Ajker Patrika

গ্রিন ইউনিভার্সিটিতে ৩ দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ মে ২০২৩, ১৯: ২২
Thumbnail image

বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী পঞ্চম অন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু করেছে রাজধানীর গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। 

আজ শুক্রবার পূর্বাচল আমেরিকান সিটির স্থায়ী ক্যাম্পাসে উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাব আয়োজিত এ প্রতিযোগিতায় আটটি বিভাগের শিক্ষার্থী ও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। 

অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, ‘শুধু মানসিক প্রশান্তি কিংবা শারীরিক কসরত নয়; শৃঙ্খলা, সততা ও মানবিক বিকাশের জন্যও খেলাধুলা জরুরি।’ 

পূর্বাচল আমেরিকান সিটির স্থায়ী ক্যাম্পাসে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির। ছবি: আজকের পত্রিকাকোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান বলেন, সবার সার্বিক সহযোগিতার ফলে আগের টুর্নামেন্টগুলো সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজন করা হয়েছে। পঞ্চমবারের মতো আয়োজিত টুর্নামেন্টও সফল হবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

গ্রিন ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট থেকে ভবিষ্যতে ভালো খেলোয়াড় বের হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব। 

রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুব সরওয়ার (অব.) বলেন, ‘টুর্নামেন্ট সব সময় স্পোর্টিং প্রতিভা বিকাশে সাহায্য করে। শারীরিক ও মানসিকভাবে সুস্থ না থাকলে শিক্ষাক্ষেত্রে সফল হওয়া কঠিন। খেলাধুলার মাধ্যমে এটি অর্জন সম্ভব।’ 

অনুষ্ঠানে প্রতিযোগিতার খুঁটিনাটি তুলে ধরেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও ছাত্রবিষয়ক পরিচালক ড. আফজাল হোসেন খান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত