মায়ের আলমারিতে উঁকিঝুঁকি দেয় না, এমন মেয়ের সংখ্যা খুব কম? পুরোনো দিনের কত রকম শাড়ি সেখানে জমা। সাজিয়ে রাখা কাতান, সিল্ক, কত রকমের জর্জেট, জামদানি। কিছু শাড়ি স্মৃতি হিসেবে সংগ্রহে রাখা গেলেও দেখা যায়, একটা সময় এ ধরনের শাড়ি চাকচিক্য হারায়। সে ক্ষেত্রে এসব শাড়ি ব্যবহার করতে পারেন ঘর সাজানোর কাজে।
যা করা যায়
টেবিল রানার
ডাইনিং টেবিলের ওপর সুন্দর টেবিল রানার বিছিয়ে রাখতে আমরা সবাই ভালোবাসি। বিশেষ দিনগুলোর জন্য বা নৈশভোজের আয়োজন থাকলে একটু ভারী রং বা নকশার টেবিল রানার ব্যবহার করতে দেখা যায়। সে ক্ষেত্রে পুরোনো কাতান শাড়ি দিয়ে টেবিল রানার বানিয়ে নিতে পারেন। শাড়ির পাড় রানারের চারপাশে লাগিয়ে নিলে আলাদা একটা সৌন্দর্য তৈরি হবে। চাইলে রানারের চার কোন টার্সেল লাগিয়েও নেওয়া যায়।
টেবিল ম্যাট
ঘরোয়া অনুষ্ঠানগুলোয় ঘরের সাজে নতুনত্ব কে না আনতে চায়? ডাইনিং টেবিলের ম্যাট কিনতে বাড়তি খরচ না করে এবার পুরোনো কাতান শাড়ি দিয়েই বানিয়ে নিতে পারেন টেবিল ম্যাট। শাড়ির পাড় ব্যবহার করুন পাইপিং দেওয়ার কাজে। রঙের মিল ও একটু বুদ্ধি খাটিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন ব্যতিক্রমধর্মী নান্দনিক এই টেবিল ম্যাট।
পর্দা
একরঙা জর্জেট, জামদানি, চওড়া পাড়ের সিল্ক বা কাতান শাড়ি দিয়ে চমৎকার পর্দা বানিয়ে ফেলা যায়। শোবার ও বসার ঘরের মাঝখানে ঝোলানোর জন্য বা শোবার ঘরের জানালার জন্য এ ধরনের শাড়ি দিয়ে ডেকোরেটিভ পর্দা বানালে ভালো লাগবে। তবে কোন ধরনের শাড়ি দিয়ে পর্দা বানাবেন, তা নির্ভর করে ঘরের আকার ও দেয়ালের রঙের ওপর। ঘরের আকার ছোট হলে জানালার পর্দার জন্য জামদানি বা জর্জেটের শাড়ি ব্যবহার করলে ভালো হবে।
আরামগদির কাভার
বসার ঘরের মেঝেতে অনেকে আরামগদি রাখেন। বিশেষ দিনগুলোয় বিছানোর জন্য সানন্দা কাতানের মতো শাড়ি দিয়ে বানিয়ে নেওয়া যেতে পারে ঝলমলে কভার। সে ক্ষেত্রে সেই কভারের রং যেন সোফা ও বসার ঘরের অন্যান্য ফ্যাব্রিকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
কুশন কভার
সোফা বা আরামগদির ওপর ছড়িয়ে রাখার জন্য কুশন কভারও বানিয়ে নেওয়া যায় শাড়ি কেটে। এ ক্ষেত্রে জামদানি, কাতান ও সিল্কই সেরা। চাইলে ম্যাচিং করে দুই রঙের শাড়ি দিয়ে কুশন কভার বানিয়ে নিতে পারেন।
মায়ের আলমারিতে উঁকিঝুঁকি দেয় না, এমন মেয়ের সংখ্যা খুব কম? পুরোনো দিনের কত রকম শাড়ি সেখানে জমা। সাজিয়ে রাখা কাতান, সিল্ক, কত রকমের জর্জেট, জামদানি। কিছু শাড়ি স্মৃতি হিসেবে সংগ্রহে রাখা গেলেও দেখা যায়, একটা সময় এ ধরনের শাড়ি চাকচিক্য হারায়। সে ক্ষেত্রে এসব শাড়ি ব্যবহার করতে পারেন ঘর সাজানোর কাজে।
যা করা যায়
টেবিল রানার
ডাইনিং টেবিলের ওপর সুন্দর টেবিল রানার বিছিয়ে রাখতে আমরা সবাই ভালোবাসি। বিশেষ দিনগুলোর জন্য বা নৈশভোজের আয়োজন থাকলে একটু ভারী রং বা নকশার টেবিল রানার ব্যবহার করতে দেখা যায়। সে ক্ষেত্রে পুরোনো কাতান শাড়ি দিয়ে টেবিল রানার বানিয়ে নিতে পারেন। শাড়ির পাড় রানারের চারপাশে লাগিয়ে নিলে আলাদা একটা সৌন্দর্য তৈরি হবে। চাইলে রানারের চার কোন টার্সেল লাগিয়েও নেওয়া যায়।
টেবিল ম্যাট
ঘরোয়া অনুষ্ঠানগুলোয় ঘরের সাজে নতুনত্ব কে না আনতে চায়? ডাইনিং টেবিলের ম্যাট কিনতে বাড়তি খরচ না করে এবার পুরোনো কাতান শাড়ি দিয়েই বানিয়ে নিতে পারেন টেবিল ম্যাট। শাড়ির পাড় ব্যবহার করুন পাইপিং দেওয়ার কাজে। রঙের মিল ও একটু বুদ্ধি খাটিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন ব্যতিক্রমধর্মী নান্দনিক এই টেবিল ম্যাট।
পর্দা
একরঙা জর্জেট, জামদানি, চওড়া পাড়ের সিল্ক বা কাতান শাড়ি দিয়ে চমৎকার পর্দা বানিয়ে ফেলা যায়। শোবার ও বসার ঘরের মাঝখানে ঝোলানোর জন্য বা শোবার ঘরের জানালার জন্য এ ধরনের শাড়ি দিয়ে ডেকোরেটিভ পর্দা বানালে ভালো লাগবে। তবে কোন ধরনের শাড়ি দিয়ে পর্দা বানাবেন, তা নির্ভর করে ঘরের আকার ও দেয়ালের রঙের ওপর। ঘরের আকার ছোট হলে জানালার পর্দার জন্য জামদানি বা জর্জেটের শাড়ি ব্যবহার করলে ভালো হবে।
আরামগদির কাভার
বসার ঘরের মেঝেতে অনেকে আরামগদি রাখেন। বিশেষ দিনগুলোয় বিছানোর জন্য সানন্দা কাতানের মতো শাড়ি দিয়ে বানিয়ে নেওয়া যেতে পারে ঝলমলে কভার। সে ক্ষেত্রে সেই কভারের রং যেন সোফা ও বসার ঘরের অন্যান্য ফ্যাব্রিকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
কুশন কভার
সোফা বা আরামগদির ওপর ছড়িয়ে রাখার জন্য কুশন কভারও বানিয়ে নেওয়া যায় শাড়ি কেটে। এ ক্ষেত্রে জামদানি, কাতান ও সিল্কই সেরা। চাইলে ম্যাচিং করে দুই রঙের শাড়ি দিয়ে কুশন কভার বানিয়ে নিতে পারেন।
বিশ্বের সাংস্কৃতিক, প্রাকৃতিক ও মানবিক ঐতিহ্য সংরক্ষণের উদ্দেশ্যে গঠিত জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেসকো) এবার তাদের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় যুক্ত করেছে নতুন ২৬টি জায়গা। ফ্রান্সের প্যারিসে জুলাই মাসে অনুষ্ঠিত সংস্থাটির ৪৭ তম অধিবেশনে এই ঘোষণা দেওয়া হয়।
৩ ঘণ্টা আগেচা বা কফি ঘুম তাড়ানোর ক্ষেত্রে তান্ত্রিকের মতো কাজ করে। যাঁদের চা পছন্দ নয়, তাঁরা বেছে নেন কফি। আমরা জানি, কফির আবার বিভিন্ন গুণও আছে। কিন্তু অন্য যেকোনো খাবার কিংবা পানীয়র মতো কফি পান করারও কিছু বাধ্যবাধকতা আছে। যেগুলোর প্রভাব সরাসরি স্বাস্থ্যের ওপরে পড়ে।
৫ ঘণ্টা আগেবাড়িতে চালের গুঁড়ো আছে? তাহলে বিকেলের নাশতা নিয়ে চিন্তা নেই। বাড়ির বয়োজ্যেষ্ঠ থেকে শিশু, বলতে গেলে সবারই প্রিয় একটি খাবার পাটিসাপটা পিঠা। আর এ পিঠা সারা বছরই খাওয়া হয়। আপনাদের জন্য পাটিসাপটা পিঠার রেসিপি ও ছবি দিয়েছেন স্বপ্না মণ্ডল।
১০ ঘণ্টা আগেযাঁরা রোজ মেকআপ করেন কিংবা যাঁদের রোজ কমবেশি মেকআপ করে বাইরে যেতে হয়, তাঁদের ত্বকে কোনো প্রভাব পড়বে না, এটা ভাবা ভুল। মেকআপ এড়ানো না গেলে ত্বকের দিকে বাড়তি নজর দিতে হবে। তবে একেকজনের ত্বকে একেক ধরনের সমস্যা থাকে, তা বুঝেই যত্ন নেওয়া দরকার।
১২ ঘণ্টা আগে