছে বলে দেখা যায়। কসমেটিক সার্জারির ক্ষেত্রে এটা কতটা স্বাস্থ্যকর? আমাদের দেশে কি এই সেবা নেওয়ার ব্যবস্থাটা আছে? সার্জারির পর ভি শেপ ফেসের আর কি কোনো রক্ষণাবেক্ষণের ব্যাপার আছে?
নাম প্রকাশে অনিচ্ছুক, সিলেট
উত্তর: ভি শেপ ট্রিটমেন্টকে হাই ইনটেনসিটি ফোকাসড আলট্রাসাউন্ড বলে। সার্জারি না করে থেরাপির (হাই ইনটেনসিটি ফোকাসড আলট্রাসাউন্ড) মাধ্যমে চেহারা সুন্দর করা বর্তমানে একটি কার্যকরী উপায়। এতে করে ঝুলে পড়া ত্বক টানটান হয় ও ত্বকের বলিরেখার উপস্থিতি খুব একটা চোখে পড়ে না।
প্রশ্ন: ভ্রু ওয়্যাক্স করলে কি একটু দেরিতে গজায়? আমার ভ্রু খুবই ঘন। প্লাকের পরিবর্তে ওয়্যাক্স করলে কী উপকার পাব?
মালিহা মমতাজ, ঢাকা
উত্তর: ওয়্যাক্সের মাধ্যমে আইব্রো রিমুভ করা যায়। এতে কোনো অসুবিধা হবে না। তবে এতে ভ্রুর আকার ঠিকঠাক হয় না।
প্রশ্ন: চুল স্বাস্থ্য়োজ্জ্বল রাখতে ঠিক কত দিন পর পর ট্রিম করা উচিত?
মেহের আফরোজ, পটুয়াখালী
চুলের সুস্বাস্থ্যের জন্য প্রতি ৩ মাস পর পর চুল ট্রিম করা উচিত।
পরামর্শ দিয়েছেন: শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী
কত নামে ডাকবেন তাকে। গুগলে সন্ধান করলে চমকে উঠতে হবে। এর নাম দেখাবে হেয়ার আইল্যান্ড। মনে হবে, আটলান্টিক মহাসাগর কিংবা ক্যারিবীয় কোনো নির্জন দ্বীপের নাম দেখছেন। কিন্তু আপনার ভুল ভাঙবে স্থানীয়দের ডাকা নামটি শুনলে। বুঝবেন, আপনি আছেন কলাগাছিয়ার চরে।
২ দিন আগেযতই উন্মুক্ত হচ্ছে, ততই যেন পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিচ্ছে সৌদি আরব। দেশটাই একটা চমকজাগানিয়া। মরুভূমি, প্রাচীন বৃক্ষের বন, প্রাচীন জনপদ ও সংস্কৃতি—সবই আছে সৌদি আরবে। আছে নিওম নামের অত্যাধুনিক প্রযুক্তির বিলাসবহুল মেগাসিটি।
২ দিন আগেচীনে চলছে বসন্ত উৎসব কিংবা চান্দ্র নববর্ষের আনন্দমুখর আয়োজন। সারা দেশে এই উৎসব ঐতিহ্যবাহী প্রথা, বাহারি খাবার, সজ্জা, সাংস্কৃতিক পরিবেশনা এবং নানান রীতি-রেওয়াজের মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে।
২ দিন আগেচীনা নববর্ষের ইতিহাস ৩ হাজার বছরেরও বেশি পুরোনো বলে ধারণা করা হয়। এটি শুরু হয়েছিল চীনের প্রাচীন কৃষি ভিত্তিক সমাজে। দেবতা এবং পূর্বপুরুষদের সম্মান, ভালো ফসলের প্রার্থনা এবং মন্দ আত্মা তাড়ানোর সামাজিক প্রথা থেকে এ উৎসবের সূচনা হয়েছিল। প্রায় ১৫ দিন ধরে চলা এ উৎসবের মূলে থাকে পরিবার।
২ দিন আগে