সানজিদা কাওছার ঋতু, ঢাকা
প্রণয়ের সম্পর্কে ভালোবাসা প্রকাশ করতে প্রেমিক–প্রেমিকারা একে অপরকে কত নামেই ডাকে! একেক ভাষায় এই আদুরে ডাক একেক রকম। বাংলায় প্রেমিক–প্রেমিকাদের মধ্যে বাবু, সোনা, জাদুর মতো শব্দের প্রচলন রয়েছে। তবে সব ভাষায় লিঙ্গ নির্বিশেষে যে আদুরে ডাকটি অহরহ ব্যবহার করা হয়, তা হলো ‘বেবি’।
অসংখ্য গান, কবিতা, প্রেমপত্রে রোমান্টিক সঙ্গীকে ‘বেবি’ বলে সম্বোধন করা হয়েছে। এই ইংরেজি শব্দের আক্ষরিক অর্থ ‘শিশু’। তাহলে প্রাপ্তবয়স্ক সঙ্গীকে আদর করে ‘বেবি’ বলে ডাকার এ প্রবণতা এল কোথা থেকে?
পরনির্ভরশীল অসহায় শিশু হয়ে সবচেয়ে দীর্ঘ সময় কাটানো প্রাণীদের মধ্যে অন্যতম মানুষ। জন্মের পর মানবশিশু পুরোপুরি লালন–পালনকারীর ওপর নির্ভরশীল থাকে। পরবর্তী জীবনে এর গভীর এক মনস্তাত্ত্বিক ছাপ রয়ে যায়। অস্ট্রিয়ান মনোবিশ্লেষক সিগ্মুন্ড ফ্রয়েড তাঁর তত্ত্বে বলেছেন, শৈশব থেকেই মানুষের মধ্যে একই সঙ্গে দুই ধরনের প্রবৃত্তি সক্রিয় থাকে—ইরোস এবং থানাটোস।
ইরোস হলো— বেঁচে থাকা, প্রেম, সৃজনশীলতা এবং যৌনতা, আত্মতুষ্টি এবং প্রজাতি সংরক্ষণের প্রবণতা।
আর গ্রিক শব্দ থানাটোস অর্থ মৃত্যু। এটি বলতে বোঝায়— আগ্রাসন, দুঃখবাদ, ধ্বংস, সহিংসতা এবং হত্যার প্রবণতা। এই প্রবণতা অন্তর্মুখীও হতে পারে। তখন মানুষ আত্মবিনাশী বা আত্মহত্যা প্রবণ হয়ে উঠতে পারে।
এক কথায়, ইরোস হলো— বেঁচে থাকার তাড়না। আর থানাটোস হলো— মৃত্যুর তাড়না।
ইরোসের কারণে মানুষ জীবনের প্রথম ব্যক্তির সঙ্গে তার সংযুক্তির কথা স্মরণ করতে থাকে— যারা চোখে চোখে রেখেছিল, কোলে তুলে নিয়েছিল, হাসিয়েছিল, আমাদের সঙ্গে আনন্দে মেতেছিল— তাদের স্মৃতি মানুষ ভোলে না। এর জন্য প্রেমিক–প্রেমিকা তাদের অন্তরঙ্গতার সময়টাতে নিজের সবচেয়ে গভীর অনুভূতি আর মূল্যবান স্বরূপের সংস্পর্শ অনুভব করে।
শৈশবে যেমন মানুষের শারীরিক অনুভূতি ও আবেগ একই সঙ্গে মিশ্র অবস্থায় থাকে, যুগলের অন্তরঙ্গতার সময়ও তা মিশ্র অবস্থায় থাকে। এ থেকে সঙ্গীকে ‘বেবি’ বলে ডাকার প্রবণতা তৈরি হতে পারে।
এর পেছনে একটি বিবর্তনীয় কারণও থাকতে পারে—অনেক পুরুষ তার সঙ্গীর সঙ্গে শিশুসুলভ আচরণ করতে পছন্দ করে। এমনকি তারা এমন সঙ্গীর সন্ধান করে, যার দেখলে বা যার সংস্পর্শ অবচেতনভাবে শিশুর সঙ্গ বলে মনে হয়।
বিশ শতকের মাঝামাঝি সময়ে অস্ট্রিয়ার প্রাণীদের আচরণ বিশেষজ্ঞ কনরাড লরেঞ্জ বলেন, শিশুর মধ্যে অপাপবিদ্ধ সৌন্দর্য দেখতে পাওয়া হলো একটি বিবর্তনীয় সুবিধাজনক অভিযোজন। সার্বক্ষণিক যত্নের মধ্যে রাখতে প্রাপ্তবয়স্কদের জন্য উৎসাহ–অনুপ্রেরণার প্রয়োজনেই এমন অভিযোজন।
লরেঞ্জের মতে, শিশুর সৌন্দর্যের মধ্যে ওই উৎসাহ পায় মানুষ। তাঁর ধারণা, পুরুষেরা এই প্রবণতা থেকে নারীর মধ্যেও এ ধরনের সৌন্দর্য খোঁজে।
বিশেষজ্ঞদের ধারণা, ‘বেবি’ ডাকটি শুরুতে শুধু নারীদের জন্যই বরাদ্দ ছিল। পরবর্তীতে পুরুষ সঙ্গীকেও ‘বেবি’ সম্বোধন করার প্রবণতা শুরু হয়েছে।
সঙ্গীকে আদুরে নামে ডাকা স্বাস্থ্যকর সম্পর্কেরই নিদর্শন। এতে যুগলের মধ্যে একান্ত ব্যক্তিগত জগৎ তৈরি সহজ হয়। মনোবিজ্ঞানী স্টিভেন স্টোসনি বলেন, ‘প্রণয় যখন জমে ক্ষীর, তখন আসল নামে ডাকাটার মধ্যে কোনো আবেগ আবেদন থাকে না!’
সম্পর্ক ও যৌনতা বিষয়ক লেখক লোগান লেভকফ বলেন, ‘শিশুরা পরম সম্পদের মতো। কেউ আপনার “বেবি” মানে হলো সে একান্ত আপনার। অবশ্য সঙ্গীর প্রতি কর্তৃত্বপরায়ণ মানসিকতা থেকে যদি তাকে “বেবি” ডাকা হয় তাহলে সম্পর্ক পুনর্মূল্যায়ন করা প্রয়োজন।’
‘বেবি’ শব্দটি দুর্বলতা ও ভালোবাসা এবং যত্ন নেওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে। এটি বেঁচে থাকার জন্য ভালোবাসার প্রয়োজনীয়তার দিকে ইঙ্গিত করে। শিশুদের বেঁচে থাকতে হলে অন্যের যত্ন, স্নেহ প্রয়োজন। শিশুদের প্রতি যেমন মানুষের সুরক্ষামূলক মনোভাব থাকে, সঙ্গীর ক্ষেত্রেও একই ধরনের মনোভাব থাকে। সঙ্গীকে ‘বেবি’ বলে ডাকার মাধ্যমে জানান দেওয়া হয় যে, আপনি তাঁর প্রতি শিশুর মতোই যত্নশীল।
কারও সঙ্গে গভীর সম্পর্ক অনুভব মানুষকে নির্ভার, নিরাপদ ও উদ্বেগহীন শৈশবের কথা স্মরণ করিয়ে দেয়। আর ‘বেবি’ শব্দটির সঙ্গেও মিষ্টি, কোমল, স্নেহময় এবং আদর মিশে রয়েছে।
হতে পারে আপনিও আপনার সঙ্গীকে এমন রূপে দেখতে চান, যার একদম শিশুর মতোই মনযোগ আর যত্ন প্রয়োজন!
তথ্যসূত্র: সাইকোলজি পোস্ট, নিউ রিপাবলিক
প্রণয়ের সম্পর্কে ভালোবাসা প্রকাশ করতে প্রেমিক–প্রেমিকারা একে অপরকে কত নামেই ডাকে! একেক ভাষায় এই আদুরে ডাক একেক রকম। বাংলায় প্রেমিক–প্রেমিকাদের মধ্যে বাবু, সোনা, জাদুর মতো শব্দের প্রচলন রয়েছে। তবে সব ভাষায় লিঙ্গ নির্বিশেষে যে আদুরে ডাকটি অহরহ ব্যবহার করা হয়, তা হলো ‘বেবি’।
অসংখ্য গান, কবিতা, প্রেমপত্রে রোমান্টিক সঙ্গীকে ‘বেবি’ বলে সম্বোধন করা হয়েছে। এই ইংরেজি শব্দের আক্ষরিক অর্থ ‘শিশু’। তাহলে প্রাপ্তবয়স্ক সঙ্গীকে আদর করে ‘বেবি’ বলে ডাকার এ প্রবণতা এল কোথা থেকে?
পরনির্ভরশীল অসহায় শিশু হয়ে সবচেয়ে দীর্ঘ সময় কাটানো প্রাণীদের মধ্যে অন্যতম মানুষ। জন্মের পর মানবশিশু পুরোপুরি লালন–পালনকারীর ওপর নির্ভরশীল থাকে। পরবর্তী জীবনে এর গভীর এক মনস্তাত্ত্বিক ছাপ রয়ে যায়। অস্ট্রিয়ান মনোবিশ্লেষক সিগ্মুন্ড ফ্রয়েড তাঁর তত্ত্বে বলেছেন, শৈশব থেকেই মানুষের মধ্যে একই সঙ্গে দুই ধরনের প্রবৃত্তি সক্রিয় থাকে—ইরোস এবং থানাটোস।
ইরোস হলো— বেঁচে থাকা, প্রেম, সৃজনশীলতা এবং যৌনতা, আত্মতুষ্টি এবং প্রজাতি সংরক্ষণের প্রবণতা।
আর গ্রিক শব্দ থানাটোস অর্থ মৃত্যু। এটি বলতে বোঝায়— আগ্রাসন, দুঃখবাদ, ধ্বংস, সহিংসতা এবং হত্যার প্রবণতা। এই প্রবণতা অন্তর্মুখীও হতে পারে। তখন মানুষ আত্মবিনাশী বা আত্মহত্যা প্রবণ হয়ে উঠতে পারে।
এক কথায়, ইরোস হলো— বেঁচে থাকার তাড়না। আর থানাটোস হলো— মৃত্যুর তাড়না।
ইরোসের কারণে মানুষ জীবনের প্রথম ব্যক্তির সঙ্গে তার সংযুক্তির কথা স্মরণ করতে থাকে— যারা চোখে চোখে রেখেছিল, কোলে তুলে নিয়েছিল, হাসিয়েছিল, আমাদের সঙ্গে আনন্দে মেতেছিল— তাদের স্মৃতি মানুষ ভোলে না। এর জন্য প্রেমিক–প্রেমিকা তাদের অন্তরঙ্গতার সময়টাতে নিজের সবচেয়ে গভীর অনুভূতি আর মূল্যবান স্বরূপের সংস্পর্শ অনুভব করে।
শৈশবে যেমন মানুষের শারীরিক অনুভূতি ও আবেগ একই সঙ্গে মিশ্র অবস্থায় থাকে, যুগলের অন্তরঙ্গতার সময়ও তা মিশ্র অবস্থায় থাকে। এ থেকে সঙ্গীকে ‘বেবি’ বলে ডাকার প্রবণতা তৈরি হতে পারে।
এর পেছনে একটি বিবর্তনীয় কারণও থাকতে পারে—অনেক পুরুষ তার সঙ্গীর সঙ্গে শিশুসুলভ আচরণ করতে পছন্দ করে। এমনকি তারা এমন সঙ্গীর সন্ধান করে, যার দেখলে বা যার সংস্পর্শ অবচেতনভাবে শিশুর সঙ্গ বলে মনে হয়।
বিশ শতকের মাঝামাঝি সময়ে অস্ট্রিয়ার প্রাণীদের আচরণ বিশেষজ্ঞ কনরাড লরেঞ্জ বলেন, শিশুর মধ্যে অপাপবিদ্ধ সৌন্দর্য দেখতে পাওয়া হলো একটি বিবর্তনীয় সুবিধাজনক অভিযোজন। সার্বক্ষণিক যত্নের মধ্যে রাখতে প্রাপ্তবয়স্কদের জন্য উৎসাহ–অনুপ্রেরণার প্রয়োজনেই এমন অভিযোজন।
লরেঞ্জের মতে, শিশুর সৌন্দর্যের মধ্যে ওই উৎসাহ পায় মানুষ। তাঁর ধারণা, পুরুষেরা এই প্রবণতা থেকে নারীর মধ্যেও এ ধরনের সৌন্দর্য খোঁজে।
বিশেষজ্ঞদের ধারণা, ‘বেবি’ ডাকটি শুরুতে শুধু নারীদের জন্যই বরাদ্দ ছিল। পরবর্তীতে পুরুষ সঙ্গীকেও ‘বেবি’ সম্বোধন করার প্রবণতা শুরু হয়েছে।
সঙ্গীকে আদুরে নামে ডাকা স্বাস্থ্যকর সম্পর্কেরই নিদর্শন। এতে যুগলের মধ্যে একান্ত ব্যক্তিগত জগৎ তৈরি সহজ হয়। মনোবিজ্ঞানী স্টিভেন স্টোসনি বলেন, ‘প্রণয় যখন জমে ক্ষীর, তখন আসল নামে ডাকাটার মধ্যে কোনো আবেগ আবেদন থাকে না!’
সম্পর্ক ও যৌনতা বিষয়ক লেখক লোগান লেভকফ বলেন, ‘শিশুরা পরম সম্পদের মতো। কেউ আপনার “বেবি” মানে হলো সে একান্ত আপনার। অবশ্য সঙ্গীর প্রতি কর্তৃত্বপরায়ণ মানসিকতা থেকে যদি তাকে “বেবি” ডাকা হয় তাহলে সম্পর্ক পুনর্মূল্যায়ন করা প্রয়োজন।’
‘বেবি’ শব্দটি দুর্বলতা ও ভালোবাসা এবং যত্ন নেওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে। এটি বেঁচে থাকার জন্য ভালোবাসার প্রয়োজনীয়তার দিকে ইঙ্গিত করে। শিশুদের বেঁচে থাকতে হলে অন্যের যত্ন, স্নেহ প্রয়োজন। শিশুদের প্রতি যেমন মানুষের সুরক্ষামূলক মনোভাব থাকে, সঙ্গীর ক্ষেত্রেও একই ধরনের মনোভাব থাকে। সঙ্গীকে ‘বেবি’ বলে ডাকার মাধ্যমে জানান দেওয়া হয় যে, আপনি তাঁর প্রতি শিশুর মতোই যত্নশীল।
কারও সঙ্গে গভীর সম্পর্ক অনুভব মানুষকে নির্ভার, নিরাপদ ও উদ্বেগহীন শৈশবের কথা স্মরণ করিয়ে দেয়। আর ‘বেবি’ শব্দটির সঙ্গেও মিষ্টি, কোমল, স্নেহময় এবং আদর মিশে রয়েছে।
হতে পারে আপনিও আপনার সঙ্গীকে এমন রূপে দেখতে চান, যার একদম শিশুর মতোই মনযোগ আর যত্ন প্রয়োজন!
তথ্যসূত্র: সাইকোলজি পোস্ট, নিউ রিপাবলিক
সমৃদ্ধ ইতিহাস, প্রাণবন্ত সংস্কৃতি, ক্রমবর্ধমান অর্থনীতি এবং বিশ্ববিখ্যাত রন্ধনশৈলীর জন্য পরিচিত পোল্যান্ড। মধ্য ইউরোপের এই সুন্দর দেশটি অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সুযোগের এক আকর্ষণীয় কেন্দ্র। তৃতীয় দেশের নাগরিকেরা, যার মধ্যে বাংলাদেশিরাও অন্তর্ভুক্ত, পোল্যান্ডে স্থায়ী বসবাসের অনুমতিপত্রের জন্য আবেদন...
২ ঘণ্টা আগেখাসির মাংসের নানান পদ তো রেঁধেছেন, এবার অতিথি এলে না হয় ভিন্ন স্বাদেই খাসির মাংস রান্না করলেন। আপনাদের জন্য সহজ উপায়ে খাসির মাংস রান্নার রেসিপি ও ছবি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১ দিন আগেশরতের ভীষণ গরম। রাতের খাবারে মুখরোচক কোনো খাবার খেতে ইচ্ছা করছে? কিন্তু গরমে খেয়ে আরাম পাওয়া যাবে, এমন সহজ রান্না কী হতে পারে, তা ভেবেই পাচ্ছেন না, তাই তো? আপনাদের জন্য ভাজা কই মাছের রসার রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১ দিন আগেঋতুভেদে ত্বকযত্নের উপকরণ বদলাতে হয়। নইলে সেই প্রবাদের মতো, সময়ের গান অসময়ে হয়ে যায়। তাতে ত্বকের উপকার হয় না। শরৎকালের আবহাওয়া খানিক উদ্ভ্রান্তের মতো আচরণ করে। এই প্রচণ্ড গরম তো এই বৃষ্টি। এদিকে সারাক্ষণ বইছে ঝিরিঝিরি হওয়া। ভ্যাপসা গরমে ঘাম হচ্ছে প্রচুর।
১ দিন আগে