নাহিন আশরাফ
একটা সময় ছিল যখন যেকোনো ধরনের বাঙালি পোশাকের সঙ্গেই নথ পরা হতো। আর বড় আকারের নথ পরতে দেখা যেত বিয়ের কন্যাকে। কিন্তু এখন আর সে নিয়ম নেই। ফ্যাশনে এসেছে পরিবর্তন, যেকোনো পোশাকের সঙ্গে এখন পরা হচ্ছে বিভিন্ন ধরনের নথ।
এখন শপিং মলগুলোয় গোলাকার, ত্রিকোণ বা চৌকো বিভিন্ন ধরনের নথ পাওয়া যায়। আবার রয়েছে পাথর বসানো নথ কিংবা লতাপাতার নকশা করা নথ। একটা সময় সোনার নথের কদর থাকলেও বর্তমানে অ্যান্টিক, রুপা ও হীরার নথও সমানভাবে ব্যবহার করছেন তরুণীরা। তবে বেশি জনপ্রিয় অ্যান্টিক বা অক্সিডাইজ নথ। কারণ সাশ্রয়ী দামের পাশাপাশি সব পোশাকের সঙ্গে মানিয়ে যায় এগুলো।
অনেকেই ছোট অক্সিডাইজ নথ ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে পরছেন এখন। নিজেকে অন্যদের থেকে ভিন্নধর্মী করতে কে না চায়। তাই তো অনেকে কুর্তার সঙ্গেও বড় নথ পরে ফিউশন লুক দিচ্ছেন নিজের চেহারার।
বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে মারাঠি নথ। এগুলো সাধারণত শাড়ি ও লেহেঙ্গার সঙ্গে পরলে ভালো লাগে। এর বাইরেও রয়েছে ট্রাইবাল নথ। এ ধরনের নথ মাল্টিকালার হয়। ট্রাইবাল নথ আকারে বেশ বড় হয়, তাই এগুলো শাড়ি কিংবা লেহেঙ্গার সঙ্গে পরা যেতে পারে।
বিয়েতে কনেরা সাধারণত যে ধরনের নথ পরেন তা কিন্তু এখন অনেকেই পরছেন দাওয়াতে গেলে। নাক ছিদ্র করা ছাড়া আগে এসব নথ পরার কথা চিন্তা করা যেত না। কিন্তু বাজারে এখন পাওয়া যায় চাপ দেওয়া ফলস নথ। সেগুলো খুব সহজেই নাক ছিদ্র না করেই পরা যাচ্ছে।
তবে নথ বেছে নেওয়ার আগে তা নিজের মুখের সঙ্গে মানানসই কি না সেদিকে খেয়াল রাখতে হবে। মুখের আকৃতি বড় হলে বড় আকারের নথ বেছে নেওয়া যেতে পারে। তবে মুখ ছোট হলে বড় নথ না পরাই ভালো। সে ক্ষেত্রে ছোট আকারের পাথর বসানো নথ বেছে নিতে পারেন।
কেনাকাটা
ঢাকা শহরে তো বটেই, যেকোনো জেলা শহরের মার্কেটের প্রায় সব ফ্যাশন হাউসে পাওয়া যায় বিভিন্ন ধরনের নথ। এগুলো ২০ থেকে ৬০০ টাকার মধ্যে পাওয়া যায়। এ ছাড়া দেশীয় ফ্যাশন হাউসগুলোয় বৈচিত্র্যময় নথের কালেকশন দেখা যায়। আবার বিভিন্ন গয়নার দোকানে নিজের পছন্দের নকশায় বানিয়ে নেওয়া যাবে নথ। সে ক্ষেত্রে দাম নির্ভর করবে নথ তৈরির উপকরণ ও নকশার ওপর।
একটা সময় ছিল যখন যেকোনো ধরনের বাঙালি পোশাকের সঙ্গেই নথ পরা হতো। আর বড় আকারের নথ পরতে দেখা যেত বিয়ের কন্যাকে। কিন্তু এখন আর সে নিয়ম নেই। ফ্যাশনে এসেছে পরিবর্তন, যেকোনো পোশাকের সঙ্গে এখন পরা হচ্ছে বিভিন্ন ধরনের নথ।
এখন শপিং মলগুলোয় গোলাকার, ত্রিকোণ বা চৌকো বিভিন্ন ধরনের নথ পাওয়া যায়। আবার রয়েছে পাথর বসানো নথ কিংবা লতাপাতার নকশা করা নথ। একটা সময় সোনার নথের কদর থাকলেও বর্তমানে অ্যান্টিক, রুপা ও হীরার নথও সমানভাবে ব্যবহার করছেন তরুণীরা। তবে বেশি জনপ্রিয় অ্যান্টিক বা অক্সিডাইজ নথ। কারণ সাশ্রয়ী দামের পাশাপাশি সব পোশাকের সঙ্গে মানিয়ে যায় এগুলো।
অনেকেই ছোট অক্সিডাইজ নথ ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে পরছেন এখন। নিজেকে অন্যদের থেকে ভিন্নধর্মী করতে কে না চায়। তাই তো অনেকে কুর্তার সঙ্গেও বড় নথ পরে ফিউশন লুক দিচ্ছেন নিজের চেহারার।
বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে মারাঠি নথ। এগুলো সাধারণত শাড়ি ও লেহেঙ্গার সঙ্গে পরলে ভালো লাগে। এর বাইরেও রয়েছে ট্রাইবাল নথ। এ ধরনের নথ মাল্টিকালার হয়। ট্রাইবাল নথ আকারে বেশ বড় হয়, তাই এগুলো শাড়ি কিংবা লেহেঙ্গার সঙ্গে পরা যেতে পারে।
বিয়েতে কনেরা সাধারণত যে ধরনের নথ পরেন তা কিন্তু এখন অনেকেই পরছেন দাওয়াতে গেলে। নাক ছিদ্র করা ছাড়া আগে এসব নথ পরার কথা চিন্তা করা যেত না। কিন্তু বাজারে এখন পাওয়া যায় চাপ দেওয়া ফলস নথ। সেগুলো খুব সহজেই নাক ছিদ্র না করেই পরা যাচ্ছে।
তবে নথ বেছে নেওয়ার আগে তা নিজের মুখের সঙ্গে মানানসই কি না সেদিকে খেয়াল রাখতে হবে। মুখের আকৃতি বড় হলে বড় আকারের নথ বেছে নেওয়া যেতে পারে। তবে মুখ ছোট হলে বড় নথ না পরাই ভালো। সে ক্ষেত্রে ছোট আকারের পাথর বসানো নথ বেছে নিতে পারেন।
কেনাকাটা
ঢাকা শহরে তো বটেই, যেকোনো জেলা শহরের মার্কেটের প্রায় সব ফ্যাশন হাউসে পাওয়া যায় বিভিন্ন ধরনের নথ। এগুলো ২০ থেকে ৬০০ টাকার মধ্যে পাওয়া যায়। এ ছাড়া দেশীয় ফ্যাশন হাউসগুলোয় বৈচিত্র্যময় নথের কালেকশন দেখা যায়। আবার বিভিন্ন গয়নার দোকানে নিজের পছন্দের নকশায় বানিয়ে নেওয়া যাবে নথ। সে ক্ষেত্রে দাম নির্ভর করবে নথ তৈরির উপকরণ ও নকশার ওপর।
সবুজ পাহাড়, জলপাইগাছ আর আঙুরবাগানে ঘেরা এক মনোরম গ্রাম রাদিকনদলি। ছবির মতো গ্রামটি ইতালির টাসকানি অঞ্চলের সিয়েনা শহরের কাছে। একসময় প্রাণচঞ্চল মধ্যযুগীয় বসতি হলেও এখন তা প্রায় জনশূন্য। যেখানে আগে ৩ হাজারের মতো মানুষ থাকত, সেখানে এখন বাস করে মাত্র ৯৬৬ জন। গ্রামের ৪৫০টি বাড়ির মধ্যে শতাধিক খালি পড়ে
২ ঘণ্টা আগেশীত আসছে। আসছে রঙিন সবজির দিন। অবশ্য এখন আর রঙিন সবজির জন্য শীতের অপেক্ষায় থাকতে হয় না। সারা বছর প্রায় পাওয়া যায় বিভিন্ন সবজি। তো এই সবজিকেই এবার কাজে লাগান মুরগির মাংস রান্না করতে। ডায়েটে থাকুন আর না থাকুন, এখন থেকে মুরগির মাংস রান্নার সময় আলু যোগ করা বাদ দিন...
৪ ঘণ্টা আগেনতুন বাড়ি মানেই এক দারুণ শিহরণ! তাই সে বাড়িতে ওঠার বিষয়টিও হয় বিশেষ। নতুন বাড়িতে ওঠার সঙ্গে সৌভাগ্য বিষয়টির এক অদৃশ্য যোগাযোগ থাকে বলে মনে করে অনেকে। ফলে সবাই চায়, সেই বাড়ি সৌভাগ্যে ভরে থাক, ভরে থাক ইতিবাচক শক্তিতে। এ জন্য বিভিন্ন দেশে বা সংস্কৃতিতে বিভিন্ন নিয়মকানুন মেনে চলে মানুষ। অধিবাসীদের...
৬ ঘণ্টা আগেদেশীয় ঐতিহ্যবাহী খাবারের বৈচিত্র্য ও সমৃদ্ধির স্বাক্ষর নিয়ে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আয়োজন করেছে এক বিশেষ অনুষ্ঠান। নাম ‘দ্য লোকাল কালিনারি হেরিটেজ অব বাংলাদেশ’। এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্তের অপ্রচলিত এবং হারিয়ে যাওয়া খাবার তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যাতে সবার সামনে...
১৩ ঘণ্টা আগে