ফিচার ডেস্ক, ঢাকা
টিভি, সিনেমা বা বড় কোনো রেস্তোরাঁয় গেলে আমাদের চোখে পড়ে শেফের বিশেষ পোশাক। আর সেই পোশাকের মধ্যে বেশি নজর কাড়ে শেফের মাথার উঁচু সাদা টুপি। এই লম্বা টুপিটাই যেন একজন শেফের আসল পরিচয়।
কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, শেফরা কেন এমন লম্বা টুপি পরেন? আর এই টুপিগুলো এত লম্বাই বা হয় কেন? এটি শুধু দেখানোর জন্য নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে শতাব্দী প্রাচীন এক ইতিহাস।
টুপি পরার মূল কারণ
প্রথম ও প্রধান কারণ স্বাস্থ্যবিধি। রান্নার সময় যেন চুল বা ঘাম খাবারে না পড়ে, সে জন্য এই টুপি ব্যবহৃত হয়। তবে এখানেই শেষ নয়। টুপির উচ্চতা, ডিজাইন ও রং একজন শেফের অভিজ্ঞতা, দায়িত্ব ও অবস্থানও নির্দেশ করে। অনেক রেস্টুরেন্টে শুধু হেড শেফ ও স্যু শেফ উঁচু টুপি পরেন। রান্নাঘরে কে কতটা সিনিয়র, তা সহজেই বুঝে নেওয়া যায় টুপির উচ্চতা দেখে।
ইতিহাসের পাতায় শেফের টুপি
শেফদের টুপির ইতিহাস বহু পুরোনো। বলা হয়, খ্রিষ্টপূর্ব সপ্তম শতকে অ্যাসিরিয় রাজা আশুরবানিপাল তাঁর রান্নার লোকদের আলাদা টুপি পরতে বাধ্য করেছিলেন। তার কারণ ছিল যেন পাচকদের সহজে চেনা যায় এবং কেউ রাজাকে বিষ খেয়ে পার পেয়ে যেতে না পারে। এমনকি ইংল্যান্ডের রাজা হেনরি অষ্টম একবার খাবারে চুল পেয়ে শেফের শিরশ্ছেদ করেছিলেন। এরপর থেকে শেফরা টুপি পরা শুরু করেন আরও নিয়মতান্ত্রিক ভাবে। আধুনিক কালে উঁচু টুপির প্রচলন শুরু করেন ফ্রান্সের কিংবদন্তি শেফ মারি আন্তোয়ান ক্যারেম। তিনি রান্নাঘরকে সেনাবাহিনীর মতো শৃঙ্খলাবদ্ধ করতে চেয়েছিলেন। এর প্রতিফলন পড়ে ইউনিফর্মেও। পরে বিখ্যাত শেফ অগুস্ত এসকোফিয়ে এই ধারণাকে পেশাদার রূপ দেন। তিনি টুপির উচ্চতাকে পদমর্যাদার প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করেন।
টুপির উচ্চতা কতটা
সাধারণভাবে শেফ টুপির উচ্চতা ৯ থেকে ১২ ইঞ্চি হয়ে থাকে। তবে ক্যারেম নিজে ১৮ ইঞ্চি উঁচু টুপি পরতেন, যেটা কার্ডবোর্ড দিয়ে শক্ত করা হতো। তবে সবচেয়ে উঁচু শেফ টুপির রেকর্ড হলো ১৫ ফুট ৯ ইঞ্চি। এটি পরেছিলেন মার্কিন শেফ ওডিলন ওজারে। বলাবাহুল্য, ২০১৮ সালে এটি গিনেস রেকর্ডে অন্তর্ভুক্ত হয়।
টুপির কুঁচির রহস্য
টুপি ঘিরে আরেকটি আকর্ষণীয় বিষয় হলো এর ভাঁজ বা প্লিট। বলা হয়, এক শটা ভাঁজ মানে শেফ এক শ রকমভাবে ডিম রান্না করতে পারেন। যদিও এটা পুরোপুরি নিশ্চিত নয়, তবু এই রেওয়াজ এখনো চালু আছে। আর ভাঁজগুলো টুপির ভেতর বাতাস চলাচলেও সাহায্য করে, ফলে গরম রান্নাঘরেও মাথা ঠান্ডা থাকে।
বর্তমান যুগে রান্নাঘরে টুপির ধরন
বর্তমানে সব রান্নাঘরে আর ঐতিহ্যবাহী উঁচু টুপি দেখা যায় না। অনেকেই ব্যবহার করেন খাটো স্কাল ক্যাপ, কটন বিনি, বেকারের ফ্লফি হ্যাট, এমনকি সাধারণ বেসবল ক্যাপও। অনেক শেফ আজকাল তাদের সংস্কৃতি বা ব্যক্তিত্ব ফুটিয়ে তোলেন হেড স্কার্ফ দিয়ে।
‘আমি এমন টুপি পরি যা সংস্কৃতিগত, আরামদায়ক এবং আমার পরিচয় বহন করে।’ -মারিসেল জেন্টিলে, শেফ, নিউ জার্সি।
কিছু আধুনিক কিচেনে আবার ব্যবহৃত হয় কাগজের তৈরি পেপার টোক, যা হালকা, স্বাস্থ্যসম্মত এবং সহজে পরিধানযোগ্য।
টুপির রং কেন সাদা
সাদা রং পবিত্রতা আর পরিচ্ছন্নতার প্রতীক। টুপিতে সামান্য দাগও স্পষ্ট দেখা যায়, তাই শেফরা সব সময় সচেতন থাকেন পরিপাটি থাকার ব্যাপারে। তবে এখন অনেক কিচেনে কালো বা গাঢ় রঙের টুপিও দেখা যায়। বিশেষ করে খোলা রান্নাঘরে, যাতে দাগ সহজে লুকানো যায়।
রান্নাঘরে টুপি কি বাধ্যতামূলক
হ্যাঁ, বেশির ভাগ বাণিজ্যিক রান্নাঘরে স্বাস্থ্যবিধি অনুযায়ী চুল ঢেকে রাখা বাধ্যতামূলক। টুপির ধরন যেমনই হোক না কেন, মূল উদ্দেশ্য একটাই, খাবারে যেন কোনোমতে চুল না পড়ে।
টুপির উচ্চতা যাই হোক না কেন, আসল বিষয় হলো স্বাস্থ্যবিধি মেনে চলা এবং রান্না ও পরিবেশনের প্রতি যত্ন ও ভালোবাসা। শেফের টুপি কেবল একটি পোশাকের অংশ নয়, এটি সম্মান, ইতিহাস ও পেশাদারির এক ঐতিহাসিক প্রতীক।
সূত্র: রিডার্স ডাইজেস্ট
টিভি, সিনেমা বা বড় কোনো রেস্তোরাঁয় গেলে আমাদের চোখে পড়ে শেফের বিশেষ পোশাক। আর সেই পোশাকের মধ্যে বেশি নজর কাড়ে শেফের মাথার উঁচু সাদা টুপি। এই লম্বা টুপিটাই যেন একজন শেফের আসল পরিচয়।
কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, শেফরা কেন এমন লম্বা টুপি পরেন? আর এই টুপিগুলো এত লম্বাই বা হয় কেন? এটি শুধু দেখানোর জন্য নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে শতাব্দী প্রাচীন এক ইতিহাস।
টুপি পরার মূল কারণ
প্রথম ও প্রধান কারণ স্বাস্থ্যবিধি। রান্নার সময় যেন চুল বা ঘাম খাবারে না পড়ে, সে জন্য এই টুপি ব্যবহৃত হয়। তবে এখানেই শেষ নয়। টুপির উচ্চতা, ডিজাইন ও রং একজন শেফের অভিজ্ঞতা, দায়িত্ব ও অবস্থানও নির্দেশ করে। অনেক রেস্টুরেন্টে শুধু হেড শেফ ও স্যু শেফ উঁচু টুপি পরেন। রান্নাঘরে কে কতটা সিনিয়র, তা সহজেই বুঝে নেওয়া যায় টুপির উচ্চতা দেখে।
ইতিহাসের পাতায় শেফের টুপি
শেফদের টুপির ইতিহাস বহু পুরোনো। বলা হয়, খ্রিষ্টপূর্ব সপ্তম শতকে অ্যাসিরিয় রাজা আশুরবানিপাল তাঁর রান্নার লোকদের আলাদা টুপি পরতে বাধ্য করেছিলেন। তার কারণ ছিল যেন পাচকদের সহজে চেনা যায় এবং কেউ রাজাকে বিষ খেয়ে পার পেয়ে যেতে না পারে। এমনকি ইংল্যান্ডের রাজা হেনরি অষ্টম একবার খাবারে চুল পেয়ে শেফের শিরশ্ছেদ করেছিলেন। এরপর থেকে শেফরা টুপি পরা শুরু করেন আরও নিয়মতান্ত্রিক ভাবে। আধুনিক কালে উঁচু টুপির প্রচলন শুরু করেন ফ্রান্সের কিংবদন্তি শেফ মারি আন্তোয়ান ক্যারেম। তিনি রান্নাঘরকে সেনাবাহিনীর মতো শৃঙ্খলাবদ্ধ করতে চেয়েছিলেন। এর প্রতিফলন পড়ে ইউনিফর্মেও। পরে বিখ্যাত শেফ অগুস্ত এসকোফিয়ে এই ধারণাকে পেশাদার রূপ দেন। তিনি টুপির উচ্চতাকে পদমর্যাদার প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করেন।
টুপির উচ্চতা কতটা
সাধারণভাবে শেফ টুপির উচ্চতা ৯ থেকে ১২ ইঞ্চি হয়ে থাকে। তবে ক্যারেম নিজে ১৮ ইঞ্চি উঁচু টুপি পরতেন, যেটা কার্ডবোর্ড দিয়ে শক্ত করা হতো। তবে সবচেয়ে উঁচু শেফ টুপির রেকর্ড হলো ১৫ ফুট ৯ ইঞ্চি। এটি পরেছিলেন মার্কিন শেফ ওডিলন ওজারে। বলাবাহুল্য, ২০১৮ সালে এটি গিনেস রেকর্ডে অন্তর্ভুক্ত হয়।
টুপির কুঁচির রহস্য
টুপি ঘিরে আরেকটি আকর্ষণীয় বিষয় হলো এর ভাঁজ বা প্লিট। বলা হয়, এক শটা ভাঁজ মানে শেফ এক শ রকমভাবে ডিম রান্না করতে পারেন। যদিও এটা পুরোপুরি নিশ্চিত নয়, তবু এই রেওয়াজ এখনো চালু আছে। আর ভাঁজগুলো টুপির ভেতর বাতাস চলাচলেও সাহায্য করে, ফলে গরম রান্নাঘরেও মাথা ঠান্ডা থাকে।
বর্তমান যুগে রান্নাঘরে টুপির ধরন
বর্তমানে সব রান্নাঘরে আর ঐতিহ্যবাহী উঁচু টুপি দেখা যায় না। অনেকেই ব্যবহার করেন খাটো স্কাল ক্যাপ, কটন বিনি, বেকারের ফ্লফি হ্যাট, এমনকি সাধারণ বেসবল ক্যাপও। অনেক শেফ আজকাল তাদের সংস্কৃতি বা ব্যক্তিত্ব ফুটিয়ে তোলেন হেড স্কার্ফ দিয়ে।
‘আমি এমন টুপি পরি যা সংস্কৃতিগত, আরামদায়ক এবং আমার পরিচয় বহন করে।’ -মারিসেল জেন্টিলে, শেফ, নিউ জার্সি।
কিছু আধুনিক কিচেনে আবার ব্যবহৃত হয় কাগজের তৈরি পেপার টোক, যা হালকা, স্বাস্থ্যসম্মত এবং সহজে পরিধানযোগ্য।
টুপির রং কেন সাদা
সাদা রং পবিত্রতা আর পরিচ্ছন্নতার প্রতীক। টুপিতে সামান্য দাগও স্পষ্ট দেখা যায়, তাই শেফরা সব সময় সচেতন থাকেন পরিপাটি থাকার ব্যাপারে। তবে এখন অনেক কিচেনে কালো বা গাঢ় রঙের টুপিও দেখা যায়। বিশেষ করে খোলা রান্নাঘরে, যাতে দাগ সহজে লুকানো যায়।
রান্নাঘরে টুপি কি বাধ্যতামূলক
হ্যাঁ, বেশির ভাগ বাণিজ্যিক রান্নাঘরে স্বাস্থ্যবিধি অনুযায়ী চুল ঢেকে রাখা বাধ্যতামূলক। টুপির ধরন যেমনই হোক না কেন, মূল উদ্দেশ্য একটাই, খাবারে যেন কোনোমতে চুল না পড়ে।
টুপির উচ্চতা যাই হোক না কেন, আসল বিষয় হলো স্বাস্থ্যবিধি মেনে চলা এবং রান্না ও পরিবেশনের প্রতি যত্ন ও ভালোবাসা। শেফের টুপি কেবল একটি পোশাকের অংশ নয়, এটি সম্মান, ইতিহাস ও পেশাদারির এক ঐতিহাসিক প্রতীক।
সূত্র: রিডার্স ডাইজেস্ট
সময়টা বর্ষাকাল হলেও গরম পড়ে বেশ ভালোই। এই গরমে অনেকের মাথার ত্বক ঘামে। যাঁদের চুল লম্বা, তাঁদের চুলে ঘাম জমে যায়। এ কারণে দুর্গন্ধের সমস্যা হয়। এর সহজ সমাধান হিসেবে প্রতিদিন চুল শ্যাম্পু করে অনেকে। কিন্তু প্রশ্ন হলো, রোজ কি চুলে শ্যাম্পু করা উচিত? তা ছাড়া যে নিয়মে শ্যাম্পু করা হচ্ছে, সেটা কি সঠিক?
৭ ঘণ্টা আগেগাজরের রস গুরুত্বপূর্ণ ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এটি স্বাস্থ্যের জন্য নানা উপকার বয়ে আনে। যেমন চোখের স্বাস্থ্যের উন্নতি, ক্যানসার প্রতিরোধে সহায়তা এবং লিভারের সুরক্ষা।
৯ ঘণ্টা আগেঅতিরিক্ত চিনি খাওয়া ওজন বৃদ্ধি, ডায়াবেটিস, হৃদ্রোগ ও দাঁতের সমস্যার মতো নানান রোগ তৈরি করতে পারে। তাই চিনির পরিমাণ নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। মনে রাখা দরকার, সব ধরনের চিনি শরীরের জন্য সমান ক্ষতিকর নয়।
১ দিন আগেবিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও এক ধাপ পিছিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, এশীয় দেশগুলোর দাপট বজায় রেখে তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। লন্ডনভিত্তিক সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত এ বছরের ‘হেনলি পাসপোর্ট ইন্ডেক্স’-এ এই চিত্র উঠে এসেছে।
১ দিন আগে