সাকিবুল হাছান
প্রতিটি সাফল্যের পেছনে থাকে অদম্য প্রচেষ্টা এবং আত্মত্যাগ। এমন এক খুদে দৌড়বিদের কথা আজ বলব, যে তার কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং আত্মবিশ্বাসের মাধ্যমে জাতীয় পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। সে হলো মারুফ ইসলাম, কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
শৈশব ও প্রতিকূলতা জয়
পিতৃহীন মারুফ তার মা এবং বিদ্যালয়ের শিক্ষকদের উৎসাহ ও সহায়তায় দৌড়বিদ হওয়ার স্বপ্ন দেখে। ২০২৩ সালে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে সে শিক্ষকদের নজর কাড়ে। এর পর থেকে শুরু হয় তার জাতীয় পর্যায়ের পথচলা।
জাতীয় পর্যায়ে পথচলা
২০২৩ ও ২০২৪ সালে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা, জেলা, উপ-অঞ্চল ও অঞ্চল পর্যায়ে শিরোপা জিততে পারেনি মারুফ। তবে সে হাল ছাড়েননি। ২০২৫ সালের প্রতিযোগিতা ছিল তার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং। উপজেলা ও জেলা পর্যায়ে ১০০ মিটার, ২০০ মিটার, ৪০০ মিটার এবং রিলে দৌড়—সব কটিতেই প্রথম হয়ে উপ-অঞ্চলে জায়গা করে নেয়।
সেই প্রতিযোগিতায় অংশ নিয়ে ২০০ মিটারে দ্বিতীয় এবং রিলে দৌড়ে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে জায়গা করে নেয়।
সাফল্যের চূড়ায় মারুফ
অবশেষে গত ২৩ ফেব্রুয়ারি শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ২০০ মিটার দৌড়ে প্রথম স্থান অর্জন করে মারুফ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল হক ভূঁইয়া বলেন, ‘মারুফের আত্মবিশ্বাস ও পরিশ্রম তাকে এই অবস্থানে নিয়ে এসেছে। আমি নিশ্চিত, সে ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য গৌরব বয়ে আনতে পারবে।’
ভবিষ্যতের স্বপ্ন ও প্রত্যাশা মারুফের এখন একটাই স্বপ্ন—আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করা।
প্রতিটি সাফল্যের পেছনে থাকে অদম্য প্রচেষ্টা এবং আত্মত্যাগ। এমন এক খুদে দৌড়বিদের কথা আজ বলব, যে তার কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং আত্মবিশ্বাসের মাধ্যমে জাতীয় পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। সে হলো মারুফ ইসলাম, কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
শৈশব ও প্রতিকূলতা জয়
পিতৃহীন মারুফ তার মা এবং বিদ্যালয়ের শিক্ষকদের উৎসাহ ও সহায়তায় দৌড়বিদ হওয়ার স্বপ্ন দেখে। ২০২৩ সালে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে সে শিক্ষকদের নজর কাড়ে। এর পর থেকে শুরু হয় তার জাতীয় পর্যায়ের পথচলা।
জাতীয় পর্যায়ে পথচলা
২০২৩ ও ২০২৪ সালে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলা, জেলা, উপ-অঞ্চল ও অঞ্চল পর্যায়ে শিরোপা জিততে পারেনি মারুফ। তবে সে হাল ছাড়েননি। ২০২৫ সালের প্রতিযোগিতা ছিল তার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং। উপজেলা ও জেলা পর্যায়ে ১০০ মিটার, ২০০ মিটার, ৪০০ মিটার এবং রিলে দৌড়—সব কটিতেই প্রথম হয়ে উপ-অঞ্চলে জায়গা করে নেয়।
সেই প্রতিযোগিতায় অংশ নিয়ে ২০০ মিটারে দ্বিতীয় এবং রিলে দৌড়ে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে জায়গা করে নেয়।
সাফল্যের চূড়ায় মারুফ
অবশেষে গত ২৩ ফেব্রুয়ারি শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ২০০ মিটার দৌড়ে প্রথম স্থান অর্জন করে মারুফ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল হক ভূঁইয়া বলেন, ‘মারুফের আত্মবিশ্বাস ও পরিশ্রম তাকে এই অবস্থানে নিয়ে এসেছে। আমি নিশ্চিত, সে ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য গৌরব বয়ে আনতে পারবে।’
ভবিষ্যতের স্বপ্ন ও প্রত্যাশা মারুফের এখন একটাই স্বপ্ন—আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করা।
বাংলাদেশ বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ। সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকা এবং এর আশপাশের এলাকায় বেশ কয়েকটি ভূকম্পন অনুভূত হয়েছে। গবেষকদের আশঙ্কা, যেকোনো সময় ৭ থেকে ৮ মাত্রার ভূমিকম্প দেশে আঘাত হানবে।
৪০ মিনিট আগেগত দুই দশকে উচ্চশিক্ষায় আন্তর্জাতিক শিক্ষার্থীর পাশাপাশি বেড়েছে ট্রান্সন্যাশনাল এডুকেশন বা আন্তদেশীয় শিক্ষার চাহিদা। এই ব্যবস্থায় শিক্ষার্থীরা নিজ নিজ দেশে থেকেই বিদেশি বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে পড়াশোনার সুযোগ পাচ্ছেন।
১ ঘণ্টা আগেঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত তেজগাঁও কলেজের সমাজকর্ম বিভাগে গত শুক্রবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে বিভাগটির প্রথম অ্যালামনাই পুনর্মিলনী ২০২৫। সময়ের পরিক্রমায় যে বন্ধন কিছুটা শিথিল হয়ে পড়েছিল, সেই সম্পর্ককে আবার নতুন করে জোড়া লাগানোর এক অনবদ্য প্রয়াস দেখা গেল এই আয়োজনে।
১ ঘণ্টা আগেরাজধানী ঢাকার লালমাটিয়ার সহজপাঠ উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হলো হিপ্পো ইংলিশ অলিম্পিয়াড-২০২৫-এর প্রিলিমিনারি রাউন্ড। আন্তর্জাতিক মানের এই প্রতিযোগিতায় অংশ নিয়ে ৬ থেকে ১৯ বছর বয়সী শিক্ষার্থীরা তাদের ইংরেজি ভাষার দক্ষতা যাচাই এবং বিকাশের সুযোগ পেল।
১ ঘণ্টা আগে