দুর্দান্ত এক খুদে দৌড়বিদ মারুফ
প্রতিটি সাফল্যের পেছনে থাকে অদম্য প্রচেষ্টা এবং আত্মত্যাগ। এমন এক খুদে দৌড়বিদের কথা আজ বলব, যে তার কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং আত্মবিশ্বাসের মাধ্যমে জাতীয় পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। সে হলো মারুফ ইসলাম, কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।