ফিচার ডেস্ক
অফিস থেকে ফিরেই যদি হোয়াটসঅ্যাপে মেসেজ ভেসে ওঠে—দল বেঁধে আজ রাতেই বন্ধুরা আসছে আপনার বাড়িতে। তাহলে সবার আগে ঝাড়ু, মপ, ওয়াইপার খুঁজতেই ছুটতে হয়। ঘরটা অন্তত দেখার মতো তো হওয়া চাই! তাড়াহুড়ো না করে ঝটপট যদি কয়েকটি বিষয়ে নজর দেওয়া যায়, তাহলেই ঘরটা অতিথিদের আগমনের জন্য প্রস্তুত হয়ে উঠবে সহজে।
পরিবারে একাধিক সদস্য থাকলে কাউকে দায়িত্ব দিয়ে দিন ছড়িয়ে-ছিটিয়ে থাকা জামাকাপড় ভাঁজ করে আলমারিতে তুলতে। এতেই ঘর অনেকটা হালকা হবে। এরপর ওয়ার্ম ল্যাম্পশেডটি জ্বালিয়ে দিন। ল্যাম্পের নরম আলোয় ঘর ভরে উঠবে। চোখের আরামও পাওয়া যাবে।
ঘরের জানালাগুলো কিছুক্ষণের জন্য খুলে দিন। তাতে ঘর থেকে গুমোট ভাবটা কেটে যাবে। বসার ঘরের ডিভান, সোফা ও কুশন ঠিকঠাক করুন। তবে ঘর গোছাতে শুরু করার আগেই রুমে ফ্রেশনার ছড়িয়ে দিন। এতে ঘরময় সুবাস ভেসে বেড়াবে। আসবে ফুরফুরে ভাব।
শেষবেলার অতিথি বলে কথা! বেশি গুরুত্ব দিন খাবারের টেবিলকে। টেবিলক্লথ থাকলে তা বদলে দিন। কাচের টেবিল হলে ভালোভাবে মুছে নিন। এবার যেসব পাত্রে খাবার পরিবেশন করবেন, সেগুলো বের করুন। তবে এ ক্ষেত্রে ঝটপট রাতের খাবার সেরে নেওয়া যাবে এমন দু-তিনটি রেসিপি বেছে নিন। অথবা খাবারের অর্ডার করতে পারেন।
খাবারঘরের বেসিন এবং কমন বাথরুম পরিষ্কার করে মূল দরজার কার্পেট বদলে দিলেই আপনার কাজ সারা।
তবে অতিথিদের যদি শোয়ার ঘরেও যাওয়ার ব্যাপার থাকে, তাহলে আগেই বিছানার চাদর ও বালিশের কভার বদলে নিতে হবে।
সূত্র: অ্যাপার্টমেন্ট থেরাপি, লিভ স্পেস ও অন্যান্য
অফিস থেকে ফিরেই যদি হোয়াটসঅ্যাপে মেসেজ ভেসে ওঠে—দল বেঁধে আজ রাতেই বন্ধুরা আসছে আপনার বাড়িতে। তাহলে সবার আগে ঝাড়ু, মপ, ওয়াইপার খুঁজতেই ছুটতে হয়। ঘরটা অন্তত দেখার মতো তো হওয়া চাই! তাড়াহুড়ো না করে ঝটপট যদি কয়েকটি বিষয়ে নজর দেওয়া যায়, তাহলেই ঘরটা অতিথিদের আগমনের জন্য প্রস্তুত হয়ে উঠবে সহজে।
পরিবারে একাধিক সদস্য থাকলে কাউকে দায়িত্ব দিয়ে দিন ছড়িয়ে-ছিটিয়ে থাকা জামাকাপড় ভাঁজ করে আলমারিতে তুলতে। এতেই ঘর অনেকটা হালকা হবে। এরপর ওয়ার্ম ল্যাম্পশেডটি জ্বালিয়ে দিন। ল্যাম্পের নরম আলোয় ঘর ভরে উঠবে। চোখের আরামও পাওয়া যাবে।
ঘরের জানালাগুলো কিছুক্ষণের জন্য খুলে দিন। তাতে ঘর থেকে গুমোট ভাবটা কেটে যাবে। বসার ঘরের ডিভান, সোফা ও কুশন ঠিকঠাক করুন। তবে ঘর গোছাতে শুরু করার আগেই রুমে ফ্রেশনার ছড়িয়ে দিন। এতে ঘরময় সুবাস ভেসে বেড়াবে। আসবে ফুরফুরে ভাব।
শেষবেলার অতিথি বলে কথা! বেশি গুরুত্ব দিন খাবারের টেবিলকে। টেবিলক্লথ থাকলে তা বদলে দিন। কাচের টেবিল হলে ভালোভাবে মুছে নিন। এবার যেসব পাত্রে খাবার পরিবেশন করবেন, সেগুলো বের করুন। তবে এ ক্ষেত্রে ঝটপট রাতের খাবার সেরে নেওয়া যাবে এমন দু-তিনটি রেসিপি বেছে নিন। অথবা খাবারের অর্ডার করতে পারেন।
খাবারঘরের বেসিন এবং কমন বাথরুম পরিষ্কার করে মূল দরজার কার্পেট বদলে দিলেই আপনার কাজ সারা।
তবে অতিথিদের যদি শোয়ার ঘরেও যাওয়ার ব্যাপার থাকে, তাহলে আগেই বিছানার চাদর ও বালিশের কভার বদলে নিতে হবে।
সূত্র: অ্যাপার্টমেন্ট থেরাপি, লিভ স্পেস ও অন্যান্য
একজন গর্ভবতী তাঁর অনাগত সন্তানের আগমনের জন্য অধীর আগ্রহে প্রস্তুতি নেন। এ সময় তিনি সঙ্গীর কাছ থেকে ভালোবাসা, সাহায্য ও সহমর্মিতা আশা করেন। এসব পাওয়ার পরিবর্তে যদি তিনি আবিষ্কার করেন, তাঁর সঙ্গী পরকীয়ায় আসক্ত হয়ে পড়েছেন; তাহলে তার ফলাফল তাঁর শরীর ও মনের ওপর প্রভাব ফেলে। পাশাপাশি অনাগত সন্তানের...
১ ঘণ্টা আগেপ্রতিদিন কি আর আয়োজন করে রাঁধতে ভালো লাগে? কোনো দিন যদি বেলা গড়িয়ে যায় তাহলে কী রান্না করবেন, তা ভাবতে না বসে চুলায় চড়িয়ে দিন ভাত। আর সঙ্গে বানিয়ে ফেলুন চিংড়ি শুঁটকির ভর্তা। আপনাদের জন্য এই রেসিপিটি দিয়েছেন ওমাম’স এর স্বত্বাধিকারী ওমাম রায়হান।
১ ঘণ্টা আগে‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের পাখির কথা মনে আছে? পাখি এখন বড় হয়ে গেছেন। টেলিভিশন ধারাবাহিকের চৌহদ্দি পেরিয়ে তিনি এখন চলচ্চিত্র ও ওটিটিও মাতাচ্ছেন। ‘পরিবর্তন’, ‘লাভ আজ কাল পরশু’, ‘চিনি’, ‘দিলখুশ’, ‘সূর্য’, ‘কুলের আচার’ এর মতো একাধিক সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে।
৩ ঘণ্টা আগেনেপালের পর্যটন গন্তব্য চন্দ্রগিরি। সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ হাজার ফুটের বেশি উঁচুতে অবস্থিত এই জায়গা। যেতে হয় কেবল কারে। রোমাঞ্চ আর প্রাকৃতিক পরিবেশের দারুণ মেলবন্ধন এখানে। চন্দ্রগিরির অভিজ্ঞতা লিখেছেন সুমন্ত গুপ্ত। যারা সেখানে যেতে চান তাদের জন্য প্রচুর তথ্য আছে এ লেখায়।
৭ ঘণ্টা আগে