মায়ের আলমারিতে উঁকিঝুঁকি দেয় না, এমন মেয়ের সংখ্যা খুব কম? পুরোনো দিনের কত রকম শাড়ি সেখানে জমা। সাজিয়ে রাখা কাতান, সিল্ক, কত রকমের জর্জেট, জামদানি। কিছু শাড়ি স্মৃতি হিসেবে সংগ্রহে রাখা গেলেও দেখা যায়, একটা সময় এ ধরনের শাড়ি চাকচিক্য হারায়। সে ক্ষেত্রে এসব শাড়ি ব্যবহার করতে পারেন ঘর সাজানোর কাজে।
যা করা যায়
টেবিল রানার
ডাইনিং টেবিলের ওপর সুন্দর টেবিল রানার বিছিয়ে রাখতে আমরা সবাই ভালোবাসি। বিশেষ দিনগুলোর জন্য বা নৈশভোজের আয়োজন থাকলে একটু ভারী রং বা নকশার টেবিল রানার ব্যবহার করতে দেখা যায়। সে ক্ষেত্রে পুরোনো কাতান শাড়ি দিয়ে টেবিল রানার বানিয়ে নিতে পারেন। শাড়ির পাড় রানারের চারপাশে লাগিয়ে নিলে আলাদা একটা সৌন্দর্য তৈরি হবে। চাইলে রানারের চার কোন টার্সেল লাগিয়েও নেওয়া যায়।
টেবিল ম্যাট
ঘরোয়া অনুষ্ঠানগুলোয় ঘরের সাজে নতুনত্ব কে না আনতে চায়? ডাইনিং টেবিলের ম্যাট কিনতে বাড়তি খরচ না করে এবার পুরোনো কাতান শাড়ি দিয়েই বানিয়ে নিতে পারেন টেবিল ম্যাট। শাড়ির পাড় ব্যবহার করুন পাইপিং দেওয়ার কাজে। রঙের মিল ও একটু বুদ্ধি খাটিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন ব্যতিক্রমধর্মী নান্দনিক এই টেবিল ম্যাট।
পর্দা
একরঙা জর্জেট, জামদানি, চওড়া পাড়ের সিল্ক বা কাতান শাড়ি দিয়ে চমৎকার পর্দা বানিয়ে ফেলা যায়। শোবার ও বসার ঘরের মাঝখানে ঝোলানোর জন্য বা শোবার ঘরের জানালার জন্য এ ধরনের শাড়ি দিয়ে ডেকোরেটিভ পর্দা বানালে ভালো লাগবে। তবে কোন ধরনের শাড়ি দিয়ে পর্দা বানাবেন, তা নির্ভর করে ঘরের আকার ও দেয়ালের রঙের ওপর। ঘরের আকার ছোট হলে জানালার পর্দার জন্য জামদানি বা জর্জেটের শাড়ি ব্যবহার করলে ভালো হবে।
আরামগদির কাভার
বসার ঘরের মেঝেতে অনেকে আরামগদি রাখেন। বিশেষ দিনগুলোয় বিছানোর জন্য সানন্দা কাতানের মতো শাড়ি দিয়ে বানিয়ে নেওয়া যেতে পারে ঝলমলে কভার। সে ক্ষেত্রে সেই কভারের রং যেন সোফা ও বসার ঘরের অন্যান্য ফ্যাব্রিকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
কুশন কভার
সোফা বা আরামগদির ওপর ছড়িয়ে রাখার জন্য কুশন কভারও বানিয়ে নেওয়া যায় শাড়ি কেটে। এ ক্ষেত্রে জামদানি, কাতান ও সিল্কই সেরা। চাইলে ম্যাচিং করে দুই রঙের শাড়ি দিয়ে কুশন কভার বানিয়ে নিতে পারেন।
মায়ের আলমারিতে উঁকিঝুঁকি দেয় না, এমন মেয়ের সংখ্যা খুব কম? পুরোনো দিনের কত রকম শাড়ি সেখানে জমা। সাজিয়ে রাখা কাতান, সিল্ক, কত রকমের জর্জেট, জামদানি। কিছু শাড়ি স্মৃতি হিসেবে সংগ্রহে রাখা গেলেও দেখা যায়, একটা সময় এ ধরনের শাড়ি চাকচিক্য হারায়। সে ক্ষেত্রে এসব শাড়ি ব্যবহার করতে পারেন ঘর সাজানোর কাজে।
যা করা যায়
টেবিল রানার
ডাইনিং টেবিলের ওপর সুন্দর টেবিল রানার বিছিয়ে রাখতে আমরা সবাই ভালোবাসি। বিশেষ দিনগুলোর জন্য বা নৈশভোজের আয়োজন থাকলে একটু ভারী রং বা নকশার টেবিল রানার ব্যবহার করতে দেখা যায়। সে ক্ষেত্রে পুরোনো কাতান শাড়ি দিয়ে টেবিল রানার বানিয়ে নিতে পারেন। শাড়ির পাড় রানারের চারপাশে লাগিয়ে নিলে আলাদা একটা সৌন্দর্য তৈরি হবে। চাইলে রানারের চার কোন টার্সেল লাগিয়েও নেওয়া যায়।
টেবিল ম্যাট
ঘরোয়া অনুষ্ঠানগুলোয় ঘরের সাজে নতুনত্ব কে না আনতে চায়? ডাইনিং টেবিলের ম্যাট কিনতে বাড়তি খরচ না করে এবার পুরোনো কাতান শাড়ি দিয়েই বানিয়ে নিতে পারেন টেবিল ম্যাট। শাড়ির পাড় ব্যবহার করুন পাইপিং দেওয়ার কাজে। রঙের মিল ও একটু বুদ্ধি খাটিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন ব্যতিক্রমধর্মী নান্দনিক এই টেবিল ম্যাট।
পর্দা
একরঙা জর্জেট, জামদানি, চওড়া পাড়ের সিল্ক বা কাতান শাড়ি দিয়ে চমৎকার পর্দা বানিয়ে ফেলা যায়। শোবার ও বসার ঘরের মাঝখানে ঝোলানোর জন্য বা শোবার ঘরের জানালার জন্য এ ধরনের শাড়ি দিয়ে ডেকোরেটিভ পর্দা বানালে ভালো লাগবে। তবে কোন ধরনের শাড়ি দিয়ে পর্দা বানাবেন, তা নির্ভর করে ঘরের আকার ও দেয়ালের রঙের ওপর। ঘরের আকার ছোট হলে জানালার পর্দার জন্য জামদানি বা জর্জেটের শাড়ি ব্যবহার করলে ভালো হবে।
আরামগদির কাভার
বসার ঘরের মেঝেতে অনেকে আরামগদি রাখেন। বিশেষ দিনগুলোয় বিছানোর জন্য সানন্দা কাতানের মতো শাড়ি দিয়ে বানিয়ে নেওয়া যেতে পারে ঝলমলে কভার। সে ক্ষেত্রে সেই কভারের রং যেন সোফা ও বসার ঘরের অন্যান্য ফ্যাব্রিকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
কুশন কভার
সোফা বা আরামগদির ওপর ছড়িয়ে রাখার জন্য কুশন কভারও বানিয়ে নেওয়া যায় শাড়ি কেটে। এ ক্ষেত্রে জামদানি, কাতান ও সিল্কই সেরা। চাইলে ম্যাচিং করে দুই রঙের শাড়ি দিয়ে কুশন কভার বানিয়ে নিতে পারেন।
আমিষের চাহিদা সহজে মেটাতে মাছের বিকল্প নেই। কিন্তু রান্না করা খাবার শরীরের রোগ প্রতিরোধক্ষমতাকে শক্তিশালী করছে কিনা, ঋতুকালীন অসুখ–বিসুখ সারাতে সক্ষম কিনা সেটাও দেখার বিষয়। সপ্তাহের কোনো কোনো দিন এমন উপকরণ মিশিয়ে রান্না করুন যা শরীরের রোগবালাই সারাতে সহায়তা করে।
১ দিন আগেনারীরা সৌন্দর্যচর্চায় যতটা সিদ্ধহস্ত, পুরুষেরা ততটা নন। আবার যেসব সচেতন পুরুষ সপ্তাহে মনে করে এক দিন প্যাক ব্যবহার করেন, নিয়মিত স্যালনে গিয়ে ত্বক পরিচর্যা করান, তাঁরা হাসিঠাট্টার পাত্র হয়ে ওঠেন। প্রশ্ন হলো, সৌন্দর্যচর্চা কি কেবল নারীর জন্য? পত্রপত্রিকায় ছাপানো ছবি, সৌন্দর্যবিষয়ক পণ্যের...
৩ দিন আগেসাজতে ভালোবাসেন যাঁরা, গরমকালকে তাঁরা তোয়াক্কাই করেন না! তেতে ওঠা গ্রীষ্মও তাঁদের কাছে দারুণ সময় রংচঙে পোশাক পরার জন্য। ট্রেন্ড সেটাররা শীতকালকে ফ্যাশনেবল মানেন যেমন, তেমনি গরমকালও তাঁদের জন্য ধরাবাঁধা স্টাইল থেকে বেরোনোর মোক্ষম সময়। নান্দনিকতা, স্বাচ্ছন্দ্য ও পরিমিতিবোধ রেখেই ছক থেকে বেরিয়ে...
৩ দিন আগেআমিষের চাহিদা সহজে মেটাতে মাছের বিকল্প নেই। কিন্তু রান্না করা খাবার শরীরের রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী করছে কি না, ঋতুকালীন অসুখ-বিসুখ সারিয়ে তুলতে সক্ষম কি না, সেসবও দেখার বিষয়। সপ্তাহের কোনো কোনো দিন এমন উপকরণ মিশিয়ে রান্না করুন, যা শরীরের রোগবালাই সারাতে সহায়তা করে।
৩ দিন আগে