মাসুদুর রহমান মাসুদ, ঝিকরগাছা (যশোর)
ফুল চাষের জন্য ফুলকানন নামে খ্যাত পানিসারা গ্রাম। এর প্রতিবেশী গ্রামের নাম হাঁড়িয়া। এ দুটি গ্রামের মিলনস্থানে গড়ে ওঠা পর্যটনস্থানটি ফুল মোড় নামে পরিচিত। এটি ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছার গদখালীর কাছে। ফুল মোড়ে চোখ জুড়ানো ফুল দেখতে এসে দর্শনার্থীরা এখন মন জুড়ানো খাবারের স্বাদও নিতে পারছে। এখানকার হান্ডি ঘর নামের একটি খাবারের হোটেলে মাটির হাঁড়িতে রান্না হচ্ছে সুস্বাদু মাংস। এর খুশবু ছাপিয়ে যাচ্ছে ফুলের সৌরভকেও।
মাটির হাঁড়িতে রান্না আমাদের অঞ্চলে নতুন কিছু নয়, বরং অনেক প্রাচীন। তবে অ্যালুমিনিয়াম ও লোহার পাত্রের দাপটে মাটির হাঁড়িতে রান্নার এ ধরন এখন বিলুপ্তই বলা চলে। তাই কৌতূহলী মানুষের কাছে হান্ডি ঘরের মাটির হাঁড়িতে রান্না করা মাংস বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ফুলের রাজ্যের এই খাবার এখন অনেকের কাছে ফুল মোড়ের আরেক ফুল হিসেবে পরিচিত।
পানিসারা-হাঁড়িয়া ফুল মোড় ফুলের সৌরভ নিতে গিয়ে নাকে ঢুকল মাংসের ঘ্রাণ। এক পা দু পা করে এগোতে থাকলাম সুগন্ধের উৎসের দিকে। পানিসারা-হাঁড়িয়া ফুল মোড় থেকে দক্ষিণ দিকে এগোলে একটি দোতলা ভবন দেখা যাবে। সেই ভবনের নিচে ঝুলছে ‘হান্ডি ঘর’ নামের এক রেস্তোরাঁর সাইনবোর্ড। সেখানে উপস্থিত হতে ঘ্রাণ আরও তীব্রভাবে ঢুকল নাকে। ডান দিকে তাকাতেই নজরে পড়ল চুলার ওপর দুটি মাটির হাঁড়ি। সেগুলোর মুখ বেশ শক্তভাবে সরা দিয়ে আটকানো। পাশে দাঁড়ানো ব্যক্তির মুখের দিকে তাকাতেই বলে উঠলেন, ‘এখানে মাটির হাঁড়িতে গোশত রান্না হচ্ছে। সম্পূর্ণ পানি বাদে এই রান্না। ভেতরে যান।’ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বোঝার চেষ্টা করলাম খেয়ে বেরিয়ে আসা মানুষ কী বলেন। কয়েকজনের কথা শুনে মনে হলো, রিভিউ ভালো!
রিভিউ শুনতে শুনতে হান্ডি ঘরের সম্মুখে নজরে এল স্টিলের চকচকে টেবিলের ওপর কয়লার চুলায় ফ্যানের বাতাসে ছোট ছোট মাটির হাঁড়িতে রান্না চলছে। এই রান্নার ঘ্রাণই বাতাসে ভাসছে। আমরা তিনজন ভেতরে প্রবেশ করলাম। হাত-মুখ ধুয়ে টেবিলে বসতে গিয়ে ছাদের দিকে চোখ গেল। সেখানে ছোট ছোট ছাতা ঝুলছে। বসতে না বসতেই ভাতের প্লেট চলে এল। ওয়েটার জানতে চাইলেন আমরা খাসি না গরুর মাংস খাব। মাংস নেওয়ার আগে তিনি আমাদের একটু সবজি দেবেন কি না। চাইতেই লাউয়ের সঙ্গে চিংড়ি মাছ হাজির হয়ে গেল। হালকা ঝোলে নতুন আলুর ফালি দেওয়া এই সবজি বেশ মুখরোচক। এরপর হাঁড়িতে রান্না মাংস এল। মাটির পাত্রে তিন টুকরো মাংসের সঙ্গে দেশি আস্ত রসুন। ঘন ঝোলের ওপর ভেসে থাকা এই মাংস বেশ নরম, হাতেই ছেঁড়া যাচ্ছিল।
খাওয়া শেষ হতেই রেস্তোরাঁর একজন জিজ্ঞাসা করলেন, ‘মাংস ভালো লেগেছে?’ তিনি জানালেন, এখানে ফিরতি কাস্টমারের সংখ্যা প্রচুর। বুঝলাম, লোকজন বেশ পাগল হয়েছে হান্ডি ঘরের এই রান্নায়।
মাটির হাঁড়িতে রান্না করার প্রক্রিয়া বেশ দৃষ্টিনন্দন। হাঁড়িগুলো পানিতে পরিষ্কার করে শুকিয়ে নেওয়া হয়। তারপর তাতে তেল দেওয়া হয়। হাঁড়িতে দেওয়া হয় ২৩ পদের অরগানিক মসলা। তারপর তাতে পানি ছাড়া মাংস দিয়ে মাটির সরা দিয়ে ঢেকে দেওয়া হয়। তারপর আটা বা ময়দার খামি দিয়ে সরা সিলগালা করে প্রায় দেড় ঘণ্টা ধরে এই মাংস রান্না করা হয়। এ সময় কোনো পানি ব্যবহার করা হয় না। রান্না শেষে মাটির পাত্রে এই মাংস পরিবেশন করা হয়। হাঁড়ির মুখ খুলতেই দারুণ এক সুগন্ধ ছড়িয়ে পড়ে ফুল মোড়ে। তখন তার স্বাদ নিতে ভোজনরসিকেরা চনমনে হয়ে ওঠে। মাটির হাঁড়িতে রান্না করা এই মাংসের স্বাদ প্রচলিত পদ্ধতিতে রান্না করা মাংসের চেয়ে খানিক আলাদা।
হান্ডি ঘরের অন্যতম স্বত্বাধিকারী কে এম নান্নু। চাকরির সুবাদে বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় দীর্ঘদিন খেতে হয়েছে তাঁকে। এখানে তৈরি হয় নান্নুর রান্না ও স্বাদের প্রতি দারুণ এক ভালো লাগা। সেই ভালো লাগা জিয়ে রাখতে তিনি এই রেস্তোরাঁ চালু করেছেন। হান্ডি ঘরের অপর স্বত্বাধিকারী মো. আব্দুল কাইয়ুম প্রায় দেড় যুগ প্রবাসে বসবাস করেছেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশে হান্ডি ঘরের সঙ্গে যুক্ত হয়েছেন। এই রেস্তোরাঁয় এখন তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন।
হান্ডি ঘরে মাংস পাওয়া যায় দুপুর ১২টা থেকে বিকেল পর্যন্ত। আর সকালে থাকে নানান পদের নাশতা। এ ছাড়া হান্ডি ঘরে পাওয়া যায় হান্ডি বিফ ও মটন, আফগানি চিকেন, হায়দ্রাবাদি বিরিয়ানি, হায়দ্রাবাদি বিরিয়ানি বিফ ও মটন, মেন্দি বিরিয়ানি, ল্যাটকা খিচুড়ি, বিফ ও চিকেন কাবাব, চিকেন, ললি ফ্লাইড চিকেন, বিভিন্ন ধরনের কফি এবং সকালের বিভিন্ন নাশতা।
ফুল চাষের জন্য ফুলকানন নামে খ্যাত পানিসারা গ্রাম। এর প্রতিবেশী গ্রামের নাম হাঁড়িয়া। এ দুটি গ্রামের মিলনস্থানে গড়ে ওঠা পর্যটনস্থানটি ফুল মোড় নামে পরিচিত। এটি ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছার গদখালীর কাছে। ফুল মোড়ে চোখ জুড়ানো ফুল দেখতে এসে দর্শনার্থীরা এখন মন জুড়ানো খাবারের স্বাদও নিতে পারছে। এখানকার হান্ডি ঘর নামের একটি খাবারের হোটেলে মাটির হাঁড়িতে রান্না হচ্ছে সুস্বাদু মাংস। এর খুশবু ছাপিয়ে যাচ্ছে ফুলের সৌরভকেও।
মাটির হাঁড়িতে রান্না আমাদের অঞ্চলে নতুন কিছু নয়, বরং অনেক প্রাচীন। তবে অ্যালুমিনিয়াম ও লোহার পাত্রের দাপটে মাটির হাঁড়িতে রান্নার এ ধরন এখন বিলুপ্তই বলা চলে। তাই কৌতূহলী মানুষের কাছে হান্ডি ঘরের মাটির হাঁড়িতে রান্না করা মাংস বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ফুলের রাজ্যের এই খাবার এখন অনেকের কাছে ফুল মোড়ের আরেক ফুল হিসেবে পরিচিত।
পানিসারা-হাঁড়িয়া ফুল মোড় ফুলের সৌরভ নিতে গিয়ে নাকে ঢুকল মাংসের ঘ্রাণ। এক পা দু পা করে এগোতে থাকলাম সুগন্ধের উৎসের দিকে। পানিসারা-হাঁড়িয়া ফুল মোড় থেকে দক্ষিণ দিকে এগোলে একটি দোতলা ভবন দেখা যাবে। সেই ভবনের নিচে ঝুলছে ‘হান্ডি ঘর’ নামের এক রেস্তোরাঁর সাইনবোর্ড। সেখানে উপস্থিত হতে ঘ্রাণ আরও তীব্রভাবে ঢুকল নাকে। ডান দিকে তাকাতেই নজরে পড়ল চুলার ওপর দুটি মাটির হাঁড়ি। সেগুলোর মুখ বেশ শক্তভাবে সরা দিয়ে আটকানো। পাশে দাঁড়ানো ব্যক্তির মুখের দিকে তাকাতেই বলে উঠলেন, ‘এখানে মাটির হাঁড়িতে গোশত রান্না হচ্ছে। সম্পূর্ণ পানি বাদে এই রান্না। ভেতরে যান।’ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বোঝার চেষ্টা করলাম খেয়ে বেরিয়ে আসা মানুষ কী বলেন। কয়েকজনের কথা শুনে মনে হলো, রিভিউ ভালো!
রিভিউ শুনতে শুনতে হান্ডি ঘরের সম্মুখে নজরে এল স্টিলের চকচকে টেবিলের ওপর কয়লার চুলায় ফ্যানের বাতাসে ছোট ছোট মাটির হাঁড়িতে রান্না চলছে। এই রান্নার ঘ্রাণই বাতাসে ভাসছে। আমরা তিনজন ভেতরে প্রবেশ করলাম। হাত-মুখ ধুয়ে টেবিলে বসতে গিয়ে ছাদের দিকে চোখ গেল। সেখানে ছোট ছোট ছাতা ঝুলছে। বসতে না বসতেই ভাতের প্লেট চলে এল। ওয়েটার জানতে চাইলেন আমরা খাসি না গরুর মাংস খাব। মাংস নেওয়ার আগে তিনি আমাদের একটু সবজি দেবেন কি না। চাইতেই লাউয়ের সঙ্গে চিংড়ি মাছ হাজির হয়ে গেল। হালকা ঝোলে নতুন আলুর ফালি দেওয়া এই সবজি বেশ মুখরোচক। এরপর হাঁড়িতে রান্না মাংস এল। মাটির পাত্রে তিন টুকরো মাংসের সঙ্গে দেশি আস্ত রসুন। ঘন ঝোলের ওপর ভেসে থাকা এই মাংস বেশ নরম, হাতেই ছেঁড়া যাচ্ছিল।
খাওয়া শেষ হতেই রেস্তোরাঁর একজন জিজ্ঞাসা করলেন, ‘মাংস ভালো লেগেছে?’ তিনি জানালেন, এখানে ফিরতি কাস্টমারের সংখ্যা প্রচুর। বুঝলাম, লোকজন বেশ পাগল হয়েছে হান্ডি ঘরের এই রান্নায়।
মাটির হাঁড়িতে রান্না করার প্রক্রিয়া বেশ দৃষ্টিনন্দন। হাঁড়িগুলো পানিতে পরিষ্কার করে শুকিয়ে নেওয়া হয়। তারপর তাতে তেল দেওয়া হয়। হাঁড়িতে দেওয়া হয় ২৩ পদের অরগানিক মসলা। তারপর তাতে পানি ছাড়া মাংস দিয়ে মাটির সরা দিয়ে ঢেকে দেওয়া হয়। তারপর আটা বা ময়দার খামি দিয়ে সরা সিলগালা করে প্রায় দেড় ঘণ্টা ধরে এই মাংস রান্না করা হয়। এ সময় কোনো পানি ব্যবহার করা হয় না। রান্না শেষে মাটির পাত্রে এই মাংস পরিবেশন করা হয়। হাঁড়ির মুখ খুলতেই দারুণ এক সুগন্ধ ছড়িয়ে পড়ে ফুল মোড়ে। তখন তার স্বাদ নিতে ভোজনরসিকেরা চনমনে হয়ে ওঠে। মাটির হাঁড়িতে রান্না করা এই মাংসের স্বাদ প্রচলিত পদ্ধতিতে রান্না করা মাংসের চেয়ে খানিক আলাদা।
হান্ডি ঘরের অন্যতম স্বত্বাধিকারী কে এম নান্নু। চাকরির সুবাদে বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় দীর্ঘদিন খেতে হয়েছে তাঁকে। এখানে তৈরি হয় নান্নুর রান্না ও স্বাদের প্রতি দারুণ এক ভালো লাগা। সেই ভালো লাগা জিয়ে রাখতে তিনি এই রেস্তোরাঁ চালু করেছেন। হান্ডি ঘরের অপর স্বত্বাধিকারী মো. আব্দুল কাইয়ুম প্রায় দেড় যুগ প্রবাসে বসবাস করেছেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশে হান্ডি ঘরের সঙ্গে যুক্ত হয়েছেন। এই রেস্তোরাঁয় এখন তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন।
হান্ডি ঘরে মাংস পাওয়া যায় দুপুর ১২টা থেকে বিকেল পর্যন্ত। আর সকালে থাকে নানান পদের নাশতা। এ ছাড়া হান্ডি ঘরে পাওয়া যায় হান্ডি বিফ ও মটন, আফগানি চিকেন, হায়দ্রাবাদি বিরিয়ানি, হায়দ্রাবাদি বিরিয়ানি বিফ ও মটন, মেন্দি বিরিয়ানি, ল্যাটকা খিচুড়ি, বিফ ও চিকেন কাবাব, চিকেন, ললি ফ্লাইড চিকেন, বিভিন্ন ধরনের কফি এবং সকালের বিভিন্ন নাশতা।
ঘড়ি কেবল সময় দেখার যন্ত্র নয়। বহু আগেই ফ্যাশনের অনুষঙ্গ হয়ে উঠেছে। তবে সাম্প্রতিক সময়ে ঘড়ির ভিন্ন রূপে ফিরে আসা নিয়ে ‘ওয়াচেস অ্যান্ড ওয়ান্ডার্স’ নামের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে জেনেভায়। যেখানে নামীদামি সব ব্র্যান্ড নিজেদের ঘড়ির পসরা সাজিয়ে বসেছে।
১৩ ঘণ্টা আগেতরমুজ গ্রীষ্মকালের অন্যতম জনপ্রিয় ফল। তাজা, রসাল এবং মিষ্টি না হলে এই ফলে সত্যিকার স্বাদ পাওয়া যায় না। তরমুজ কেবল সুস্বাদুই নয়, স্বাস্থ্যের জন্যও ভালো। গরমকালে তরমুজ হাইড্রেটেড থাকতে সাহায্য করে, কারণ এর বেশির ভাগই পানি। এতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে।
১৯ ঘণ্টা আগেরাশা থাডানির দিকে তাকালে তরুণী রাভিনার কথা মনে পড়বে অনেকের। রাশা থাডানির জেল্লাদার ত্বক দারুণ ঈর্ষণীয়। হ্যাঁ, স্বীকার করতে হবে এমন ত্বক পেতে বেশ পরিশ্রম করতে হয় তাঁকে। সুন্দর ও তরতাজা থাকার জন্য এই গ্রীষ্মে না হয় রাশার রূপ রুটিনই অনুসরণ করলেন।
২ দিন আগেহেঁশেলের জানালা দিয়ে বৃষ্টি দেখছেন বুঝি? উফ, ঠান্ডা ঠান্ডা কী সুন্দর বৃষ্টিভেজা বাতাস বইছে। চট করে দুপুর বা রাতের খাবারের মেনুটা বদলে ফেলবেন নাকি? খিচুড়ির সঙ্গে একটা ভিন্ন পদের মুরগির মাংস হলে জমে যায় কিন্তু! আপনাদের জন্য চিকেন স্টিমার কারির রেসিপি ও ছবি পাঠিয়েছেন ফুড কলামিস্ট ছন্দা ব্যানার্জি...
২ দিন আগে