Ajker Patrika

ত্বক সুরক্ষায় মেকআপ কিটের যত্ন নিচ্ছেন তো?

বিভাবরী রায়
আপডেট : ১১ জুলাই ২০২৫, ১৯: ১৫
ছবি: আজকের পত্রিকা
ছবি: আজকের পত্রিকা

রোজ বাইরে বের হওয়ার আগে ড্রেসিং টেবিলের সামনে বসে অন্তত ১৫ মিনিট সময় তো কাটানো হয়-ই। এই অল্প সময়ে ত্বক ও চুলের সাজসজ্জার জন্য ব্যবহৃত হয় বেশ কয়েকটি সরঞ্জাম। চুলের জন্য চিরুনি, মেকআপ ব্রাশ, মেকআপ ব্লেন্ডার, টুইজার, আরও কত কী! এসব সরঞ্জাম আমাদের সাজকে প্রতিনিয়ত সুন্দর করে ফুটিয়ে তোলে। এগুলো যেহেতু সাজের অনুষঙ্গ হিসেবে আমাদের প্রতিদিনই প্রয়োজন আর তাই এসবের সঠিক যত্নআত্তি ভীষণভাবে জরুরি। ব্যবহার শেষে নির্দিষ্ট সময় পরপর এগুলো পরিষ্কার না করলে এতে নানা রকম জীবাণু বাসা বাঁধতে পারে। আর তা থেকে ত্বকে নানা রকম সমস্যা পড়ার আশঙ্কা থাকে।

মেকআপ কিট ও অন্যান্য সাজ সরঞ্জামের যত্ন নেবেন যেভাবে

মেকআপ ব্রাশ

সাজের অনুষঙ্গ হিসেবে মেকআপ ব্রাশ প্রতিদিন ব্যবহার করা হয়। আর তাই এটি আমাদের সপ্তাহে অন্তত এক দিন পরিষ্কার করা প্রয়োজন। কারণ, এটি সরাসরি ত্বকের সংস্পর্শে আসে। এ ছাড়া যদি তুলি বা ব্রাশ অন্য কেউ ব্যবহার করে, তাহলে অবশ্যই যত দ্রুত সম্ভব পরিষ্কার করে ফেলতে হবে। এসব সরঞ্জাম খুবই ব্যক্তিগত ব্যবহারের জিনিস। এগুলো একাধিক মানুষ ব্যবহার করলে অনেক ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে।

মেকআপ ব্রাশ ও তুলি ধোয়ার ক্ষেত্রে হালকা কুসুম গরম পানিতে কম ক্ষারযুক্ত শ্যাম্পু বা সাবান মিশিয়ে নিন। তারপর ব্রাশ বা তুলি তাতে ডুবিয়ে রাখুন কিছুক্ষণ। এরপর আলতোভাবে ঘষে পরিষ্কার করে নিন। হয়ে গেলে রোদে শুকিয়ে নিন। এতে জীবাণু মুক্ত হবে অনেকটাই। এগুলো ধুতে গিয়ে যদি দেখেন তন্তুগুলো খুলে পড়ছে, তাহলে সেটি বাতিল করে নতুন এটি কেনার কথা ভাবুন।

ছবি: পেক্সেলস
ছবি: পেক্সেলস

চিরুনি

প্রতিদিনই বেশ কয়েকবার আমাদের চুল আঁচড়ানোর প্রয়োজন হয়। এতবার চুল আঁচড়ানোর ফলে চুলে লেগে থাকা ধুলোবালি, তেল, খুশকি চিরুনির গায়ে ও দাঁতের ভেতরে জমে হয়। জমে থাকা ময়লাগুলো আবার চুল আঁচড়ানোর সময় চুলেই লেগে যায়। আর তাই মাথার ত্বক ও চুল স্বাস্থ্যকর রাখতে হলে প্রতি সপ্তাহে একবার করে চিরুনি পরিষ্কার করে ফেলা অত্যন্ত জরুরি। ভালো হয় যদি প্রতিবার চুল পরিষ্কার করার সঙ্গে সঙ্গে চিরুনিও পরিষ্কার করে ফেলা শ্যাম্পু বা সাবান দিয়ে।

বিউটি ব্লেন্ডার

মুখে ভালোভাবে মেকআপ ব্লেন্ড করার জন্য ছোট বড় নানা রকম স্পঞ্জের দরকার হয়। সেগুলোতে ক্রিম, ফাউন্ডেশন ক্রিম, পাউডারসহ কত কিছু যে লেগে থাকে! ফলে এসব স্পঞ্জ নিয়মিত পরিষ্কার রাখা প্রয়োজন। কুসুম গরম পানিতে সাবান বা শ্যাম্পু মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে হাতে চেপে চেপে পরিষ্কার করে নিন। এতে জমা ময়লা, ব্যাকটেরিয়া বা জীবাণু চলে যাবে বেশির ভাগ। তবে খেয়াল করে প্রতি তিন থেকে ছয় মাস পর এগুলো বদলে ফেলতে ভুলবেন না।

মাসকারা ব্রাশ

মাসকারা নিয়মিত ব্যবহার করা না হলেও এর ব্রাশটি ৭ থেকে ১৫ দিনে একবার পরিষ্কার করে নিতে হবে পানি বা শ্যাম্পু দিয়ে। আর একটি মাসকারা ব্রাশ প্রতি তিন মাস পর বদলে ফেলতে হবে।

টুইজার

ভ্রু ও ঠোঁটের ওপর থেকে অতিরিক্ত লোম তুলতে টুইজার ব্যবহার করলে এটি ব্যবহার শেষে ঘন ঘন পরিষ্কার করতে হবে। এই অনুষঙ্গ বেশির ভাগ স্টেইনলেস স্টিলের তৈরি। তাই পানির সঙ্গে সাবান দিয়ে ব্যাকটেরিয়া মুক্ত করে নিতে হবে।

রেজর

শরীরের বিভিন্ন অংশের অবাঞ্ছিত লোম দূর করতে তাড়াহুড়ো অবস্থায় বিশেষ প্রয়োজনীয় অনুষঙ্গটি হলো রেজর। এটি ব্যবহার করার পর প্রতিবার ধুয়ে রাখতে হবে। খেয়াল রাখতে হবে, এর ব্যবহারের মেয়াদ যেন পেরিয়ে না যায়। এক একটি ধারালো রেজার ব্লেড মাত্র ৫ থেকে ৭ বার পর্যন্ত মসৃণভাবে শেভের জন্য কাজ করে। এরপর এটি মসৃণভাবে কাজ করতে পারে না। তখন এর ব্যবহারে ত্বকে ক্ষত বা লালচে ভাবসহ কিছু সমস্যা তৈরি করে।

সূত্র: হার জিন্দেগি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইলট ইচ্ছা করে বিধ্বস্ত করান এয়ার ইন্ডিয়ার সেই ড্রিমলাইনার: বিশেষজ্ঞ

তবে কি ধরে নেব, মবের পেছনে সরকারের প্রচ্ছন্ন প্রশ্রয় আছে: তারেক রহমান

৫ কোটি টাকা চাঁদা দাবি: পদ্মা সেতুর টোল প্লাজা অবরোধ বৈষম্যবিরোধীদের

ইসরায়েল রাষ্ট্রের পতনের ‘ভবিষ্যদ্বাণী’ করেছিলেন আইনস্টাইন

মিটফোর্ডে নৃশংস হত্যাকাণ্ড: ‘আমি জড়িত না, ফাঁইসা গেছি’— অস্ত্রসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা রবিনের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত