Ajker Patrika

৫৩–তেও ফ্যাশনদুরস্ত টাবু

জীবনধারা ডেস্ক
আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১৩: ২২
৫৩–তেও ফ্যাশনদুরস্ত টাবু

তাবাসসুম ফাতিমা হাশমী নামে তাঁকে খুব কম মানুষই চেনেন। কিন্তু টাবু বললে একনামে চেনেন প্রায় সবাই। অভিনয়ে তো বটেই, ৫০ পেরোনো বয়সে তিনি ফিরেছেন নতুন রূপে। এখন তিনি আলোচনায় আছেন ‘ক্র’ সিনেমাটি নিয়ে। বলিউডের তিন প্রজন্মের তিন নায়িকা নিয়ে নির্মিত ‘ক্রু’ সিনেমাটি মুক্তি পায় গত ২৯ মার্চ। টাবু ছাড়া এ সিনেমায় ছিলেন কারিনা কাপুর ও কৃতি শ্যানন। 

সিনেমাটির মতোই আলোচিত হচ্ছে টাবুর ফ্যাশনের কথা। দিব্য়ি ট্রেন্ডি ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে নিজের ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করেছেন তিনি। এ দিকে অনেকেই বলছেন, ‘টাবু কি চিরতরুণই রয়ে যাবেন?’ এ প্রশ্নের হয়তো একটাই জবাব, টাবু জানেন কীভাবে নতুন রূপে ফিরে আসতে হয়, কীভাবে ঘুরে দাঁড়াতে হয়। শুধু ফ্যাশন নয়, টাবু বছরের পর বছর কীভাবে নিজের ফিটনেস ধরে রাখছেন তাও এক রহস্য বটে। 

বলি পাড়ায় স্টাইলিশ তারকাদের তালিকায় টাবুর নাম রয়েছে। প্রায় ৫৩ বছর বয়সী এ নায়িকার ইনস্টাগ্রাম ঘাঁটলে চমকে যেতে হয়। চলতি ঘরানা কিংবা ঐতিহ্যবাহী সব সাজেই নিজেকে দারুণভাবে উপস্থাপন করেন তিনি। 

একরঙা কালো নট ড্রেসে টাবু আরও একবার প্রমাণ করলেন ‘সিমপ্লিসিটি ইজ বিউটি।’ স্মোকি আই মেকআপ, ন্য়ুড লিপস্টিক ও সোনালি রঙের বড় কানের দুলেই টিপটপ এই নায়িকা। 

টাবুকে সাধারণত একটু লম্বা দৈর্ঘ্যের পোশাকেই দেখা যায়। একরঙা লাল লম্বা পাফ হাতার গাউনের সঙ্গে ন্য়ুড মেকআপই তাঁর কাছে আরামদায়ক। 

টাবু সাদা রঙের পোশাক পরতে ভীষণ পছন্দ করেন। তাঁর কাছে সাদা হলো আরাম ও আভিজাত্যের রং। ফলে ক্যাজুয়াল বা পার্টি ওয়্যার থেকে শুরু করে ভ্রমণে যাওয়ার জন্য তাঁর সংগ্রহে সাদা পোশাকের কমতি নেই।

হায়দরাবাদে জন্ম নেওয়া এই তারকা হাম সাথ সাথ হ্যায়, মকবুল, হায়দার ইত্যাদি চলচ্চিত্রের জন্য বেশ জনপ্রিয়তা পান। বলা হয়, টাবু একজন ‘এভারগ্রিন’ অভিনেত্রী। লাল প্যান্ট, লাল কোমরবন্ধনী ও সাদা শার্টের মিশেলে তিনি যে লুক দিয়েছেন, সেটি টাইমলেস।

লাল সিল্কের গাউন, হাইহিল ও বাতাসে ওড়ানো খোলা চুলের এই ছবি বলে দেয়, জীবন উদ্‌যাপনের সময় কখনো ফুরিয়ে যায় না। সব বয়সই সুন্দর, বয়সটাকে উপভোগ করতে হয়। 

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া ও অন্যান্য

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত