জীবনধারা ডেস্ক
সংবাদমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানে এখন ‘আম্বানি ঝড়’। ফেসবুক রিলে একের পর এক ভেসে আসছেন মুকেশ আম্বানি, অনন্ত আম্বানি, রাধিকা মার্চেন্ট। আসছে সালমান, শাহরুখ ও আমির খানের একসঙ্গে নাচের ছবি, সংবাদ ও ভিডিও। মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির প্রাক বিয়ে অনুষ্ঠানে শুধু খানেরাই আসেননি, এসেছিলেন বিল গেটস, মার্ক জাকারবার্গের মতো মানুষও। ছিলেন পৃথিবীর আরও অনেক গুরুত্বপূর্ণ মানুষ। আর ছিলেন প্যান ইন্ডিয়ান মুভি তারকারা। তাঁদের পোশাকের ঝলকানি নিয়ে এই আয়োজন।
নিজেকে আইকনিক নারী হিসেবে বরাবরই প্রমাণ করেছেন বেবো। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতেও এর ব্যতিক্রম ঘটেনি। তিন দিনের এই অনুষ্ঠানের দ্বিতীয় দিন তিনি হাজির হয়েছিলেন বাদামি রঙের শিমারি সিকুইন করা শাড়ি পরে। শাড়ির নকশা করেছিলেন মনিষ মলহোত্রা। কপালের মাঝখানে সিঁথি কেটে টানটান করে বাঁধা খোঁপা ও মিনিমাল মেকআপেই দ্য়ুতি ছড়াচ্ছিলেন তিনি।
রানি মুখার্জি হাজির হয়েছিলেন একরঙা লাল সিল্কের শাড়িতে। সঙ্গে ছিল একই রঙের একই কাপড়ের লো কাট ব্লাউজ। ব্লো ডাই করা খোলা চুল ও গলায় সবুজ পাথরের নেকলেসে জ্বলজ্বল করছিল তাঁর স্নিগ্ধ রূপ।
হবু বাবা-মা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং পরেছিলেন একে অন্য়ের বিপরীত রং। দীপিকার পরনে ছিল বেইজরঙা লেহেঙ্গা। আর রণবীর পরেছিলেন কালো রঙের এথনিক পোশাক।
রণলিয়াও হাজির হয়েছিলেন কনট্রাস্ট লুকে। বেইজ ও সোনালিরঙা লেহেঙ্গায় আলিয়া ও নেভি ব্লু এথনিক লুকে ধরা দিয়েছিলেন রণবীর।
অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল জাহ্নবী কাপুর ও শিকর পাহাড়িয়া প্রেম করে বেড়াচ্ছেন। অনন্ত আম্বানির এই অনুষ্ঠানে প্রথমবারের মতো ক্যামেরায় একসঙ্গে ধরা পড়লেন তাঁরা। সঙ্গে ছিলেন ভাই অর্জুন কাপুর। জাহ্নবীর পরনে ছিল বেগুনিরঙা ভারতীয় পোশাক। সাদামাটা মেকআপ ও হেয়ারাস্টাইলে বরাবরের মতোই নজর কেড়েছিলেন তিনি।
সোনম কাপুর মানেই ডিজাইনার ড্রেস। বলিউডের অন্যতম ফ্যাশন সচেতন তারকা তিনি। কোনো অনুষ্ঠানে তাঁর উপস্থিতি মানেই নতুন কিছু। এই বিয়েতে তাঁর সর্বশেষ লুকটি ছিল মনে রাখার মতো। পেস্তা সবুজ ও রানি গোলাপি রঙের ট্র্যাডিশনাল অ্যাটায়ারে হাজির হয়েছিলেন তিনি। জমকালো পোশাক, এথনিক জুয়েলারি ও বেণীঘেরা হেয়ারস্টাইলে অনবদ্য ছিল তাঁর রূপ।
প্রি ওয়েডিং ফেস্টিভ্যালের তৃতীয় দিন শাহরুখকন্যা সুহানা পরেছিলেন বেইজরঙা অর্নামেন্টেড শাড়ি। অফ শোল্ডার ব্লাউজ আর মিনিমাল মেকআপে উঠতি এই নায়িকা জানান দিচ্ছিলেন, তিনি আর সেই ছোট্টটি নেই! সূত্র ও ছবি: টাইমস অব ইন্ডিয়া ও ফিল্মফেয়ার
সংবাদমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানে এখন ‘আম্বানি ঝড়’। ফেসবুক রিলে একের পর এক ভেসে আসছেন মুকেশ আম্বানি, অনন্ত আম্বানি, রাধিকা মার্চেন্ট। আসছে সালমান, শাহরুখ ও আমির খানের একসঙ্গে নাচের ছবি, সংবাদ ও ভিডিও। মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির প্রাক বিয়ে অনুষ্ঠানে শুধু খানেরাই আসেননি, এসেছিলেন বিল গেটস, মার্ক জাকারবার্গের মতো মানুষও। ছিলেন পৃথিবীর আরও অনেক গুরুত্বপূর্ণ মানুষ। আর ছিলেন প্যান ইন্ডিয়ান মুভি তারকারা। তাঁদের পোশাকের ঝলকানি নিয়ে এই আয়োজন।
নিজেকে আইকনিক নারী হিসেবে বরাবরই প্রমাণ করেছেন বেবো। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতেও এর ব্যতিক্রম ঘটেনি। তিন দিনের এই অনুষ্ঠানের দ্বিতীয় দিন তিনি হাজির হয়েছিলেন বাদামি রঙের শিমারি সিকুইন করা শাড়ি পরে। শাড়ির নকশা করেছিলেন মনিষ মলহোত্রা। কপালের মাঝখানে সিঁথি কেটে টানটান করে বাঁধা খোঁপা ও মিনিমাল মেকআপেই দ্য়ুতি ছড়াচ্ছিলেন তিনি।
রানি মুখার্জি হাজির হয়েছিলেন একরঙা লাল সিল্কের শাড়িতে। সঙ্গে ছিল একই রঙের একই কাপড়ের লো কাট ব্লাউজ। ব্লো ডাই করা খোলা চুল ও গলায় সবুজ পাথরের নেকলেসে জ্বলজ্বল করছিল তাঁর স্নিগ্ধ রূপ।
হবু বাবা-মা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং পরেছিলেন একে অন্য়ের বিপরীত রং। দীপিকার পরনে ছিল বেইজরঙা লেহেঙ্গা। আর রণবীর পরেছিলেন কালো রঙের এথনিক পোশাক।
রণলিয়াও হাজির হয়েছিলেন কনট্রাস্ট লুকে। বেইজ ও সোনালিরঙা লেহেঙ্গায় আলিয়া ও নেভি ব্লু এথনিক লুকে ধরা দিয়েছিলেন রণবীর।
অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল জাহ্নবী কাপুর ও শিকর পাহাড়িয়া প্রেম করে বেড়াচ্ছেন। অনন্ত আম্বানির এই অনুষ্ঠানে প্রথমবারের মতো ক্যামেরায় একসঙ্গে ধরা পড়লেন তাঁরা। সঙ্গে ছিলেন ভাই অর্জুন কাপুর। জাহ্নবীর পরনে ছিল বেগুনিরঙা ভারতীয় পোশাক। সাদামাটা মেকআপ ও হেয়ারাস্টাইলে বরাবরের মতোই নজর কেড়েছিলেন তিনি।
সোনম কাপুর মানেই ডিজাইনার ড্রেস। বলিউডের অন্যতম ফ্যাশন সচেতন তারকা তিনি। কোনো অনুষ্ঠানে তাঁর উপস্থিতি মানেই নতুন কিছু। এই বিয়েতে তাঁর সর্বশেষ লুকটি ছিল মনে রাখার মতো। পেস্তা সবুজ ও রানি গোলাপি রঙের ট্র্যাডিশনাল অ্যাটায়ারে হাজির হয়েছিলেন তিনি। জমকালো পোশাক, এথনিক জুয়েলারি ও বেণীঘেরা হেয়ারস্টাইলে অনবদ্য ছিল তাঁর রূপ।
প্রি ওয়েডিং ফেস্টিভ্যালের তৃতীয় দিন শাহরুখকন্যা সুহানা পরেছিলেন বেইজরঙা অর্নামেন্টেড শাড়ি। অফ শোল্ডার ব্লাউজ আর মিনিমাল মেকআপে উঠতি এই নায়িকা জানান দিচ্ছিলেন, তিনি আর সেই ছোট্টটি নেই! সূত্র ও ছবি: টাইমস অব ইন্ডিয়া ও ফিল্মফেয়ার
জুতা ডিজাইনে আলিম লতিফের রয়েছে ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি। আলিম লতিফ বিশ্বাস করেন, জুতা কখনোই লৈঙ্গিকভিত্ত ছিল না। রাজা চতুর্দশ লুই থেকে শুরু করে গ্ল্যাম রকের যুগ পর্যন্ত, পুরুষেরা প্ল্যাটফর্ম জুতা (উঁচু হিলযুক্ত) পরতেন। কিন্তু হঠাৎ করে কেন তা হারিয়ে গেল? এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তিনি তাঁর ব্র্যান্ড
১০ ঘণ্টা আগেকত নামে ডাকবেন তাকে। গুগলে সন্ধান করলে চমকে উঠতে হবে। এর নাম দেখাবে হেয়ার আইল্যান্ড। মনে হবে, আটলান্টিক মহাসাগর কিংবা ক্যারিবীয় কোনো নির্জন দ্বীপের নাম দেখছেন। কিন্তু আপনার ভুল ভাঙবে স্থানীয়দের ডাকা নামটি শুনলে। বুঝবেন, আপনি আছেন কলাগাছিয়ার চরে।
৩ দিন আগেযতই উন্মুক্ত হচ্ছে, ততই যেন পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিচ্ছে সৌদি আরব। দেশটাই একটা চমকজাগানিয়া। মরুভূমি, প্রাচীন বৃক্ষের বন, প্রাচীন জনপদ ও সংস্কৃতি—সবই আছে সৌদি আরবে। আছে নিওম নামের অত্যাধুনিক প্রযুক্তির বিলাসবহুল মেগাসিটি।
৩ দিন আগেচীনে চলছে বসন্ত উৎসব কিংবা চান্দ্র নববর্ষের আনন্দমুখর আয়োজন। সারা দেশে এই উৎসব ঐতিহ্যবাহী প্রথা, বাহারি খাবার, সজ্জা, সাংস্কৃতিক পরিবেশনা এবং নানান রীতি-রেওয়াজের মধ্য দিয়ে উদ্যাপিত হচ্ছে।
৩ দিন আগে