Ajker Patrika

বিচ্ছেদের কারণগুলোর তালিকায়—অতিরিক্ত ভালোবাসা

অনলাইন ডেস্ক
আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১১: ৩৯
Thumbnail image

ভালোবাসায় টিকে থাকে দাম্পত্য, সংসার। কিন্তু সীমাহীন ভালোবাসাও কাল হতে পারে স্বামী-স্ত্রীর সম্পর্কে। ডেকে আনতে পারে বিচ্ছেদ। এমন আশঙ্কার কথা জানালেন মুম্বাইভিত্তিক ভারতীয় এক আইনজীবী। দাম্পত্য থেকে শুরু করে পারিবারিক বিভিন্ন বিষয় ও সমস্যা নিয়ে নিয়মিত ভিডিও কনটেন্ট তৈরি করেন তিনি। 

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, তানিয়া আপাচ্চু কাউল নামের ওই ভারতীয় আইনজীবী ‘অতিরিক্ত ভালোবাসা’সহ বিচ্ছেদের কিছু উদ্ভট কারণ উল্লেখ করে নেটিজেনদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছেন। সম্প্রতি তিনি এ-সম্পর্কিত একটি ভিডিও কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন। 

ইনস্টাগ্রামে পোস্ট করা ওই ভিডিওতে বিচ্ছেদের কারণ হিসেবে প্রথমেই পুরুষতান্ত্রিক মনোভাবের কিছু বিষয় তুলে ধরেন কাউল। তিনি জানান, বিয়ের পর হানিমুনে গিয়ে স্ত্রী কিছুটা ‘উত্তেজক পোশাক’ পরেছেন—শুধু এই কারণেই বিচ্ছেদের নজির রয়েছে। আবার এমন নজিরও দেখা গেছে, স্বামী আসন্ন পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার জন্য পড়াশোনায় মনোযোগ দিয়েছেন আর স্ত্রী তাঁকে যথেষ্ট সময় না দেওয়ার অভিযোগে বিচ্ছেদের আবেদন করে বসে আছেন। 

অন্য কিছু কারণের মধ্যে স্ত্রী স্বামীর পা স্পর্শ করতে অনীহা প্রকাশ করা ছাড়াও রান্না করতে না জানার কারণে একাধিক বিচ্ছেদের নজির দেখা গেছে। 

ভিডিওটির এই পর্যায়ে তানিয়া কাউল দাবি করেন, স্বামী অতিরিক্ত ভালোবাসেন এবং কখনোই ঝগড়া করেন না—এই কারণেও বিচ্ছেদের আবেদন করেছেন একজন নারী। আইনজীবী কাউল সম্ভবত ২০২০ সালে ভারতের উত্তর প্রদেশ রাজ্যে এ ধরনের একটি মামলার উদাহরণ টেনেছেন। সেই মামলাটিতে বিচ্ছেদের স্ত্রী আবেদন করেছিলেন এই অজুহাত দেখিয়ে যে তাঁদের বিয়ের ১৮ মাস হয়ে গেলেও স্বামী একবারের জন্যও ঝগড়া করেননি। ওই স্বামীটির বিরুদ্ধে অতিরিক্ত ভালোবাসার অভিযোগও করেন স্ত্রী। 

রিল আকারে বানানো কাউলের ওই ভিডিওটি ইতিমধ্যেই ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে গেছে। ১৬ লাখ ভিউ হওয়া ওই রিলটিতে ‘লাভ’ রিয়েক্ট করেছেন এক লাখের বেশি মানুষ। ভিডিওটির শিরোনাম ছিল—আপনি কেন বিয়ে করবেন? 

ভিডিওটির মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘মানুষ বিয়ের অনুষ্ঠান চায়, বিয়ে নয়।’ 

বিয়ে আগে কাউন্সেলিং করা জরুরি বলেও মত দিয়েছেন একজন। 

আরেকজন লিখেছেন—স্বামীদের অনেকেই বিচ্ছেদের আবেদন করছেন শুধু এ জন্য যে স্ত্রী তাঁকে মান্য করছেন না। আবার ভালোবাসা অনুভব করছেন না—কারণ দেখিয়েও অনেক স্ত্রী বিচ্ছেদ চাইছেন। 

একজন অবশ্য লিখেছেন, মানুষের উচিত বিয়ে না করা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত