Ajker Patrika

জলপাইয়ের আচার

আনিসা আক্তার নূপুর
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ২৩: ০০
ছবি: আনিসা আক্তার নূপুর
ছবি: আনিসা আক্তার নূপুর

রেসিপি–১: জলপাইয়ের সরিষা মাখা আচার

উপকরণ :

  • জলপাই— ৫০০ গ্রাম
  • সরিষা বাটা— ২ টেবিল চামচ
  • হলুদ গুঁড়া —১\২ চা চামচ
  • রসুন বাটা —২ চা চামচ
  • পাঁচফোড়ন গুড়া—২ চা চামচ(টেলে গুড়া করা)
  • সরিষার তেল—১/২ কাপ
  • লবণ—১ চা চামচ(স্বাদমতো)
  • সিরকা—২ চা চামচ
  • শুকনা মরিচ—২ চা চামচ(টেলে গুড়া করা)

ছবি: আনিসা আক্তার নূপুর
ছবি: আনিসা আক্তার নূপুর

প্রণালী : প্রথমে জলপাই ধুয়ে ভালো করে মুছে নিতে হবে পানি যেন না থাকে ৷ তারপরে কেটে নিতে হবে , কাটার পরে সব বাটা গুড়া মসলা মাখাতে হবে খুব ভালো করে ৷ তার উপরে তেল দিয়ে কাঁচের পাত্রে করে রোদে দিতে হবে সাত দিন ৷ তারপর জারে রেখে সংরক্ষণ করতে পারবে ছয় মাসেরমত ৷

ছবি: আনিসা আক্তার নূপুর
ছবি: আনিসা আক্তার নূপুর

রেসিপি–২: জলপাই রসুনের আচার

উপকরণ :

  • জলপাই—১ কেজি
  • আস্ত রসুন—২০০ গ্রাম
  • সরিষার তেল—২ কাপ
  • আদা,রসুন বাটা—২ চা চামচ
  • হলুদ গুড়া—১ চা চামচ
  • সরিষা বাটা—১ টেবিল চামচ
  • আস্ত পাঁচফোড়ন—১ চা চামচ
  • পাঁচফোড়ন গুড়া—২ চা চামচ
  • শুকনা মরিচ—২ চা চামচ(টেলে গুড়া করা)
  • লবণ—২ চা চামচ (স্বাদমতো )
  • তেজপাতা—২টি
  • দারুচিনি , এলাচ—৩ থেকে ৪ টি
  • সিরকা— ২ টেবিল চামচ

ছবি: আনিসা আক্তার নূপুর
ছবি: আনিসা আক্তার নূপুর

প্রণালী : প্রথমে জলপাই ধুয়ে সুতি কাপড় দিয়ে মুছে নিতে হবে ৷ কড়াইতে তেল গরম করে আস্ত পাঁচফোড়ন দিয়ে সাথে আস্ত গরম মসলা দিয়ে আদা, রসুন ও সরিষা বাটা দিয়ে নেড়ে চেড়ে হলুদ গুঁড়া দিয়ে জলপাই গুলো দিয়ে লবণ দিয়ে নিতে হবে ৷ তারপরে আস্ত রসুন দিয়ে অনবরত নাড়তে হবে ৷ ১০ মিনিট রান্না হওয়ার পরে পাঁচফোড়ন গুড়া ও শুকনা মরিচ গুঁড়া দিয়ে সিরকা দিয়ে দিতে হবে ৷ চুলার আঁচ লোতে রেখে দশ মিনিট রান্না করতে হবে ৷ তারপরে জলপাই রসুন সিদ্ধ হলে নামিয়ে ঠান্ডা করে কাচের জারে রেখে সংরক্ষণ করা যাবে এক বছর পর্যন্ত ৷

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত