জীবনধারা ডেস্ক
গত ২৩ মে কৃতি স্যাননের বলিউড পাড়ায় পদার্পণের ১০ বছর হলো। ২০১৪ সালের ২৩ মে ‘হিরোপান্তি’ চলচ্চিত্রের মাধ্য়মে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। তবে ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী থেকে পদকপ্রাপ্ত বলিউড তারকা হয়ে ওঠা তাঁর জন্য সহজ ছিল না। এক ভিডিও বার্তায় এমনটাই বলেছেন তিনি। সম্প্রতি ‘ক্রু’ সিনেমার মাধ্যমেও বেশ আলোচনায় এসেছেন এ তারকা। দর্শক মহলে প্রশংসিত হয়েছে শহিদ কাপুরের সঙ্গে অভিনীত ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’ সিনেমার গানগুলো। নিজের ইনস্টা হ্যান্ডেলে বরাবরই আপডেট থাকতে পছন্দ করেন এ তারকা। অভিনয় ক্যারিয়ারের ১০ বছর পূর্তিতে জেনে নিন তাঁর জীবনযাপনের টুকিটাকি।
কৃতির ভাষ্য, জীবন নিয়ন্ত্রণ করতে হবে নিজেকেই। খাওয়াদাওয়া, ব্যায়াম, কাজ কোনো কিছুই প্রয়োজনের অতিরিক্ত করার দরকার নেই। আর এর লাগাম ধরতে হবে নিজেকে।
ছিপছিপে গড়ন দেখে বোঝার উপায় নেই যে কৃতি স্যানন খেতে বড্ড ভালোবাসেন। তবে নিয়মিত কুসুম গরম পানি পান আর ব্যায়াম তাঁর ওজন বাড়তে দেয় না। জিম শেষে প্রোটিন শেক ও প্রোটিন বার তাঁকে শক্তি ধরে রাখতে সহায়তা করে।
কৃতি স্যাননের সৌন্দর্যের অন্যতম রহস্য হচ্ছে সবুজ রঙের জুস। এই জুস তৈরি করা হয় পালংশাক, শসা, আমলকী, লেবুর রস ও আপেল দিয়ে। শরীর ও ত্বক ডিটক্স রাখতে নিয়মিত এই জুস পান করেন তিনি।
ফিটনেস ধরে রাখতে দুপুরের খাবার যেন রাতের খাবারের চেয়ে ভারী হয় সেদিকে নজর রাখেন তিনি। দুপুরে পুরোদস্তুর ভারতীয় খাবার খেতে ভালোবাসেন কৃতি। ডাল, সবজি, ভাত ও রুটিতেই প্লেট সাজান তিনি।
শুটিংয়ের মাঝখানে ক্ষুধা পেলে স্ন্যাক্স হিসেবে একটু ডার্ক চকলেট আর বাদাম মুখে পুড়ে নেন। এতে শরীর হারানো শক্তিও ফিরে পায় আবার মনটাও চনমনে হয়ে ওঠে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য
গত ২৩ মে কৃতি স্যাননের বলিউড পাড়ায় পদার্পণের ১০ বছর হলো। ২০১৪ সালের ২৩ মে ‘হিরোপান্তি’ চলচ্চিত্রের মাধ্য়মে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। তবে ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী থেকে পদকপ্রাপ্ত বলিউড তারকা হয়ে ওঠা তাঁর জন্য সহজ ছিল না। এক ভিডিও বার্তায় এমনটাই বলেছেন তিনি। সম্প্রতি ‘ক্রু’ সিনেমার মাধ্যমেও বেশ আলোচনায় এসেছেন এ তারকা। দর্শক মহলে প্রশংসিত হয়েছে শহিদ কাপুরের সঙ্গে অভিনীত ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’ সিনেমার গানগুলো। নিজের ইনস্টা হ্যান্ডেলে বরাবরই আপডেট থাকতে পছন্দ করেন এ তারকা। অভিনয় ক্যারিয়ারের ১০ বছর পূর্তিতে জেনে নিন তাঁর জীবনযাপনের টুকিটাকি।
কৃতির ভাষ্য, জীবন নিয়ন্ত্রণ করতে হবে নিজেকেই। খাওয়াদাওয়া, ব্যায়াম, কাজ কোনো কিছুই প্রয়োজনের অতিরিক্ত করার দরকার নেই। আর এর লাগাম ধরতে হবে নিজেকে।
ছিপছিপে গড়ন দেখে বোঝার উপায় নেই যে কৃতি স্যানন খেতে বড্ড ভালোবাসেন। তবে নিয়মিত কুসুম গরম পানি পান আর ব্যায়াম তাঁর ওজন বাড়তে দেয় না। জিম শেষে প্রোটিন শেক ও প্রোটিন বার তাঁকে শক্তি ধরে রাখতে সহায়তা করে।
কৃতি স্যাননের সৌন্দর্যের অন্যতম রহস্য হচ্ছে সবুজ রঙের জুস। এই জুস তৈরি করা হয় পালংশাক, শসা, আমলকী, লেবুর রস ও আপেল দিয়ে। শরীর ও ত্বক ডিটক্স রাখতে নিয়মিত এই জুস পান করেন তিনি।
ফিটনেস ধরে রাখতে দুপুরের খাবার যেন রাতের খাবারের চেয়ে ভারী হয় সেদিকে নজর রাখেন তিনি। দুপুরে পুরোদস্তুর ভারতীয় খাবার খেতে ভালোবাসেন কৃতি। ডাল, সবজি, ভাত ও রুটিতেই প্লেট সাজান তিনি।
শুটিংয়ের মাঝখানে ক্ষুধা পেলে স্ন্যাক্স হিসেবে একটু ডার্ক চকলেট আর বাদাম মুখে পুড়ে নেন। এতে শরীর হারানো শক্তিও ফিরে পায় আবার মনটাও চনমনে হয়ে ওঠে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য
সৌদি আরবের রাজধানী রিয়াদ প্রতিনিয়ত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সেই পরিবর্তনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ নিদর্শন হচ্ছে কিং আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট (কেএএফডি)—একটি উচ্চাভিলাষী মেগা প্রকল্প, যা ব্যবসা, প্রযুক্তি, পরিবেশবান্ধব নগরায়ণ ও আধুনিক জীবনযাত্রার এক অনন্য মিশ্রণ।
১৩ ঘণ্টা আগেঘড়ি কেবল সময় দেখার যন্ত্র নয়। বহু আগেই ফ্যাশনের অনুষঙ্গ হয়ে উঠেছে। তবে সাম্প্রতিক সময়ে ঘড়ির ভিন্ন রূপে ফিরে আসা নিয়ে ‘ওয়াচেস অ্যান্ড ওয়ান্ডার্স’ নামের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে জেনেভায়। যেখানে নামীদামি সব ব্র্যান্ড নিজেদের ঘড়ির পসরা সাজিয়ে বসেছে।
২ দিন আগেতরমুজ গ্রীষ্মকালের অন্যতম জনপ্রিয় ফল। তাজা, রসাল এবং মিষ্টি না হলে এই ফলে সত্যিকার স্বাদ পাওয়া যায় না। তরমুজ কেবল সুস্বাদুই নয়, স্বাস্থ্যের জন্যও ভালো। গরমকালে তরমুজ হাইড্রেটেড থাকতে সাহায্য করে, কারণ এর বেশির ভাগই পানি। এতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে।
২ দিন আগেরাশা থাডানির দিকে তাকালে তরুণী রাভিনার কথা মনে পড়বে অনেকের। রাশা থাডানির জেল্লাদার ত্বক দারুণ ঈর্ষণীয়। হ্যাঁ, স্বীকার করতে হবে এমন ত্বক পেতে বেশ পরিশ্রম করতে হয় তাঁকে। সুন্দর ও তরতাজা থাকার জন্য এই গ্রীষ্মে না হয় রাশার রূপ রুটিনই অনুসরণ করলেন।
৩ দিন আগে