বছর শেষে ছুটির মৌসুম এলেই সিঙ্গেল বা একা মানুষদের বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। পরিবার ও বন্ধুদের নানা প্রশ্ন, একা পার্টিতে যাওয়ার দ্বিধা ও সামাজিক রীতি-নীতির কারণে অনেকেই ছুটির দিনগুলোতে চাপ অনুভব করেন। বিশেষত, নভেম্বর-ডিসেম্বর মাসে এই চাপটা বেশি মনে হয়। কারণ এই দুই মাসে শীতকালীন ছুটি, থার্টি ফাস্ট নাইট বা অনেকেই অফিসের ছুটি পান। তবে একা বা সিঙ্গেল জীবনের ছুটিও আনন্দময় এবং অর্থবহ হতে পারে, যদি তা সঠিকভাবে উদ্যাপন করা যায়।
আসুন জেনে নেওয়া যাক, কীভাবে সিঙ্গেল জীবনের ছুটি আনন্দময় ও অর্থবহ করা যায়—
ভ্রমণ করা
ছুটির সময় একা থাকাকে ইতিবাচকভাবে গ্রহণ করার একটি উপায় হলো ভ্রমণের পরিকল্পনা করা। একাকী ভ্রমণ আপনাকে নিজের জন্য সময় কাটানোর সুযোগ দেয় এবং নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে সাহায্য করে। যেকোনো দেশের প্রথাগত অনুষ্ঠান উপভোগ বা পছন্দের গন্তব্যে যাত্রা করতে পারেন।
পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো
যারা ভ্রমণে আগ্রহী নন, তাঁরা ঘরোয়া পরিবেশেই ছুটি উদ্যাপন করতে পারেন। এটি হতে পারে একটি ব্যক্তিগত পার্টি আয়োজন করে বা বন্ধুবান্ধবদের সঙ্গে মজার সময় কাটানো। ঘরকুনো মানুষদের জন্য এটি একটি স্বস্তিদায়ক অভিজ্ঞতা হতে পারে।
নিজের পছন্দকে গুরুত্ব দেওয়া
অনেক সময় ছুটির মৌসুমে সামাজিক বাধ্যবাধকতার কারণে আমরা নিজের চাওয়াটাই ভুলে যাই। এ সময় নিজস্ব পছন্দ এবং চাহিদার দিকে মনোযোগ দেওয়া যেতে পারে। পরিবার বা বন্ধুদের সঙ্গে অতিরিক্ত সময় কাটানোর চাপ এড়িয়ে নিজের জন্য আরামদায়ক সময় রাখতে পারেন।
নতুন রুটিন তৈরি করুন
ছুটির দিনগুলোতে নিজের মতো করে চলার সুযোগ থাকে। এ সময় আপনি চাইলে বিশেষ খাবার রান্না করতে পারেন বা স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। অফিস থাকে না তাই ঘুম থেকে ওঠার তাড়াও থাকে না। সুবিধামতো সময়ে উঠে রান্না করে খেয়ে বেরিয়ে পড়তে পারেন। এর মাধ্যমে আপনি ছুটির দিনগুলোকে নিজস্ব রুটিনে, নিজের মতো করে অর্থবহ করে তুলতে পারবেন।
সামাজিক চাপে নয়, নিজের জন্য উদ্যাপন
এই মৌসুমে সিঙ্গেল জীবনের জন্য সামাজিক চাপ অনুভব করা অপ্রয়োজনীয়। তাই নিজের জন্য ছুটি উদ্যাপন ও উপলব্ধি করুন। ছুটির আনন্দ সবসময় ‘জুটি’ থাকার ওপর নির্ভর করে না। এটি আপনার নিজের সময় ও স্বাধীনতাকে উপভোগ করার একটি সুযোগ।
একা বা সিঙ্গেল মানুষদের জন্য ছুটির দিনগুলোতে হতাশা নয়, নিজের মনের আনন্দে ছুটি উদ্যাপন করুন। এই সময়টি কেবলমাত্র ভালোবাসার মানুষ বা পারিবারিক সম্পর্কের ওপর নির্ভরশীল নয়। আপনার ছুটি আপনার মতো করে উদ্যাপন করুন—এটাই আপনার জন্য বছরের শেষ উপহার।
বছর শেষে ছুটির মৌসুম এলেই সিঙ্গেল বা একা মানুষদের বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। পরিবার ও বন্ধুদের নানা প্রশ্ন, একা পার্টিতে যাওয়ার দ্বিধা ও সামাজিক রীতি-নীতির কারণে অনেকেই ছুটির দিনগুলোতে চাপ অনুভব করেন। বিশেষত, নভেম্বর-ডিসেম্বর মাসে এই চাপটা বেশি মনে হয়। কারণ এই দুই মাসে শীতকালীন ছুটি, থার্টি ফাস্ট নাইট বা অনেকেই অফিসের ছুটি পান। তবে একা বা সিঙ্গেল জীবনের ছুটিও আনন্দময় এবং অর্থবহ হতে পারে, যদি তা সঠিকভাবে উদ্যাপন করা যায়।
আসুন জেনে নেওয়া যাক, কীভাবে সিঙ্গেল জীবনের ছুটি আনন্দময় ও অর্থবহ করা যায়—
ভ্রমণ করা
ছুটির সময় একা থাকাকে ইতিবাচকভাবে গ্রহণ করার একটি উপায় হলো ভ্রমণের পরিকল্পনা করা। একাকী ভ্রমণ আপনাকে নিজের জন্য সময় কাটানোর সুযোগ দেয় এবং নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে সাহায্য করে। যেকোনো দেশের প্রথাগত অনুষ্ঠান উপভোগ বা পছন্দের গন্তব্যে যাত্রা করতে পারেন।
পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো
যারা ভ্রমণে আগ্রহী নন, তাঁরা ঘরোয়া পরিবেশেই ছুটি উদ্যাপন করতে পারেন। এটি হতে পারে একটি ব্যক্তিগত পার্টি আয়োজন করে বা বন্ধুবান্ধবদের সঙ্গে মজার সময় কাটানো। ঘরকুনো মানুষদের জন্য এটি একটি স্বস্তিদায়ক অভিজ্ঞতা হতে পারে।
নিজের পছন্দকে গুরুত্ব দেওয়া
অনেক সময় ছুটির মৌসুমে সামাজিক বাধ্যবাধকতার কারণে আমরা নিজের চাওয়াটাই ভুলে যাই। এ সময় নিজস্ব পছন্দ এবং চাহিদার দিকে মনোযোগ দেওয়া যেতে পারে। পরিবার বা বন্ধুদের সঙ্গে অতিরিক্ত সময় কাটানোর চাপ এড়িয়ে নিজের জন্য আরামদায়ক সময় রাখতে পারেন।
নতুন রুটিন তৈরি করুন
ছুটির দিনগুলোতে নিজের মতো করে চলার সুযোগ থাকে। এ সময় আপনি চাইলে বিশেষ খাবার রান্না করতে পারেন বা স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। অফিস থাকে না তাই ঘুম থেকে ওঠার তাড়াও থাকে না। সুবিধামতো সময়ে উঠে রান্না করে খেয়ে বেরিয়ে পড়তে পারেন। এর মাধ্যমে আপনি ছুটির দিনগুলোকে নিজস্ব রুটিনে, নিজের মতো করে অর্থবহ করে তুলতে পারবেন।
সামাজিক চাপে নয়, নিজের জন্য উদ্যাপন
এই মৌসুমে সিঙ্গেল জীবনের জন্য সামাজিক চাপ অনুভব করা অপ্রয়োজনীয়। তাই নিজের জন্য ছুটি উদ্যাপন ও উপলব্ধি করুন। ছুটির আনন্দ সবসময় ‘জুটি’ থাকার ওপর নির্ভর করে না। এটি আপনার নিজের সময় ও স্বাধীনতাকে উপভোগ করার একটি সুযোগ।
একা বা সিঙ্গেল মানুষদের জন্য ছুটির দিনগুলোতে হতাশা নয়, নিজের মনের আনন্দে ছুটি উদ্যাপন করুন। এই সময়টি কেবলমাত্র ভালোবাসার মানুষ বা পারিবারিক সম্পর্কের ওপর নির্ভরশীল নয়। আপনার ছুটি আপনার মতো করে উদ্যাপন করুন—এটাই আপনার জন্য বছরের শেষ উপহার।
খাগড়াছড়িকে টাটা জানিয়ে রাঙামাটি জেলার বাঘাইছড়ি আর্মি ক্যাম্পে পৌঁছে গাড়ি ব্রেক করল। একজন গিয়ে সবার নাম-ঠিকানা লিখিয়ে এল। নিরিবিলি পাহাড়ি আঁকাবাঁকা পথে গাড়ি চলছে। যত এগিয়ে যাই, সামনের পাহাড় যেন ততই দূরে সরে যায়। যাচ্ছি আর থামছি। চারপাশের মায়াময় প্রকৃতি আমাদের আচ্ছন্ন করে রাখে।
২৪ মিনিট আগেএ বছরের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে টানা অষ্টমবারের মতো বিশ্বের সুখী দেশ হিসেবে শীর্ষ স্থান ধরে রেখেছে ফিনল্যান্ড। অন্যদিকে, তালিকায় এবার ইতিহাসের সবচেয়ে নিচে অবস্থান যুক্তরাষ্ট্রের। দেশটি আছে ২৪তম স্থানে।
৩১ মিনিট আগেনেপালের কাঠমান্ডুভিত্তিক ট্যুর অপারেটর ‘সোশ্যাল ট্যুরস’-এর প্রতিষ্ঠাতা রাজ গ্যাওয়ালি। প্রায় ২০ বছরের ক্যারিয়ারে এই প্রথম ভিন্ন এক পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে তাঁকে। সম্প্রতি আমেরিকান এক পর্যটক নেপাল ভ্রমণ পুরোপুরি নিশ্চিত করেও তা বাতিল করে দেন। ট্রাম্প প্রশাসনের সময় বিদেশ ভ্রমণ তাঁর জন্য নিরাপদ...
৩৮ মিনিট আগেবর্তমানে সলো ট্রাভেলিং বা একক ভ্রমণ সব দেশের মানুষের আগ্রহের জায়গা হয়ে উঠেছে। অনেকে এখন একা ঘুরতে স্বচ্ছন্দ বোধ করেন। জেন-জিদের মধ্যে এই প্রবণতা আরও বেশি।
৪২ মিনিট আগে