Ajker Patrika

দাড়ি রাখলে কর দিতে হতো যেসব দেশে

অনলাইন ডেস্ক
আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১৩: ০৮
Thumbnail image

বাড়ি, গাড়ি, পোশাক, ওষুধের মতো অনেক কিছুতেই কর বসানোর কথা শোনা যায়। কিন্তু কখনো কি দাড়ির কর ধার্য করার কথা শুনেছেন? এমনই অদ্ভুত বিষয় ঘটেছিল রাশিয়ায়। ১৬৯৮ সালে রাশিয়ার রাজা প্রথম জার পিটার (পিটার দ্য গ্রেট) দাড়ির ওপর কর বসান। 

পিটার সিংহাসনে আরোহণ করার আগে রাশিয়ার সঙ্গে ইউরোপের তেমন একটা যোগাযোগ ছিল না। রাশিয়া বড় দেশ হলেও ইউরোপের ব্রিটিশ ও ডাচদের মতো বড় বড় জাহাজ ছিল না। রাশিয়ার নৌবহর ছিল তুলনামূলক দুর্বল। 

ইংলিশ ও ডাচরা সমুদ্রপথে পৃথিবী ঘুরে বিভিন্ন জায়গায় উপনিবেশ স্থাপন করেছিল। এই সাফল্য থেকে শেখার জন্য পিটার ইউরোপ ভ্রমণের সিদ্ধান্ত নেন। তিনি ১৬৯৭ থেকে ১৬৯৮ সাল পর্যন্ত ‘সার্জেন্ট পিতর মিখাইলভ’ নাম ধরে ছদ্মবেশে ২০০ জনের দল নিয়ে ইউরোপে ভ্রমণ করেন। তিনি ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শিপইয়ার্ডে চার মাস কাজ করেন। সেখান থেকে সেসময়ের জাহাজ উৎপাদনের প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান অর্জন করেন। এরপর তিনি ব্রিটেনে গিয়ে জাহাজ তৈরির শিক্ষা ও সেই দেশের রয়্যাল নেভি থেকেও জাহাজ তৈরি শেখেন। বিভিন্ন কারখানা, স্কুল, অস্ত্রাগার ও জাদুঘর এমনকি পার্লামেন্টের অধিবেশনও প্রত্যক্ষ করেন। 

ভ্রমণ শেষে ইউরোপের মতো শক্তিশালী করার জন্য রাশিয়াকে আধুনিক করার পরিকল্পনা হাতে নেন পিটার। 

সেন্ট মেরি ইউনিভার্সিটির এক প্রতিবেদনে মারিও সোসা বলেন, জার রাশিয়ার অর্থনীতি, সরকার, সংস্কৃতি ও ধর্মীয় বিষয়ে পরিবর্তনের মাধ্যমে পশ্চিমাকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি রাশিয়া আরও সম্প্রসারণ করেন। রাশিয়াকে পূর্ব গোলার্ধের অন্যতম শক্তিশালী দেশ হয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। 

জার পিটার রাশিয়ার ক্যালেন্ডার সংশোধন করেন ও রুশ লেখার পদ্ধতিতে পরিবর্তন আনেন, সামরিক বাহিনীকে সম্পূর্ণরূপে ঢেলে সাজান। এসব সংস্কারের মধ্যে রুশদের দাড়িবিহীন করার চেষ্টাও করেছিলেন। কারণ তিনি ভ্রমণের সময় দেখেন ‘আধুনিক’ পশ্চিম ইউরোপীয়দের দাড়ি নেই। 

মার্ক মানচিনি লেখেন, পিটার নাটকীয়ভাবে এই দাড়িশূন্য করার কার্যক্রম হাতে নেন। দেশে ফেরার পর নিজের অভ্যর্থনা অনুষ্ঠানে তিনি হুট করেই একটি ক্ষুর বের করেন ও অতিথিদের দাড়ি নিজেই কেটে দেন। এই অনুষ্ঠানে সেনাবাহিনীর কমান্ডার, সেকেন্ড-ইন-কমান্ড ফিওদর রোমোদানভস্কি ও বিভিন্ন কূটনীতিক উপস্থিত ছিলেন। রাশিয়ার সব পুরুষের দাড়ি কেটে ফেলতে হবে—এমন ঘোষণা দেন পিটার। অবশ্য রুশ অর্থোডক্স চার্চসহ অনেক পুরুষই এর ঘোর বিরোধিতা করেন। 

কিছুদিন পর পিটার এ বিষয়ে একটু নরম হন। দাড়ির ওপর কর বসিয়ে নাগরিকদের কাছে আরও অর্থ আদায় করতে পারবেন—এমন বুদ্ধি মাথায় উদয় হয়। তিনি একটি নতুন আইন করেন। আইন অনুযায়ী রাশিয়ার পুরুষেরা দাড়ি রাখতে চাইলে তাদের কর দিতে হবে। ব্যবসায়ী ও অভিজাতদের জন্য বছরে ১০০ রুবল পর্যন্ত কর ধার্য করা হয়। সাধারণ মানুষদের জন্য ১ কোপেক নির্ধারণ করা হয়। 

তবে শুধু রাশিয়াই নয়, ১৫৩৫ সালে দাড়ির ওপর কর বসিয়েছিলেন ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরিও। যে ব্যক্তির সামাজিক অবস্থা যেরকম, সেই মতো কর ধার্য করা হতো। তবে এই আইন পরবর্তীতে বাতিল হয়ে যায়। তবে হেনরির পর সিংহাসনে বসা তাঁর মেয়ে রানি প্রথম এলিজাবেথও দাড়ির ওপর কর বসান। রানি এলিজাবেথ নিয়ম করেছিলেন, যে পুরুষ দু’সপ্তাহের বেশি দাড়ি কাটবেন না, তাঁকেই কর দিতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত