Ajker Patrika

তুলির আঁচড়ে জীবন্ত লাইলি–মজনুর প্রেমকাহিনি, দেখুন ২০টি বিরল চিত্র

জিন্নাত আরা ঋতু, ঢাকা
আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ১৭: ৫১
তুলির আঁচড়ে জীবন্ত লাইলি–মজনুর প্রেমকাহিনি, দেখুন ২০টি বিরল চিত্র

সপ্তম শতকের আরব বেদুইন কবি কায়েস ইবনে আল-মুলাওয়াহ ও তাঁর প্রেমিকা লাইলি বিনতে মাহদির প্রেমকাহিনি ‘লাইলি ও মজনু’। এটি বিশ্বের অন্যতম করুণ ও বিখ্যাত প্রেমগাথা হিসেবে পরিচিত। গল্পটি আরব উপদ্বীপে উদ্ভূত হয়ে বিভিন্ন যুগে নানা সংস্কৃতিতে ছড়িয়ে পড়েছে।

একবিংশ শতাব্দীতেও তাঁদের প্রেমের কাহিনি ব্যাপক জনপ্রিয় ও প্রায়ই প্রেমে পাগল যুগলদের ‘লাইলি-মজনু’ বলে অভিহিত করা হয়। এটি এমন এক গল্প, যা কেবল প্রেমেরই নয়, বিচ্ছেদ, দুঃখ ও আত্মত্যাগেরও প্রতীক হয়ে উঠেছে।

শুনতে শুনতে কখনো কি আপনিও কল্পনার জগতে হারিয়ে গেছেন, ভাবছেন—কেমন ছিল সেই যুগ? কেমন ছিলেন লাইলি ও মজনু? তাঁদের জীবনযাপন কেমন ছিল? ইশ যদি রংতুলির আঁচড়ে সেই সময়টিকে জীবন্তভাবে দেখতে পারতাম! আজ আপনাদের সামনে তুলে ধরা হলো লাইলি ও মজনুর করুণ প্রেমগাথার বিভিন্ন সময়ের অঙ্কিত চিত্র, যা এই অমর প্রেমকাহিনিকে আরও গভীরভাবে অনুভব করতে সাহায্য করবে।

নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে রক্ষিত পাণ্ডুলিপি। ছবি: আল বাইত ফান
নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে রক্ষিত পাণ্ডুলিপি। ছবি: আল বাইত ফান

কায়েস, যিনি মজনু নামেও পরিচিত, লাইলির প্রতি গভীর প্রেমে মগ্ন হয়ে পড়েন। অপ্রাপ্ত প্রেম তাঁকে মানসিকভাবে ভারসাম্যহীন করে ফেলে। তিনি ‘মজনু’ বা ‘উন্মাদ’ নামে পরিচিতি পান।

লাইলি ও মজনু, ইরান, ১৬ শতাব্দী, স্কটল্যান্ডের জাতীয় জাদুঘর, এডিনবার্গ। ছবি: আল বাইত ফান
লাইলি ও মজনু, ইরান, ১৬ শতাব্দী, স্কটল্যান্ডের জাতীয় জাদুঘর, এডিনবার্গ। ছবি: আল বাইত ফান

এই ফোলিও চিত্রটি তখনকার, যখন তাঁদের প্রথম দেখা হয় বিদ্যালয়ে (মাদ্রাসা)। যেখানে প্রথম দর্শনেই একে অন্যের প্রেমে পড়ে যান। যদিও গল্পের স্থান আরব, এই চিত্রকলার স্থাপত্যিক পটভূমি মূলত ফারসি।

‘বিদ্যালয়ে লাইলি ও মজনু’, গাঞ্জার নিজামির খামসা (কুইন্টেট) থেকে প্রাপ্ত ফোলিও, মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে রক্ষিত ১৪৩১-৩২ খ্রিষ্টাব্দের পাণ্ডুলিপি। ছবি: আল বাইত ফান
‘বিদ্যালয়ে লাইলি ও মজনু’, গাঞ্জার নিজামির খামসা (কুইন্টেট) থেকে প্রাপ্ত ফোলিও, মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে রক্ষিত ১৪৩১-৩২ খ্রিষ্টাব্দের পাণ্ডুলিপি। ছবি: আল বাইত ফান

লাইলি ছিলেন এক সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী ও গুণবতী নারী। কায়েসের প্রতি তাঁর প্রেম থাকলেও সামাজিক ও গোত্রীয় রীতিনীতির কারণে তাঁদের বিয়ে সম্ভব হয়নি। পাণ্ডুলিপি অনুযায়ী, ১৬ শতকের শেষার্ধে লাইলি ও মজনুকে নিয়ে লেখেন ইরানের খোরাসান অঞ্চলের লেখক ও পণ্ডিত মীর বাখরজি।

ষোড়শ শতাব্দীর দ্বিতীয়ার্ধে রচিত মীর বাখারজি রচিত লাইলি ও মজনুর পাণ্ডুলিপি। ভিক্টোরিয়া ও অ্যালবার্ট জাদুঘর। ছবি: আল বাইত ফান
ষোড়শ শতাব্দীর দ্বিতীয়ার্ধে রচিত মীর বাখারজি রচিত লাইলি ও মজনুর পাণ্ডুলিপি। ভিক্টোরিয়া ও অ্যালবার্ট জাদুঘর। ছবি: আল বাইত ফান

লাইলির বাবা তাঁকে অন্য এক ধনী পুরুষের সঙ্গে বিয়ে দেন, এতে মজনুর হৃদয় ভেঙে যায়।

লাইলির বাবা তাঁকে ইবনে সালামের সঙ্গে বিয়ে দেন (ব্রিটিশ লাইব্রেরি, ইসলামিক ৩৮৪, পৃষ্ঠা ২৩)। ছবি: আল বাইত ফান
লাইলির বাবা তাঁকে ইবনে সালামের সঙ্গে বিয়ে দেন (ব্রিটিশ লাইব্রেরি, ইসলামিক ৩৮৪, পৃষ্ঠা ২৩)। ছবি: আল বাইত ফান

বিচ্ছেদের পর মজনু মরুভূমিতে চলে যান, যেখানে তিনি পাগলের মতো জীবন যাপন করতে থাকেন। তিনি লাইলির প্রতি গভীর প্রেম নিয়ে আবেগময় কবিতা লিখতেন, যা পরে বিখ্যাত হয়ে ওঠে।

মরুভূমিতে মজনু। সুলতান ইব্রাহিম মির্জা আগা খান জাদুঘরে সংগৃহীত রচনার (দিবান) একটি পাণ্ডুলিপি থেকে ফোলিও। ছবি: আল বাইত ফান
মরুভূমিতে মজনু। সুলতান ইব্রাহিম মির্জা আগা খান জাদুঘরে সংগৃহীত রচনার (দিবান) একটি পাণ্ডুলিপি থেকে ফোলিও। ছবি: আল বাইত ফান

লাইলি যদিও বিবাহিত ছিলেন, তবুও মজনুর প্রতি তাঁর প্রেম অটুট ছিল এবং এই অপূর্ণ প্রেমের যন্ত্রণায় তিনি কষ্ট পেতেন।

ষোড়শ শতাব্দীর দ্বিতীয়ার্ধে রচিত মীর বাখরজি রচিত লাইলি ও মজনুর পাণ্ডুলিপি। ভিক্টোরিয়া ও আলবার্ট মিউজিয়াম। ছবি: আল বাইত ফান
ষোড়শ শতাব্দীর দ্বিতীয়ার্ধে রচিত মীর বাখরজি রচিত লাইলি ও মজনুর পাণ্ডুলিপি। ভিক্টোরিয়া ও আলবার্ট মিউজিয়াম। ছবি: আল বাইত ফান

‘মজনু’ নামটির আরবি অর্থ হলো ‘অভিভূত’ বা ‘উন্মাদ’, যা কায়েসের মানসিক অবস্থাকে প্রতিফলিত করে—লাইলির প্রতি তাঁর অপ্রতিরোধ্য ভালোবাসা ও আত্মবিস্মৃত আচরণের প্রকাশ হিসেবেই এই নাম পরিচিতি পায়।

নিজামির লেখা লাইলি ও মজনুর ফোলিও (মৃত্যু: ১২০৯) ; শায়খ সেলিম মরুভূমিতে মজনুর সঙ্গে দেখা করেন। ছবি: আল বাইত ফান
নিজামির লেখা লাইলি ও মজনুর ফোলিও (মৃত্যু: ১২০৯) ; শায়খ সেলিম মরুভূমিতে মজনুর সঙ্গে দেখা করেন। ছবি: আল বাইত ফান

লাইলি ও মজনুর গল্পকে প্রায়ই ভালোবাসার শক্তি ও সমাজের বিধিনিষেধের কারণে সেই ভালোবাসা প্রকাশে যে পরিণতি আসে, এর প্রতীক হিসেবে দেখা হয়।

লাইলি ও মজনু মাদ্রাসায়। নিজামির খামসার (কুইন্টেট) একটি পাণ্ডুলিপির পৃষ্ঠা, ইরান, শিরাজ, ১৫১৭ খ্রিষ্টাব্দ/ ৯২৪ হিজরি। লস অ্যাঞ্জেলেস কাউন্টি মিউজিয়াম অব আর্টে সংরক্ষিত। ছবি: আল বাইত ফান
লাইলি ও মজনু মাদ্রাসায়। নিজামির খামসার (কুইন্টেট) একটি পাণ্ডুলিপির পৃষ্ঠা, ইরান, শিরাজ, ১৫১৭ খ্রিষ্টাব্দ/ ৯২৪ হিজরি। লস অ্যাঞ্জেলেস কাউন্টি মিউজিয়াম অব আর্টে সংরক্ষিত। ছবি: আল বাইত ফান

গল্পটির বিভিন্ন সংস্করণ হয়েছে। এর মধ্যে পারসি কবি নিজামি গনজাভি ও ভারতীয় কবি আমির খসরু রচিত রূপগুলো অন্তর্ভুক্ত। এই সংস্করণগুলোতে মূল গল্পে রচয়িতাদের নিজস্ব উপাদান যোগ হয়েছে। এতে গল্পটি আরও জনপ্রিয় হয়েছে।

লাইলি ও মজনু যখন শিশু। স্কুলে ছিল। ব্রিটিশ লাইব্রেরি আইও ইসলামিক ৩৮৪, পৃষ্ঠা ৭। ছবি: আল বাইত ফান
লাইলি ও মজনু যখন শিশু। স্কুলে ছিল। ব্রিটিশ লাইব্রেরি আইও ইসলামিক ৩৮৪, পৃষ্ঠা ৭। ছবি: আল বাইত ফান

পরে লাইলি–মজনু থিমটি আরবি থেকে ফারসি, তুর্কি ও ভারতীয় ভাষায় রূপান্তরিত হয়। পারস্যের কবি নিজামি গনজাভি রচিত বর্ণনামূলক কবিতা খামসা এর তৃতীয় অংশ।

লাইলি ও মজনুর চিত্রায়িত পাণ্ডুলিপি, হামদির রচনা, অটোমান যুগ, হার্ভার্ড আর্ট মিউজিয়ামে সংরক্ষিত। ছবি: আল বাইত ফান
লাইলি ও মজনুর চিত্রায়িত পাণ্ডুলিপি, হামদির রচনা, অটোমান যুগ, হার্ভার্ড আর্ট মিউজিয়ামে সংরক্ষিত। ছবি: আল বাইত ফান

এটি মজনু ও লাইলির প্রেমকাহিনিকে প্রশংসা করে রচিত একটি বিখ্যাত কবিতা। এই রোমান্টিক কবিতা রচনা করেছিলেন আমির খসরু। এই পাণ্ডুলিপির ক্যালিগ্রাফার ছিলেন সুলতান আলি মাশহাদি, যিনি সম্ভবত ১৫০৬ সালে হেরাতে এটি লিপিবদ্ধ করেন (ব্রিটিশ লাইব্রেরি আইও ইসলামিক ৩৮৩)। ছবি: আল বাইত ফান

এই প্রেমগাথাকে কেন্দ্র করে তিনি বহু মনোগ্রাহী চিত্রসহ পাণ্ডুলিপি তৈরি করেছিলেন। ছবি: আল বাইত ফান
এই প্রেমগাথাকে কেন্দ্র করে তিনি বহু মনোগ্রাহী চিত্রসহ পাণ্ডুলিপি তৈরি করেছিলেন। ছবি: আল বাইত ফান

লাইলি ও মজনুর গল্প পারস্য, মুঘল ও অটোমান (ওসামনীয়) সাম্রাজ্যের শ্রেষ্ঠ চিত্রশিল্পীদের অনুপ্রাণিত করেছিল।

লাইলি ও মজনু, তুরস্ক জন রাইল্যান্ডস লাইব্রেরি। ছবি: আল বাইত ফান
লাইলি ও মজনু, তুরস্ক জন রাইল্যান্ডস লাইব্রেরি। ছবি: আল বাইত ফান

লাইলি ও মজনুর চিত্রায়ণে পারস্যের ক্ষুদ্র চিত্রকলা (পার্সিয়ান মিনিয়েচার পেইন্টিং) বিশেষভাবে বিখ্যাত। এই ক্ষুদ্রাকৃতির শিল্পকর্মগুলো অত্যন্ত সূক্ষ্মভাবে আঁকা হয় এবং প্রায়ই গল্পের দৃশ্যাবলি চিত্রিত করা হয়েছে, যেখানে চরিত্রগুলোর আবেগ ও তাদের চারপাশের প্রাকৃতিক পরিবেশ নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে।

লাইলি ও মজনু মাদ্রাসায়। আনুমানিক ১৫৭০ সাল, রোড আইল্যান্ড স্কুল অব ডিজাইন মিউজিয়াম। ছবি: আল বাইত ফান
লাইলি ও মজনু মাদ্রাসায়। আনুমানিক ১৫৭০ সাল, রোড আইল্যান্ড স্কুল অব ডিজাইন মিউজিয়াম। ছবি: আল বাইত ফান

লাইলি ও মজনুর চিত্রায়িত পাণ্ডুলিপিগুলোর চিত্রকর্মে প্রায়ই তাঁদের প্রেমকাহিনির আবেগঘন মুহূর্তগুলো তুলে ধরা হয়। এসব চিত্রে উজ্জ্বল রং, বিস্তারিত বিবরণ ও মুখাবয়বের অভিব্যক্তির মাধ্যমে তাঁদের অনুভূতির গভীরতা প্রকাশ করা হয়।

লাইলি ও মজনু, আশমোলিয়ান জাদুঘর। ছবি: আল বাইত ফান
লাইলি ও মজনু, আশমোলিয়ান জাদুঘর। ছবি: আল বাইত ফান

লাইলি ও মজনুর গল্প সাহিত্যের অন্যান্য শাখাতেও জায়গা করে নিয়েছে, যার মধ্যে সুফি মরমী গ্রন্থও রয়েছে। এই প্রেমকাহিনিকে প্রায়ই রূপক অর্থে ব্যাখ্যা করা হয়, যেখানে লাইলির প্রতি মজনুর আকুলতা, সৃষ্টিকর্তার সঙ্গে আত্মিক মিলনের আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে বিবেচিত হয়।

মজনু লাইলির সমাধির ওপর নিজেকে সঁপে দেন। ব্রিটিশ লাইব্রেরি, ইসলামিক ৩৮৪, পৃষ্ঠা ৪৮। ছবি: আল বাইত ফান
মজনু লাইলির সমাধির ওপর নিজেকে সঁপে দেন। ব্রিটিশ লাইব্রেরি, ইসলামিক ৩৮৪, পৃষ্ঠা ৪৮। ছবি: আল বাইত ফান

লাইলি ও মজনুর চিত্রায়িত পাণ্ডুলিপিগুলোতে প্রায়ই তাঁদের প্রথম সাক্ষাৎ, মজনুর লাইলি প্রতি আকুলতা, তাঁদের বিচ্ছেদ ও মরুভূমিতে মজনুর ভ্রমণের দৃশ্যাবলি চিত্রিত করা হয়।

লাইলি ও মজনু। জন রাইল্যান্ডস লাইব্রেরি, তুরস্ক। ছবি: আল বাইত ফান
লাইলি ও মজনু। জন রাইল্যান্ডস লাইব্রেরি, তুরস্ক। ছবি: আল বাইত ফান

পাণ্ডুলিপির চিত্রায়ণে প্রাকৃতিক দৃশ্যগুলো প্রায়ই সবুজ ও প্রাণবন্ত দেখা যায়—যা প্রাকৃতির সৌন্দর্যকে প্রতিফলিত করে এবং লাইলি ও মজনুর গল্পের পটভূমি হিসেবে কাজ করে। এসব প্রাকৃতিক দৃশ্যে বাগান, নদী, পর্বত ও মরুভূমির দৃশ্য থাকে।

প্রেমিক মজনু তাঁর প্রিয় লাইলির সঙ্গে সাক্ষাৎ করেন, এটি নিজামি গনজাভির খামসা (কুইন্টেট) থেকে একটি পাণ্ডুলিপি (১১১৪–১২১৭)। ছবি: আল বাইত ফান
প্রেমিক মজনু তাঁর প্রিয় লাইলির সঙ্গে সাক্ষাৎ করেন, এটি নিজামি গনজাভির খামসা (কুইন্টেট) থেকে একটি পাণ্ডুলিপি (১১১৪–১২১৭)। ছবি: আল বাইত ফান

লাইলি ও মজনুর গল্প সাংস্কৃতিক সীমানা পেরিয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রসারিত হয়েছে এবং এটি পারসি (ইরান), আরব এবং মধ্য ও দক্ষিণ এশিয়াতে জনপ্রিয়তা পায়। এই থিম নিয়ে পাণ্ডুলিপি চিত্রকর্ম ও কবিতা বিভিন্ন শিল্পকর্মের ঐতিহ্যে পাওয়া যায়।

লাইলি ও মজনুর গল্প আজও মানুষের হৃদয়ে গভীরভাবে জড়িয়ে রয়েছে। যা প্রেমের শক্তি, বিচ্ছেদের বেদনা ও সমাজের আরোপিত সীমাবদ্ধতাগুলোর গুরুত্বকে তুলে ধরে। তাঁদের গল্পের সঙ্গে সম্পর্কিত পাণ্ডুলিপির চিত্রায়ণ ও কবিতা তাঁদের প্রেমের চিরন্তন প্রকৃতি ও শিল্পীর কাব্যিক প্রকাশের নিদর্শন হয়ে রয়েছে।

নিজামির (মৃত্যু ১২০৯) লেখা খামসা (কুইন্টেট) থেকে ফোলিও। ছবি: আল বাইত ফান
নিজামির (মৃত্যু ১২০৯) লেখা খামসা (কুইন্টেট) থেকে ফোলিও। ছবি: আল বাইত ফান

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত