জীবনধারা ডেস্ক
বিশ্বের খ্যাতিমান এমন অনেক তারকা আছেন যাঁদের একনামে সবাই চেনে। আবার পড়াশোনা ও বুদ্ধির দিক দিয়েও তাঁদের নাগাল পাওয়া কঠিন। কেউ ছিলেন স্কুলের সেরা শিক্ষার্থী, একসঙ্গে আয়ত্ত করেছেন বেশ কয়েকটি ভাষা। কেউ আবার বইপোকা, সিনেমা করার আগেও একটু পড়াশোনা করে তবেই কাজটা করতে চেয়েছেন। কারও আবার ঝটপট শিখতে পারার ক্ষমতা অসীম। এককথায় যে রাঁধে, সে চুলও বাঁধে। জেনে নিন আন্তর্জাতিক অঙ্গনের এমনই ৫ জন তারকার কথা।
বিশ্বের সেরা সংগীতশিল্পীদের মধ্য়ে অন্যতম শাকিরা। শুধু গায়কিই নয়, জ্ঞানগত জায়গাতেও তাঁকে অনেকের চেয়ে এগিয়ে রাখতে হবে। বিশ্বের বৃহত্তম ও প্রাচীনতম আইকিউ সোসাইটি মেনসা ইন্টারন্যাশনাল পরিচালিত আইকিউ পরীক্ষায় তিনি ১৪০ আইকিউ এর অধিকারী হয়েছিলেন বলে জানা যায়। কলম্বিয়ান এই শিল্পী ইংরেজি, স্প্যানিশ, পর্তুগিজ ও ইতালিয়ান ভাষায় সমানতালে কথা বলতে পারদর্শী। পাশাপাশি কবিতা পড়তেও ভালোবাসেন তিনি।
এমা ওয়াটসন যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয় থেকে ২০১৪ সালে ইংরেজি সাহিত্যে স্নাতক পাস করেন। পাশাপাশি অক্সফোর্ডেও পড়াশোনা চালিয়ে যান।
মেগান মার্কেল ২০০৩ সালে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেন। এ ছাড়া তিনি কাপা কাপা গামা সরোরিটির সদস্য। কাপা কাপা গামা সরোরিটি কেকেজি নামেও পরিচিত। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের মনমাউথ কলেজে প্রতিষ্ঠিত একটি কলেজিয়েট সরোরিটি। এতে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার দুই লাখ ৬০ হাজারেরও বেশি নারীর সদস্যপদ রয়েছে।
আশির দশকের জনপ্রিয় আমেরিকান সুপারমডেল সিন্ডি ক্রফোর্ড। নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়েছিলেন তিনি। তার আগে হাইস্কুল পর্যায়ে ছিলেন ছাত্রীদের মধ্য়ে অন্যতম। পরবর্তীতে ‘ভোগ’ ম্যাগাজিনের কভারে তো জায়গা করে নিয়েছেনই, পাশাপাশি সেরা সুপারমডেলদের তালিকায়ও নাম লিখিয়েছেন।
ব্রিটিশ তারকা কেট বেকিংসেলকে বলা হয় বইপোকা। আমেরিকান অ্যাকশন হরর ফিল্ম সিরিজ ‘আন্ডারওয়ার্ল্ড’ এ কাজ করার আগে তিনি অক্সফোর্ডে ফরাসি ও রুশ সাহিত্যে পড়াশোনা করেছেন। তিনি ফরাসি, রুশ, জার্মান ও ইংরেজি এই চারটি ভাষায় অনর্গল কথা বলতেও পারদর্শী।
সূত্র: এমএসএন ডট কম
বিশ্বের খ্যাতিমান এমন অনেক তারকা আছেন যাঁদের একনামে সবাই চেনে। আবার পড়াশোনা ও বুদ্ধির দিক দিয়েও তাঁদের নাগাল পাওয়া কঠিন। কেউ ছিলেন স্কুলের সেরা শিক্ষার্থী, একসঙ্গে আয়ত্ত করেছেন বেশ কয়েকটি ভাষা। কেউ আবার বইপোকা, সিনেমা করার আগেও একটু পড়াশোনা করে তবেই কাজটা করতে চেয়েছেন। কারও আবার ঝটপট শিখতে পারার ক্ষমতা অসীম। এককথায় যে রাঁধে, সে চুলও বাঁধে। জেনে নিন আন্তর্জাতিক অঙ্গনের এমনই ৫ জন তারকার কথা।
বিশ্বের সেরা সংগীতশিল্পীদের মধ্য়ে অন্যতম শাকিরা। শুধু গায়কিই নয়, জ্ঞানগত জায়গাতেও তাঁকে অনেকের চেয়ে এগিয়ে রাখতে হবে। বিশ্বের বৃহত্তম ও প্রাচীনতম আইকিউ সোসাইটি মেনসা ইন্টারন্যাশনাল পরিচালিত আইকিউ পরীক্ষায় তিনি ১৪০ আইকিউ এর অধিকারী হয়েছিলেন বলে জানা যায়। কলম্বিয়ান এই শিল্পী ইংরেজি, স্প্যানিশ, পর্তুগিজ ও ইতালিয়ান ভাষায় সমানতালে কথা বলতে পারদর্শী। পাশাপাশি কবিতা পড়তেও ভালোবাসেন তিনি।
এমা ওয়াটসন যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয় থেকে ২০১৪ সালে ইংরেজি সাহিত্যে স্নাতক পাস করেন। পাশাপাশি অক্সফোর্ডেও পড়াশোনা চালিয়ে যান।
মেগান মার্কেল ২০০৩ সালে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেন। এ ছাড়া তিনি কাপা কাপা গামা সরোরিটির সদস্য। কাপা কাপা গামা সরোরিটি কেকেজি নামেও পরিচিত। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের মনমাউথ কলেজে প্রতিষ্ঠিত একটি কলেজিয়েট সরোরিটি। এতে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার দুই লাখ ৬০ হাজারেরও বেশি নারীর সদস্যপদ রয়েছে।
আশির দশকের জনপ্রিয় আমেরিকান সুপারমডেল সিন্ডি ক্রফোর্ড। নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়েছিলেন তিনি। তার আগে হাইস্কুল পর্যায়ে ছিলেন ছাত্রীদের মধ্য়ে অন্যতম। পরবর্তীতে ‘ভোগ’ ম্যাগাজিনের কভারে তো জায়গা করে নিয়েছেনই, পাশাপাশি সেরা সুপারমডেলদের তালিকায়ও নাম লিখিয়েছেন।
ব্রিটিশ তারকা কেট বেকিংসেলকে বলা হয় বইপোকা। আমেরিকান অ্যাকশন হরর ফিল্ম সিরিজ ‘আন্ডারওয়ার্ল্ড’ এ কাজ করার আগে তিনি অক্সফোর্ডে ফরাসি ও রুশ সাহিত্যে পড়াশোনা করেছেন। তিনি ফরাসি, রুশ, জার্মান ও ইংরেজি এই চারটি ভাষায় অনর্গল কথা বলতেও পারদর্শী।
সূত্র: এমএসএন ডট কম
সময়ের সঙ্গে পরিবেশ বদলায়, আর পরিবেশের সঙ্গে বদলায় চুলের যত্নের ধরন। চুলে নিয়মিত তেল-শ্যাম্পু ব্যবহার এবং মাসে দুদিন হেয়ারপ্যাক ব্যবহার এখন যথেষ্ট নয়। আগের তুলনায় গ্রীষ্মকালে গরম আরও বেড়েছে, বেড়েছে দূষণ। সেই সঙ্গে বেড়েছে চুল আর মাথার ত্বকের বিভিন্ন সমস্যাও।
১৩ ঘণ্টা আগেশিশুর বয়স ছয় মাস হওয়া পর্যন্ত তেমন ভাবনা নেই। নরম সুতির ফিতে দেওয়া নিমা পরেই দিন পার হয় ছেলে কিংবা মেয়েশিশুর। কিন্তু সে যখন বসে বসে খেলতে শেখে বা একটু হেঁটে বেড়ায়, যখন পুরো ঘরই তার জন্য এক বিস্ময়ের জগৎ। সারা বাড়ি ঘুরে দেখা, এটা-ওটা ধরে খেলা করতে গিয়ে ঘাম হয়...
১৩ ঘণ্টা আগেবৈশাখের শুরুতে আবহাওয়ার যা মেজাজ দেখা যাচ্ছে, তাতে বলা যায়, গরমে নাভিশ্বাস উঠবে এবার। আবহাওয়া যা-ই হোক, বাইরে যাওয়া তো আর বন্ধ রাখা যাবে না। তাই চট করে তৈরি হয়ে বের হওয়ার জন্য এমন কিছু কাপড় ওয়ার্ডরোবে গুছিয়ে রাখুন, যাতে আরাম ও স্টাইল—দুটোই মেলে। আবার ভাঁজে ভাঁজে...
১৩ ঘণ্টা আগেবৈশাখের গরমে জীবন ওষ্ঠাগত। তার ওপর প্রতিদিন যাঁদের কাজের জন্য বাইরে যেতে হয়, তাঁদের নাজেহাল অবস্থা। গরম তো আর কমানো সম্ভব নয়, তবে এ সময়ে আরাম পেতে কিছু বিষয় মেনে চলা যেতেই পারে।
১৩ ঘণ্টা আগে