বিভাবরী রায়
দাওয়াতে বা বিশেষ দিনগুলোয় শাড়ি পরতে অনেকেই ভালোবাসেন। যুগের পালাবদলে ও সোশ্যাল মিডিয়ার রমরমা এ সময়ে শাড়ি পরার ধরন বেশ খানিক বদলেছে। এখন নেটিজেনদের কাছে ড্রেপিং স্টাইলে শাড়ি পরার চলটি দারুণ প্রিয়। আর এ স্টাইলটি জনপ্রিয় হওয়ার কারণে ব্লাউজেও এসেছে নানান কাটিং, নানান ঢং। সাম্প্রতিককালে স্লিভলেস ব্লাউজ বেশ চলছে। স্টাইল, আরাম ও নতুন ডিজাইনের কারণে বিভিন্ন ধরনের স্লিভলেস ব্লাউজ প্রায় সব বয়সীদের কাছেই সমাদৃত হচ্ছে এখন।
গরম পড়তে শুরু করেছে। ফলে আলমারিতে নরম সুতি ও জর্জেট শাড়িগুলো যেমন সামনের সারিতে এনে রাখছেন তেমনি নিশ্চয়ই খোঁজ করছেন আরামদায়ক ব্লাউজের। আগে নারীরা শাড়ির রঙের সঙ্গে নিখুঁতভাবে রং মিলিয়ে ব্লাউজ বানাতেন। আবার শাড়ির সঙ্গে যে ব্লাউজ পিসটা আছে, সেটা দিয়েই বানাতে হবে এ গণ্ডিও ভাঙতে নারাজ ছিলেন। এখন কিন্তু সে ধারণা থেকে অনেকটাই সরে এসেছেন অনেকে। শুধু তা-ই নয়, ব্লাউজ দরজিবাড়ি থেকে বানিয়ে পরার ব্যাপারটাও কিন্তু কমে এসেছে।
শপিংমল ও বিভিন্ন অনলাইন পেজগুলো বিভিন্ন ধরনের রেডিমেড ব্লাউজ পাওয়া যায়। স্লিভলেস ব্লাউজেও এসেছে নানারকম নকশা ও অর্নামেন্টেশন। ব্লাউজের পিঠের দিকে হ্যান্ড পেইন্ট, এমব্রয়ডারির নকশাও থাকছে। আবার হাতাকাটা ব্লাউজের ডান পাশের কাঁধে ভারী নকশা বা ফ্রিল রাখা হচ্ছে। এ ধরনের ব্লাউজের সঙ্গে ড্রেপিং স্টাইলে শাড়ি পরছেন এখন নারীরা। স্লিভলেস ব্লাউজের কাঁধের অংশে এখন টাসেল বসানো হচ্ছে। অন্যদিকে প্যাডেড স্লিভলেস ব্যাক লেস ব্লাউজের পিঠে বো বাঁধার জন্য ফিতা দেওয়া হয়।
গড়ন বুঝে স্লিভলেস ব্লাউজ নির্বাচন
কাঁধ যদি খুব একটা চওড়া না হয় এবং ঘাড় যদি উঁচু হয় তাহলে কলার দেওয়া স্লিভলেস ব্লাউজ এড়িয়ে চলুন। তবে ডিপ কাটের গলা হলে দেখতে ভালো লাগবে। অন্যদিকে কাঁধ চওড়া হলে পাইপিং দেওয়া ভি গলার স্লিভলেস ব্লাউজ পরলে ভালো মানাবে।
গড়ন হালকা–পাতলা হলে কাঁধ পুরোটাই ঢেকে থাকে এমন স্লিভলেস ব্লাউজ নির্বাচন করা যেতে পারে। ঘাড়ের অংশে ছোট কুচি কিংবা টাসেল দেওয়া যেতে পারে। হাইনেক গলাও এই গড়নের সঙ্গে ভালো মানাবে।
স্লিভলেস ব্লাউজ পরার ক্ষেত্রে যা খেয়াল রাখতে হবে
স্লিভলেস ব্লাউজ পরার সময় কিছু বিষয় মনে রাখা চাই।
হাতে খুব বেশি চর্বি থাকলে কিংবা হাত টোনড না হলে স্লিভলেস পরলে দেখতে ভালো লাগে না। এ ক্ষেত্রে মেদ ঝরাতে হবে।
স্লিভলেসেও অনেক রকম কাট থাকে। আর তাই কেনার আগে বা বানাতে দেওয়ার আগে খেয়াল রাখতে হবে, তা আপনার ব্যক্তিত্ব ও আরামের সঙ্গে কোন কাটের সামঞ্জস্য আছে।
স্লিভলেস ব্লাউজ পরলে হাত ও আন্ডারআর্ম অবশ্যই ওয়াক্স করাতে হবে। হাতে ময়েশ্চারাইজার লাগাতে হবে ও হাতের ছোপ ছোপ দাগ এবং রোদে পোড়া দাগ দূর করতে নিয়মিত যত্ন নিতে হবে।
খোঁজখবর ও দরদাম
দেশীয় ফ্যাশন হাউসসহ দেশের যেকোনো পোশাকের দোকানে খুঁজলে বিভিন্ন ধরনের কাপড় ও প্যাটার্নে তৈরি স্লিভলেস ব্লাউজ ও ক্রপটপ পাওয়া যাবে। কাপড় ও নকশাভেদে ৩০০ থেকে শুরু করে ২ হাজার ৫০০ টাকার মধ্য়ে পেয়ে যাবেন এসব ব্লাউজ।
দাওয়াতে বা বিশেষ দিনগুলোয় শাড়ি পরতে অনেকেই ভালোবাসেন। যুগের পালাবদলে ও সোশ্যাল মিডিয়ার রমরমা এ সময়ে শাড়ি পরার ধরন বেশ খানিক বদলেছে। এখন নেটিজেনদের কাছে ড্রেপিং স্টাইলে শাড়ি পরার চলটি দারুণ প্রিয়। আর এ স্টাইলটি জনপ্রিয় হওয়ার কারণে ব্লাউজেও এসেছে নানান কাটিং, নানান ঢং। সাম্প্রতিককালে স্লিভলেস ব্লাউজ বেশ চলছে। স্টাইল, আরাম ও নতুন ডিজাইনের কারণে বিভিন্ন ধরনের স্লিভলেস ব্লাউজ প্রায় সব বয়সীদের কাছেই সমাদৃত হচ্ছে এখন।
গরম পড়তে শুরু করেছে। ফলে আলমারিতে নরম সুতি ও জর্জেট শাড়িগুলো যেমন সামনের সারিতে এনে রাখছেন তেমনি নিশ্চয়ই খোঁজ করছেন আরামদায়ক ব্লাউজের। আগে নারীরা শাড়ির রঙের সঙ্গে নিখুঁতভাবে রং মিলিয়ে ব্লাউজ বানাতেন। আবার শাড়ির সঙ্গে যে ব্লাউজ পিসটা আছে, সেটা দিয়েই বানাতে হবে এ গণ্ডিও ভাঙতে নারাজ ছিলেন। এখন কিন্তু সে ধারণা থেকে অনেকটাই সরে এসেছেন অনেকে। শুধু তা-ই নয়, ব্লাউজ দরজিবাড়ি থেকে বানিয়ে পরার ব্যাপারটাও কিন্তু কমে এসেছে।
শপিংমল ও বিভিন্ন অনলাইন পেজগুলো বিভিন্ন ধরনের রেডিমেড ব্লাউজ পাওয়া যায়। স্লিভলেস ব্লাউজেও এসেছে নানারকম নকশা ও অর্নামেন্টেশন। ব্লাউজের পিঠের দিকে হ্যান্ড পেইন্ট, এমব্রয়ডারির নকশাও থাকছে। আবার হাতাকাটা ব্লাউজের ডান পাশের কাঁধে ভারী নকশা বা ফ্রিল রাখা হচ্ছে। এ ধরনের ব্লাউজের সঙ্গে ড্রেপিং স্টাইলে শাড়ি পরছেন এখন নারীরা। স্লিভলেস ব্লাউজের কাঁধের অংশে এখন টাসেল বসানো হচ্ছে। অন্যদিকে প্যাডেড স্লিভলেস ব্যাক লেস ব্লাউজের পিঠে বো বাঁধার জন্য ফিতা দেওয়া হয়।
গড়ন বুঝে স্লিভলেস ব্লাউজ নির্বাচন
কাঁধ যদি খুব একটা চওড়া না হয় এবং ঘাড় যদি উঁচু হয় তাহলে কলার দেওয়া স্লিভলেস ব্লাউজ এড়িয়ে চলুন। তবে ডিপ কাটের গলা হলে দেখতে ভালো লাগবে। অন্যদিকে কাঁধ চওড়া হলে পাইপিং দেওয়া ভি গলার স্লিভলেস ব্লাউজ পরলে ভালো মানাবে।
গড়ন হালকা–পাতলা হলে কাঁধ পুরোটাই ঢেকে থাকে এমন স্লিভলেস ব্লাউজ নির্বাচন করা যেতে পারে। ঘাড়ের অংশে ছোট কুচি কিংবা টাসেল দেওয়া যেতে পারে। হাইনেক গলাও এই গড়নের সঙ্গে ভালো মানাবে।
স্লিভলেস ব্লাউজ পরার ক্ষেত্রে যা খেয়াল রাখতে হবে
স্লিভলেস ব্লাউজ পরার সময় কিছু বিষয় মনে রাখা চাই।
হাতে খুব বেশি চর্বি থাকলে কিংবা হাত টোনড না হলে স্লিভলেস পরলে দেখতে ভালো লাগে না। এ ক্ষেত্রে মেদ ঝরাতে হবে।
স্লিভলেসেও অনেক রকম কাট থাকে। আর তাই কেনার আগে বা বানাতে দেওয়ার আগে খেয়াল রাখতে হবে, তা আপনার ব্যক্তিত্ব ও আরামের সঙ্গে কোন কাটের সামঞ্জস্য আছে।
স্লিভলেস ব্লাউজ পরলে হাত ও আন্ডারআর্ম অবশ্যই ওয়াক্স করাতে হবে। হাতে ময়েশ্চারাইজার লাগাতে হবে ও হাতের ছোপ ছোপ দাগ এবং রোদে পোড়া দাগ দূর করতে নিয়মিত যত্ন নিতে হবে।
খোঁজখবর ও দরদাম
দেশীয় ফ্যাশন হাউসসহ দেশের যেকোনো পোশাকের দোকানে খুঁজলে বিভিন্ন ধরনের কাপড় ও প্যাটার্নে তৈরি স্লিভলেস ব্লাউজ ও ক্রপটপ পাওয়া যাবে। কাপড় ও নকশাভেদে ৩০০ থেকে শুরু করে ২ হাজার ৫০০ টাকার মধ্য়ে পেয়ে যাবেন এসব ব্লাউজ।
রোজায় বাড়িতে রোজ রোজ মাজাদার ইফতার তৈরি হলেও যাঁরা হোস্টেলে থাকেন, তাঁদের তো আর এত আয়োজন করে ইফতার তৈরি করা সম্ভব নয়। হোস্টেলে বসবাসরত ছেলেমেয়েদের কাছে যেসব কিচেন গ্যাজেট থাকে, তার মধ্য়ে একটি হচ্ছে মাইক্রোওয়েভ। এই রোজায় মাইক্রোওয়েভে কম সময়ে তৈরি করে ফেলতে পারেন এ দুটি রেসিপি...
১১ ঘণ্টা আগেমস্তিষ্ক কার্যকর রাখতে এবং তার স্বাস্থ্য ঠিক রাখতে খাবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিউরোসায়েন্টিস্ট লিসা মোসকোনি বলেন, ‘খাবার আমাদের মস্তিষ্ককে কার্যকর রাখতে সাহায্য করে। কারণ আমাদের মস্তিষ্ক পুষ্টির ওপর নির্ভরশীল। তাই শরীরের অন্য অঙ্গের মতো মস্তিষ্কের স্বাস্থ্য ঠিক রাখতে কী খেতে হবে, সে দিকে..
১৩ ঘণ্টা আগেরান্নাঘরের সিংক পরিষ্কারের ক্ষেত্রে সহনীয় পর্যায়ের গরম পানি ব্যবহার করুন। অতিরিক্ত গরম পানি দিলে প্লাস্টিকের পাইপ ক্ষতিগ্রস্ত হতে পারে। সিংকের তেল চিটচিটে ভাব কমাতে লেবু ব্যবহার করতে পারেন। লেবুর রস তেলতেলে ভাব কমিয়ে আনতে সহায়তা করে। এ ছাড়া লেবুর রস দুর্গন্ধ দূর করতে সাহায্য করবে...
১ দিন আগেকয়েক দিন পর শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। বাংলাদেশসহ বিশ্বের সব দেশের মুসলমানরা এ সময় রোজা রাখেন। এ মাসে জীবনযাপনের কিছু রীতিনীতি রয়েছে। রমজান মাসে একটি মুসলিম দেশ ভ্রমণ আপনাকে নতুন অভিজ্ঞতা দিতে পারে। এ সময় ভ্রমণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হয়। ভ্রমণে যাওয়ার আগে...
৩ দিন আগে