Ajker Patrika

নটর ডেম কলেজর ৭৫ বছর পূর্তি উৎসব

ক্যাম্পাস ডেস্ক
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১২: ০৫
Thumbnail image

১৯৪৯ সালে প্রতিষ্ঠা করা হয় নটর ডেম কলেজ। এ বছর ৭৫ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী ‘৭৫ বছর পূর্তি উৎসব’ আয়োজন করেছে কলেজ কর্তৃপক্ষ।

২৫ জানুয়ারি বেলা ৩টায় উৎসব শুরু হয়। এ আয়োজন ছিল নটরডেম কলেজের সদ্য এইচএসসি কৃতকার্য (২৩ ব্যাচ), দ্বাদশ শ্রেণি (২৪ ব্যাচ) ও একাদশ শ্রেণির (২৫ ব্যাচ) ছাত্রদের জন্য। অনুষ্ঠানের শুরুতেই ছিল জাতীয় সংগীত। প্রত্যেকে দাঁড়িয়ে সম্মিলিত স্বরে গেয়ে ওঠে জাতীয় সংগীত, জাতীয় পতাকা ও কলেজ পতাকা উত্তোলন করা হয়। এরপরে মঞ্চে পরিবেশিত হয় উদ্বোধনী নৃত্য, পরিচালনায় ছিলেন বেবী রোজারিও।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও, সিএসসি। তিনি উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান এবং নটর ডেম কলেজের বিভিন্ন কার্যক্রম ও এর উদ্দেশ্য-আদর্শ তুলে ধরেন।

উৎসবের প্রথম দিনে বিশিষ্ট অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আতিউর রহমান। প্রধান অতিথি ছিলেন অ্যাপস্টলিক নুনসিও (ভ্যাটিকানের রাষ্ট্রদূত, বাংলাদেশে পোপ মহোদয়ের প্রতিনিধি) সম্মানীয় আর্চবিশপ কেভিন রানডাল।

নটর ডেম কলেজের ৭৫ বছর পূর্তি উৎসবে নৃত্য পরিবেশনাঅনুষ্ঠানে বক্তৃতাপর্বের পর স্মারক সম্মাননা তুলে দেওয়া হয় দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা অ্যালামনাইদের হাতে। স্মারক সম্মাননা প্রদান শেষে নটর ডেম কলেজের অ্যালামনাই ব্রি. জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. রেফায়েত উল্লাহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানের শেষদিকে ছিল জনপ্রিয় নটরডেমিয়ান সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের পরিবেশনা।

প্রথম দিনের আয়োজন ছিল মূলত কলেজের সদ্য এইচএসসি পাস করা এবং বর্তমান শিক্ষার্থীদের জন্য।

সব মিলিয়ে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে উদ্‌যাপিত হয়েছে ঐতিহ্যবাহী নটর ডেম কলেজের ৭৫ বছর পূর্তি উৎসব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত